হায়দরাবাদ: আরও এক অভিনেতা আক্রান্ত হলেন হৃদরোগে। তেলুগু কৌতুকাভিনেতা চালাকি চান্তি ওরফে বিনয় মোহনকে ভর্তি করানো হল আইসিইউ-তে। শনিবার বুকে ব্যথা ও অস্বস্তির কথা জানানোর পর হায়দরাবাদের এক হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে।
আরও পড়ুন: মঞ্চে গান থামিয়ে চিৎকার, গালিগালাজ! অরিজিতের এই রূপে হতবাক ভক্তরা, ভাইরাল ভিডিও
আরও পড়ুন: গ্র্যান্ড বিয়ে থেকে ডিভোর্সের গুজব! টলি নায়িকা শিরোনামেই, ছবিতে খুদেকে চিনতে পারছেন কি
অভিনেতার স্বাস্থ্য নিয়ে হাসপাতাল বা চালাকির পরিবারের তরফে এখনও পর্যন্ত কোনও বিবৃতি জারি করা হয়নি। তবে সূত্রের খবর, চালাকি এখন স্থিতিশীল এবং চিকিৎসায় সাড়া দিচ্ছেন। অফিসিয়াল কোনও বিবৃতি জারি না হলেও জানা গিয়েছে, চালাকির একটি আর্টারিতে ব্লক ধরা পড়েছে। অস্ত্রোপচার করে স্টেন্ট বসানো হয়েছে।
চালাকির আসল নাম বিনয় মোহন। মিমিক্রি দিয়েই বিনোদন জগতে কাজ শুরু তাঁর। ইটিভি-র 'জবরদস্ত' শো-তে কাজ করার পর ইন্ডাস্ট্রিতে নিজের জমি শক্ত করেছিলেন চালাকি। ‘বিগ বস তেলুগু’ সিজন ৬-এ অংশ নিয়েছিলেন চালাকি। রেডিও জকি হিসেবেও কাজ করেছেন তিনি। ৫০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন চালাকি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Heart Attack, Telugu Actor