সুনীল শেঠির মেয়ে আথিয়া শেঠি ভারতীয় ক্রিকেটার কে এল রাহুলের (K L Rahul) সঙ্গে রিলেশনশিপে রয়েছেন। তাঁরা দু'জনে বিগত ৩ বছর ধরে ডেট করছেন। সুনীল শেঠির ছেলে অহন শেঠি ফ্যাশন ডিজাইনার তানিয়া শ্রফের (Tania Shroff) সঙ্গে রিলেশিনশিপে রয়েছেন। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শেঠি পরিবারের এক ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছেন যে ২০২২ সালে তাঁদের হবু জীবনসঙ্গীকে বিয়ে করতে চলেছে আথিয়া শেঠি এবং অহন শেঠি।
advertisement
আরও পড়ুন : অন্তরঙ্গ দৃশ্য সহজ ছিল না, কিন্তু.... গেহরাইয়াঁ নিয়ে মুখ খুলেছেন দীপিকা!
রিপোর্ট অনুযায়ী, শেঠি পরিবারের সেই ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছেন যে, আথিয়া শেঠি এবং কে এল রাহুলের বিয়ে হতে চলেছে ২০২২ সালেই। দু'জনেই পেয়ে গিয়েছেন পরিবারের সম্মতি। এছাড়া অহন শেঠি এখন তানিয়া শ্রফের সঙ্গে সিরিয়াস রিলেশিনশিপে রয়েছেন। শেঠি পরিবারের সেই ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছেন যে, তাঁরাও ২০২২ সালে বিয়ে করতে চলেছেন। এমন খবর প্রকাশিত হওয়ার পর এই বিষয়ে সুনীল শেঠি তাঁর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন।
আরও পড়ুন : সিদ্ধার্থের শোক ভুলিয়ে যশরাজের ভিডিওতে শেহনাজ গিল ! প্রশংসার ঝড় নেট দুনিয়ায়
সুনীল শেঠি জানিয়েছেন যে, তাঁর সন্তানদের বিয়ের খবরের কোনও সত্যতা নেই। তিনি ট্যুইট করে জানিয়েছেন যে ২০২২ সালে তাঁর ছেলে অহন শেঠির তানিয়াকে এবং মেয়ে আথিয়া শেঠির কে এল রাহুলকে বিয়ে করার খবর সম্পূর্ণ মিথ্যা। তিনি একটি প্রতিবেদন দেখেছেন যেখানে এসব কথা বলা হয়েছে। সেই প্রতিবেদন দেখে তিনি বুঝতে পারছেন না যে খুশি হবেন না রাগ করবেন। কোনও খবরের সত্যতা যাচাই না করে এভাবে তা প্রকাশ করা উচিত নয়, এটাও বলতে ছাড়েননি তিনি।