বিলাসবহুল গাড়িতে চেপে কোথাও একটা যেতেন শ্বশুরবাড়ির লোকেরা, সন্দেহের বশে পিছু নিয়ে সত্যিটা জানার পর মুখে যেন কথাই সরছে না চিকিৎসক নববধূর !

Last Updated:

Doctor married in Beggar Family: বিয়ের ৪-৫ মাস পর শ্বশুরবাড়ির এমন এক গোপন রহস্য জানতে পারলেন নববধূ যে, তাঁর পায়ের তলার জমিই রীতিমতো সরে গিয়েছে। এমনকী নববধূ এটা স্বপ্নেও ভাবেননি যে, তাঁর শ্বশুরের বিলাসবহুল বাড়িটি পুরোটাই ভিক্ষার টাকায় তৈরি।

বিলাসবহুল গাড়িতে চেপে কোথাও একটা যেতেন শ্বশুরবাড়ির লোকেরা (Credit- YouTube/Syed Basit Ali)
বিলাসবহুল গাড়িতে চেপে কোথাও একটা যেতেন শ্বশুরবাড়ির লোকেরা (Credit- YouTube/Syed Basit Ali)
আমরা আমাদের জীবনে এমন নানা রকম রহস্যের মুখোমুখি হই। যা নিয়ে আমরা স্বপ্নেও ভাবি না। বলা হয় যে, এক ব্যক্তি নিজেই ভুল সিদ্ধান্ত নিয়ে থাকেন। তবে নিজেদের সন্তানদের জন্য কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে মা-বাবারা রীতিমতো সব দিক খতিয়ে দেখেন। কিন্তু এটা একটা আলাদা বিষয় যে, তাঁরাও কখনও কখনও ভুল করে ফেলেন। ঠিক এমনটাই ঘটেছে একটি মেয়ের সঙ্গে। যার বিয়েটাই যেন একটা ধাঁধা হয়ে গিয়েছে !
বিয়ের ৪-৫ মাস পর শ্বশুরবাড়ির এমন এক গোপন রহস্য জানতে পারলেন নববধূ যে, তাঁর পায়ের তলার জমিই রীতিমতো সরে গিয়েছে। এমনকী নববধূ এটা স্বপ্নেও ভাবেননি যে, তাঁর শ্বশুরের বিলাসবহুল বাড়িটি পুরোটাই ভিক্ষার টাকায় তৈরি। ওই নববধূটি পেশায় আবার চিকিৎসক। MBBS-এর পাঠ সম্পন্ন করেছেন। অথচ তা সত্ত্বেও এমন একটা পরিবারের ফাঁসে ফেঁসে যেতে হয়েছে তাঁকে।
advertisement
advertisement

View this post on Instagram

A post shared by News18.com (@cnnnews18)

advertisement
বিলাসবহুল গাড়িতে চেপে ভিক্ষা করতে যেতেন তাঁরা:
পাকিস্তানি ইউটিউবার সৈয়দ বাসিত আলি এক তরুণীর একটি ভিডিও আপলোড করেছেন। ওই তরুণীটি এমবিবিএস পড়েছেন। সেখানে ওই তরুণীকে বলতে শোনা যায় যে, ধনী পরিবারে বিয়ে করেছিলেন তিনি। আর ওই পরিবারটির রয়েছে কোটি কোটি টাকার বসতবাড়ি। যেখানে রয়েছে সমস্ত সুযোগ-সুবিধাই। শ্বশুরবাড়ি গিয়ে রীতিমতো ৫-৬ মাস ধরে বিলাসবহুল জীবন কাটাচ্ছিলেন ওই বধূ। কিন্তু এরপরেই আসে একটা মোড়। আসলে তিনি লক্ষ্য করেছিলেন যে, তাঁর পরিবারের সদস্যরা ল্যান্ড ক্রুজার এবং ফরচুনারের মতো বিলাসবহুল গাড়িতে চেপে কোথাও একটা যেতেন। এটা দেখে সন্দেহ হয় মেয়েটির। ফলে তিনি একদিন শ্বশুরবাড়ির লোকেদের পিছু নেন। তারপরে যা দেখলেন… তাতে রীতিমতো তাঁর পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে।
advertisement
মেক-আপ করে ভিক্ষা করতে বসতেন:
advertisement
বাড়ি থেকে বিলাসবহুল গাড়িতে চেপে বেরিয়ে আলাদা আলাদা জায়গায় দলে ভাগ হয়ে যেতেন তাঁরা। এরপর ভিক্ষার বাটি নিয়ে ভিক্ষা শুরু করতেন। আর সবথেকে চমকপ্রদ বিষয় হল, এর জন্য নিজেদের বেসমেন্টে রীতিমতো একজন মেক-আপ আর্টিস্টকেও ভাড়া করে রেখেছিলেন তাঁরা। আসলে ভিক্ষুকের বেশধারণের জন্যই মেক-আপ আর্টিস্ট রেখেছিলেন তাঁরা। চমকের এখানেই শেষ নয়, কেউ কেউ আবার খুঁড়িয়ে খুঁড়িয়ে ভিক্ষা করতে যেতেন। আবার পা নেই, এমন মেক-আপ নিয়ে কেউ কেউ ভিক্ষা করতে যেতেন। ওই নববধূ যখন নিজের পরিবারের কাছে এই সত্যিটা জানিয়েছেন, তখন সকলেই চমকে গিয়েছিলেন। কারণ তাঁর শ্বশুরবাড়ির লোকেরা দাবি করেছিল যে, তাঁদের ইমপোর্ট-এক্সপোর্টের ব্যবসা রয়েছে। আর এই ভিডিও দেখার পর চমকে গিয়েছেন নেটিজেনরাও।
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
বিলাসবহুল গাড়িতে চেপে কোথাও একটা যেতেন শ্বশুরবাড়ির লোকেরা, সন্দেহের বশে পিছু নিয়ে সত্যিটা জানার পর মুখে যেন কথাই সরছে না চিকিৎসক নববধূর !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement