TRENDING:

Sunny Deol and Dharmendra camp : ৯০০০ ফুট উচ্চতায় তাঁবুতে তারকা পিতাপুত্র ধর্মেন্দ্র-সানি

Last Updated:

বাবা ধর্মেন্দ্রর সঙ্গে ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন সানি দেওল (Sunny Deol )৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই : বাবা ধর্মেন্দ্রর সঙ্গে ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন সানি দেওল (Sunny Deol )৷ ভিডিওয় দেখা যাচ্ছে ৯০০০ ফুট উচ্চতায় তাঁবুর ভিতর বসে আছেন তারকা পিতা-পুত্র৷ ধর্মেন্দ্রকে (Dharmendra) বলতে শোনা যায়, ‘‘৯০০০ ফুট উচ্চতায় উপভোগ করছি৷ এভাবেই বাঁচা উচিত৷ আমি আপনাদের সকলকে ভালবাসি৷ এ সবই ঈশ্বরের আশীর্বাদ এবং আপনাদের শুভেচ্ছা৷’’ সানি দেওল লিখেছেন, ‘‘শুধু আমরা দু’জন৷আকাশে প্রাসাদ তৈরি করছি৷শুধু আমরা দু’জন, বাবা ও ছেলে৷’’
advertisement

আরও পড়ুন : পিসি হলেন সুস্মিতা সেন, সামাজিক মাধ্যমে উচ্ছ্বসিত পোস্ট প্রাক্তন বিশ্বসুন্দরীর

ধর্মেন্দ্র এবং তাঁর প্রথম স্ত্রী প্রকাশ কাউরের চার সন্তান-সানি, ববি, বিজেতা এবং অজিয়েতা৷ এর মধ্যে বিজেতা ও অজিয়েতা বলিউড থেকে দূরেই থেকেছেন৷ তাঁরা দু’জনেই এখন প্রবাসী৷ ধর্মেন্দ্র পরে বিয়ে করেন হেমা মালিনীকে৷ ধর্মেন্দ্র ও হেমার দুই মেয়ে, এষা ও অহনা৷

advertisement

আরও পড়ুন : জানুয়ারিতে মুক্তি পাবে রাজকুমার-ভূমির ‘বধাই দো’

ইতিমধ্যে দশেরায় সানি জানিয়েছেন, ‘গদর ২’ ছবি মুক্তি পাবে৷ ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত ‘গদর : এক প্রেম কথা’-র সিক্যুয়েল এটি৷ প্রথম পর্বের ধারা মেনে সিক্যুয়েলেও অভিনয় করবেন সানি এবং আমিশা প্যাটেল৷ ছবিটি মুক্তি পাবে ২০২২ সালে ৷

আরও পড়ুন : ১০ বছরেরও বেশি লিভ ইনের পর এ বার নাকি সাতপাকে বাঁধা পড়ছেন রাজকুমার-পত্রলেখা

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেখলে মনে হবে লাড্ডু ,মোদক কিংবা রসমালাই, কিন্তু খাওয়া যাবে না! এতো অন্য জিনিস
আরও দেখুন

সম্প্রতি সানিকে শেষ বার বড় পর্দায় দেখা গিয়েছে ২০১৯ সালে, ‘ব্ল্যাঙ্ক’ ছবিতে৷ সে বছরই তিনি ছেলে করণ দেওলের প্রথম ছবি ‘পল পল দিল কে পাস’ ছবিটি পরিচালনা করেন৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
Sunny Deol and Dharmendra camp : ৯০০০ ফুট উচ্চতায় তাঁবুতে তারকা পিতাপুত্র ধর্মেন্দ্র-সানি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল