মাইক্রোব্লিগং সাইটের তরফে জানানো হয়েছিল, এখন থেকে ‘ব্লু টিক’ রাখার জন্য মাসিক ৬৫৭ টাকা করে দিতে হবে ব্যবহারকারীদের। কোনও সংস্থা যদি তাদের টুইটারে তাদের নামের পাশে ‘ব্লু টিক’ রাখতে চায়, তাহলে খরচ করতে হবে ৮২ হাজার টাকা।
কিন্তু আবার আচমকা ফিরিয়ে দেওয়া হল সেই ব্লু টিক। প্রয়াত বলি তারকা সুশান্ত সিং রাজপুত, সিদ্ধার্থ শুক্ল, প্রমুখের ট্য়ুইটার অ্যাকাউন্ট ভেরিফায়েড হওয়ায় চমকে উঠেছেন নেটিজেনরা। চারদিকে সেই স্ক্রিনশট ছড়িয়ে পড়েছে। নেটিজেনরা এই ঘটনাকে ‘অবাস্তব’ বলে কটাক্ষ করতে শুরু করেছেন।
advertisement
যেখানে সুশান্তের অ্যাকাউন্টে গেলে দেখতে পাওয়া যাচ্ছে একটি লেখা, ‘এই অ্যাকাউন্টটি ভেরিফাই করা হল। কারণ অ্যাকাউন্টটির মালিক নিজেদের ট্যুইটার ব্লু-এ সাবস্ক্রাইব করিয়েছেন এবং ফোন নম্বর ভেরিফাই করিয়েছেন।’
আরও পড়ুন: হার্ট অ্য়াটাকে আইসিইউ-তে ভর্তি বিনয়! কৌতুকাভিনেতার স্বাস্থ্য নিয়ে চিন্তিত দর্শক
এমন বয়ান লেখা রয়েছে সিদ্ধার্থ শুক্ল থেকে শুরু একাধিক প্রয়াত তারকার অ্যাকাউন্টে। নেটিজেনদের নজর পড়েছে সেখানে। প্রসঙ্গত, এবার টাকা দিলে ট্যুইটারে বাড়ানো যাবে ফলোয়ারও। ইউটিউব-এর মতো নতুন আয়ের উপায় খুঁজছে ট্যুইটার। খোদ ইলন মাস্ক তাঁর মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম ট্যুইটারে কনটেন্ট ক্রিয়েটরদের জন্য এই বিশেষ সাবস্ক্রিপশনের ব্যবস্থা চালু করার কথা ঘোষণা করেছেন।