TRENDING:

Sudipa Chatterjee: স্টোরি-তে ছবি দেখে হতবাক নেটদুনিয়া, সুদীপা জানালেন তাঁর প্রোফাইল হ্যাকড

Last Updated:

Sudipa Chatterjee: নেটিজেনরা তাঁর পোস্টের উত্তরে জানান, অনেকেরই খটকা লেগেছে স্টোরিতে ওই ছবি দেখে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : মেঘলা শুক্রবারে হতবাক নেটিজেনরা৷ সুদীপা চট্টোপাধ্যায়ের প্রোফাইলের স্টোরি-তে এ কী ছবি! পর পর চলে আসছে আপত্তিজনক একাধিক স্থিরচিত্র৷ তার কিছু ক্ষণ পরই জনপ্রিয় সঞ্চালিকা জানান তাঁর ফেসবুক প্রোফাইল হ্যাকড হয়েছে৷ (Sudipa Chatterjee’s facebook profile has been allegedly hacked) নেটিজেনরা তাঁর পোস্টের উত্তরে জানান, অনেকেরই খটকা লেগেছে স্টোরিতে ওই ছবি দেখে৷ সুদীপা পোস্ট করার আগে অনেকেই যে তাঁর প্রোফাইল হ্যাকড বলে সন্দেহ করেছেন, সেকথাও জানান তাঁর অনুরাগীরা৷
advertisement

নেটদুনিয়ায় সুদীপা খুবই জনপ্রিয়৷ নিয়মিত পোস্টও করেন তিনি৷ নিজের কাজের পাশাপাশি সেখানে উঠে আসে তাঁর পারিবারিক অবসর ও মুহূর্তের কোলাজও৷ তবে সাম্প্রতিক ট্রেন্ড অনুযায়ী তীব্র ট্রোলিং পিছু ছাড়েনি তাঁরও৷

আরও পড়ুন : অসমবয়সি বন্ধুত্ব ঘিরেই গল্প, ৬ মে মুক্তি পাবে মিমি চক্রবর্তী অভিনীত ‘মিনি’

কয়েক মাস আগে নিজের ছবিতে গয়নার দামের প্রসঙ্গে মন্তব্যবাক্সে তিনি উত্তরে জানিয়েছিলেন যে তিনি সোনা বা রুপো ছাড়া অন্য অলঙ্কার পরেন না৷ তাঁর এই উত্তরকে কেন্দ্র করে কার্যত ঝড় বয়ে গিয়েছিল মন্তব্যবাক্সে৷ ‘দাম্ভিক’ তকমা দিয়ে সুদীপার চরম সমালোচনা করেছিলেন নেটিজেনরা৷ এর পর তাঁর শাড়ির ব্যবসা নিয়েও কটূক্তি করতে ছাড়েনি নেটমহল৷ শাড়ির দাম, গুণমান নিয়ে উড়ে এসেছে তির্যক মন্তব্য৷ ক্রমাগত ট্রোলিংও বিদ্ধ করতে পারেনি সুদীপাকে৷ তিনি সপ্রতিভ বরাবরের মতোই৷ সংবাদমাধ্যমকে বলেছেন, সেলেবরা বা পরিচিত মুখগুলি এখন সহজ নিশানা৷ সাধারণ মানুষ সহজেই নিশানা করে নেন তাঁদের৷ এমনকি, কিছু দিন আগে অভিনেতা অঙ্কুশ হাজরার সঙ্গে ছবি শেয়ার করেও চরম কটাক্ষের শিকার হন সুদীপা৷

advertisement

আরও পড়ুন : শরীরে প্রোটিনের ঘাটতি হলে বিপদ ভয়ঙ্কর! এই লক্ষণগুলি দেখা দিলে সতর্কতা নিন এখনই

আরও পড়ুন :  সঙ্গিনীকে হারিয়ে দীর্ঘ দিন নিঃসঙ্গ, শঙ্করকে জন্মভূমিতে ফেরত পাঠাতে সরব পশুপ্রেমীরা

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

এর পরও সুদীপা তাঁর নিজের জায়গায় অটুট৷ রান্নাবান্নার জনপ্রিয় শো ‘রান্নাঘর’-এর সঞ্চালিকা হিসেবে তিনিই যে এক ও অদ্বিতীয়, সেকথা বুঝিয়ে দিয়েছে সাম্প্রতিক প্রতিক্রিয়া৷ সম্প্রতি এই শো-এ সঞ্চালনা করেন ‘কৃষ্ণকলি’-র তিয়াশা রায়৷ কারণ কোভিডে আক্রান্ত সুদীপা কিছু দিন বিরতি নিয়েছিলেন৷ কিন্তু তাঁর জায়গায় তিয়াশাকে মেনে নিতে পারেননি নেটিজেন তথা দর্শকরা৷ রান্নাঘরে সুদীপাই যে সেরা সঞ্চালিকা, মনে করিয়ে দিয়েছেন নেটিজেনরা৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Sudipa Chatterjee: স্টোরি-তে ছবি দেখে হতবাক নেটদুনিয়া, সুদীপা জানালেন তাঁর প্রোফাইল হ্যাকড
Open in App
হোম
খবর
ফটো
লোকাল