রিয়া ও সুশান্তের সম্পর্ক থাকাকালীনই ২০২০ সালের ১৪ জুন প্রয়াত হন সুশান্ত। তাঁর ফ্ল্যাট থেকে সুশান্তের দেহ উদ্ধার করা হয়। রিয়া এদিন সুশান্তের জন্মদিন উপলক্ষে সুশান্তের রৌদ্রজ্জ্বল একটি ছবি শেয়ার করেছেন। লাল হৃদয়ের ইমোজি জুড়ি দিয়েছেন সঙ্গে।
advertisement
আরও পড়ুন: মহিলারাই কেন থাইরয়েডে বেশি আক্রান্ত হন জানেন? চাঞ্চল্যকর কারণ জানালেন চিকিৎসক, সাবধানতা নিন
একাধিকবার সুশান্তের মৃত্যুর পর রিয়ার সঙ্গে অন্য পুরুষের নাম জুড়েছে। কিন্তু রিয়া যে এখনও সুশান্তকে ভীষণ ভালবাসেন তা ছবির ইমজোতিই ইঙ্গিত দিয়েছেন নায়িকা। সুশান্ত সিং রাজপুতের আকস্মিক প্রয়াণে অভিযোগের আঙুল উঠেছিল তাঁর প্রেমিকা রিয়া চক্রবর্তীর দিকে।
আরও পড়ুন: যাঁরা নিয়মিত মেথি চা খায়, তাঁদের ওষুধ লাগে না! শুধু জানতে হবে খাওয়ার সঠিক কায়দা
আত্মহত্যায় প্ররোচনা দিয়েছিলেন তিনি, এমনই দাবি করেছিল সুশান্তের পরিবার। এই ঘটনায় হাজতবাস করতে হয় রিয়াকে। বেশ কষ্টকর পরিস্থিতির মধ্যে দিয়েই কেটেছে রিয়ার মাঝের কটা বছর। তবে নতুন করে ফের কাজ শুরু করেছেন।