শুভশ্রীর পোস্ট করা ভিডিও দেখেই বোঝা যাচ্ছে, স্মৃতির পাতা উল্টে জীবনের রঙিন দিনে ফিরে গেছেন টলি নায়িকা৷ রাজের সঙ্গে কাটানো আনন্দের প্রতিটা মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন তিনি৷ ভিডিওর ক্যাপশনে লিখেছেন- 'আমার সবকিছু'৷ লাইকও কমেন্টে ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা৷ কেউ 'লাভবার্ডস' তো কেউ 'কিউট কাপল' বলে মন্তব্য করেছেন৷ দেখে নিন ভিডিওটি,
advertisement
আরও পড়ুন-'প্রেম না থাকলেও বেঁচে থাকার অনুপ্রেরণা ভাইজান', সলমনকে নিয়ে এ কী বললেন শেহনাজ
আরও পড়ুন-মাদক পাচার করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে জেল বন্দি 'সড়ক ২' অভিনেত্রী, চিনে নিন কে তিনি
কখনও শাড়ি কিংবা কখনও ওয়েস্টার্ন, সব পোশাকেই একদম পারফেক্ট শুভশ্রী। ফ্যাশন স্টেটমেন্টে ভক্তদের তাক লাগিয়ে দিয়েছেন শুভশ্রী। রাজের নাকে নাক ঘষা থেকে হাতে চুম্বন করার প্রতিটা মুহূর্ত রোম্যান্টিক অবতারে নজর কেড়েছেন পর্দার ইন্দুবালা৷ বিয়ের এত বছর পরও যে প্রেমটা একটুও কমেনি, তা বেশ ভালই টের পাওয়া যাচ্ছে৷ বরং সর্বদাই প্রেমে মজে আছেন তিনি৷ ছেলে হওয়ার পর ওজন বেড়ে দ্বিগুণ হয়েছিল টলি নায়িকার। শরীরের বাড়তি ওজন নিয়ে বারবার ট্রোলডও হয়েছিলেন শুভশ্রী। তবে ওজন ঝরিয়ে স্লিম অ্যান্ড ট্রিম হয়ে রীতিমতো ভক্তদের চমকে দিয়েছেন তিনি। তবে ট্রোলিং নিয়ে দুঃখ পান না অভিনেত্রী বরং জীবনের প্রতিটা অধ্যায় উপভোগ করেন শুভশ্রী। 'ইন্দুবালা' হয়ে ওয়েব প্ল্যাটফর্মে ফিরেছেন শুভশ্রী। যেখানে তাকে ৭৫ বছর বয়সি বৃদ্ধার চরিত্রে দেখা গেছে। প্রথম লুকেই যথেষ্ঠ হইচই ফেলে দিয়েছেন অভিনেত্রী। পরিচালক দেবালয় ভট্টাচার্য পরিচালিত ওয়েব সিরিজ 'ইন্দুবালা ভাতের হোটেল' দিয়েই ওয়েব সিরিজে ডেবিউ করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।