Pune Bus Stand Rape Case: পুণের বাসে ধর্ষণ কাণ্ডে গ্রেফতার অভিযুক্ত ! ৭২ ঘণ্টার পর অবশেষে পুলিশের জালে যুবক
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Pune Bus Stand Rape Case: পুণেকাণ্ডে অভিযুক্ত অবশেষে গ্রেফতার। উল্লেখ্য, পুণেতে পুলিশ স্টেশন থেকে মাত্র ১০০ মিটারের মধ্যে অবস্থিত বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বাসে ধর্ষণ করা হয়েছিল ২৬ বছর বয়সি এক তরুণীকে।
পুণে: পুণের স্বর্গগেট বাস টার্মিনালে ২৬ বছর বয়সি এক মহিলাকে বাসের ভিতর ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। অভিযুক্তের নাম দত্তাত্রেয় রামদাস গাডে। দীর্ঘ ৭২ ঘণ্টার তল্লাশি অভিযান চালিয়ে, শুক্রবার ভোরে পুণের শ্রীরুর তালুক থেকে আটক করা হয় তাকে। উল্লেখ্য, পুণেতে পুলিশ স্টেশন থেকে মাত্র ১০০ মিটারের মধ্যে থাকা একটি বাসস্ট্যান্ডে, দাঁড়িয়ে থাকা বাসে ধর্ষণ করা হয়েছিল ওই তরুণীকে।
তরুণীর অভিযোগ, অভিযুক্ত ওই যুবক প্রথমে তাঁকে ‘দিদি’ বলে সম্বোধন করে এবং জানায় যে সাতারা যাওয়ার বাস অন্য একটি স্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছে। তারপর তাঁকে নিয়ে যায় একটি খালি শিবশাহী এসি বাসে, যার ভিতরে কোনও আলো ছিল না। মহিলার সন্দেহ হলে তিনি বাসে উঠতে প্রথমে ইতস্তত করছিলেন, কিন্তু অভিযুক্ত তাঁকে আশ্বস্ত করে যে এটাই ঠিক বাস।
advertisement
advertisement

মঙ্গলবার ভোরে এই মর্মান্তিক ঘটনা ঘটেছিল। পুলিশ ১৩টি দল গঠন করে দত্তাত্রেয়কে ধরার চেষ্টা চালাচ্ছিল। ধর্ষণে অভিযুক্তকে ধরিয়ে দিতে ১ লাখ টাকা পুরস্কারেরও ঘোষণা করা হয়েছিল। ড্রোন ও ডগ স্কোয়াড নিয়ে দত্তাত্রেয়র গ্রামে তল্লাশি অভিযান চালিয়েছিল পুণে সিটি ও গ্রামীণ পুলিশ। এরপর বৃহস্পতিবার মধ্যরাতে ধর্ষণের ঘটনার প্রায় ৭২ ঘণ্টা পরে পুণের শিরুর তেহসিল থেকে অভিযুক্ত দত্তাত্রেয়কে ধরতে সফল হয় পুলিশ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Pune,Maharashtra
First Published :
February 28, 2025 8:55 AM IST