নেটদুনিয়ায় সুদীপা খুবই জনপ্রিয়৷ নিয়মিত পোস্টও করেন তিনি৷ নিজের কাজের পাশাপাশি সেখানে উঠে আসে তাঁর পারিবারিক অবসর ও মুহূর্তের কোলাজও৷ তবে সাম্প্রতিক ট্রেন্ড অনুযায়ী তীব্র ট্রোলিং পিছু ছাড়েনি তাঁরও৷
আরও পড়ুন : অসমবয়সি বন্ধুত্ব ঘিরেই গল্প, ৬ মে মুক্তি পাবে মিমি চক্রবর্তী অভিনীত ‘মিনি’
কয়েক মাস আগে নিজের ছবিতে গয়নার দামের প্রসঙ্গে মন্তব্যবাক্সে তিনি উত্তরে জানিয়েছিলেন যে তিনি সোনা বা রুপো ছাড়া অন্য অলঙ্কার পরেন না৷ তাঁর এই উত্তরকে কেন্দ্র করে কার্যত ঝড় বয়ে গিয়েছিল মন্তব্যবাক্সে৷ ‘দাম্ভিক’ তকমা দিয়ে সুদীপার চরম সমালোচনা করেছিলেন নেটিজেনরা৷ এর পর তাঁর শাড়ির ব্যবসা নিয়েও কটূক্তি করতে ছাড়েনি নেটমহল৷ শাড়ির দাম, গুণমান নিয়ে উড়ে এসেছে তির্যক মন্তব্য৷ ক্রমাগত ট্রোলিংও বিদ্ধ করতে পারেনি সুদীপাকে৷ তিনি সপ্রতিভ বরাবরের মতোই৷ সংবাদমাধ্যমকে বলেছেন, সেলেবরা বা পরিচিত মুখগুলি এখন সহজ নিশানা৷ সাধারণ মানুষ সহজেই নিশানা করে নেন তাঁদের৷ এমনকি, কিছু দিন আগে অভিনেতা অঙ্কুশ হাজরার সঙ্গে ছবি শেয়ার করেও চরম কটাক্ষের শিকার হন সুদীপা৷
advertisement
আরও পড়ুন : শরীরে প্রোটিনের ঘাটতি হলে বিপদ ভয়ঙ্কর! এই লক্ষণগুলি দেখা দিলে সতর্কতা নিন এখনই
আরও পড়ুন : সঙ্গিনীকে হারিয়ে দীর্ঘ দিন নিঃসঙ্গ, শঙ্করকে জন্মভূমিতে ফেরত পাঠাতে সরব পশুপ্রেমীরা
এর পরও সুদীপা তাঁর নিজের জায়গায় অটুট৷ রান্নাবান্নার জনপ্রিয় শো ‘রান্নাঘর’-এর সঞ্চালিকা হিসেবে তিনিই যে এক ও অদ্বিতীয়, সেকথা বুঝিয়ে দিয়েছে সাম্প্রতিক প্রতিক্রিয়া৷ সম্প্রতি এই শো-এ সঞ্চালনা করেন ‘কৃষ্ণকলি’-র তিয়াশা রায়৷ কারণ কোভিডে আক্রান্ত সুদীপা কিছু দিন বিরতি নিয়েছিলেন৷ কিন্তু তাঁর জায়গায় তিয়াশাকে মেনে নিতে পারেননি নেটিজেন তথা দর্শকরা৷ রান্নাঘরে সুদীপাই যে সেরা সঞ্চালিকা, মনে করিয়ে দিয়েছেন নেটিজেনরা৷
