Chalaki Chanti Health: হার্ট অ্য়াটাকে আইসিইউ-তে ভর্তি বিনয়! কৌতুকাভিনেতার স্বাস্থ্য নিয়ে চিন্তিত দর্শক
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Chalaki Chanti Health: অফিসিয়াল কোনও বিবৃতি জারি না হলেও জানা গিয়েছে, চালাকির একটি আর্টারিতে ব্লক ধরা পড়েছে। অস্ত্রোপচার করে স্টেন্ট বসানো হয়েছে।
হায়দরাবাদ: আরও এক অভিনেতা আক্রান্ত হলেন হৃদরোগে। তেলুগু কৌতুকাভিনেতা চালাকি চান্তি ওরফে বিনয় মোহনকে ভর্তি করানো হল আইসিইউ-তে। শনিবার বুকে ব্যথা ও অস্বস্তির কথা জানানোর পর হায়দরাবাদের এক হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে।
advertisement
অভিনেতার স্বাস্থ্য নিয়ে হাসপাতাল বা চালাকির পরিবারের তরফে এখনও পর্যন্ত কোনও বিবৃতি জারি করা হয়নি। তবে সূত্রের খবর, চালাকি এখন স্থিতিশীল এবং চিকিৎসায় সাড়া দিচ্ছেন। অফিসিয়াল কোনও বিবৃতি জারি না হলেও জানা গিয়েছে, চালাকির একটি আর্টারিতে ব্লক ধরা পড়েছে। অস্ত্রোপচার করে স্টেন্ট বসানো হয়েছে।
advertisement
চালাকির আসল নাম বিনয় মোহন। মিমিক্রি দিয়েই বিনোদন জগতে কাজ শুরু তাঁর। ইটিভি-র 'জবরদস্ত' শো-তে কাজ করার পর ইন্ডাস্ট্রিতে নিজের জমি শক্ত করেছিলেন চালাকি। ‘বিগ বস তেলুগু’ সিজন ৬-এ অংশ নিয়েছিলেন চালাকি। রেডিও জকি হিসেবেও কাজ করেছেন তিনি। ৫০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন চালাকি।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 24, 2023 2:06 PM IST