Salman-Shehnaaz: 'প্রেম না থাকলেও বেঁচে থাকার অনুপ্রেরণা ভাইজান', সলমনকে নিয়ে এ কী বললেন শেহনাজ

Last Updated:
Salman-Shehnaaz: প্রেমের চর্চার মধ্যে সলমনকে নিয়ে মুখ খুলে সকলকে চমকে দিয়েছেন শেহনাজ৷ তিনি জানিয়েছেন, একসময়ে তাঁকে বাঁচার অনুপ্রেরণা জুগিয়েছিলেন সলমন খান৷
1/5
বলিউডের ভাইজান সলমন খান ও শেহনাজ গিলের প্রেমের চর্চা বেশ কিছুদিন ধরেই চলছে। আর কিছুদিনের মধ্যেই মুক্তি পাবে ভাইজানের 'কিসি কি ভাই কিসি কা জান'৷ এই ছবিতে দেখা যাবে শেহনাজকে৷
বলিউডের ভাইজান সলমন খান ও শেহনাজ গিলের প্রেমের চর্চা বেশ কিছুদিন ধরেই চলছে। আর কিছুদিনের মধ্যেই মুক্তি পাবে ভাইজানের 'কিসি কি ভাই কিসি কা জান'৷ এই ছবিতে দেখা যাবে শেহনাজকে৷
advertisement
2/5
 এই মুহূর্তে 'কিসি কি ভাই কিসি কা জান'- ছবির প্রচার নিয়ে ব্যস্ত রয়েছেন সলমন খান৷ একদিকে ছবির প্রচার, অন্যদিকে প্রেমের চর্চা সব নিয়েই শিরোনামে রয়েছেন সলমন খান৷
এই মুহূর্তে 'কিসি কি ভাই কিসি কা জান'- ছবির প্রচার নিয়ে ব্যস্ত রয়েছেন সলমন খান৷ একদিকে ছবির প্রচার, অন্যদিকে প্রেমের চর্চা সব নিয়েই শিরোনামে রয়েছেন সলমন খান৷
advertisement
3/5
সলমনের এই ছবি দিয়েই বলিউডে পা রাখতে চলেছেন শেহনাজ গিল৷ তারপর থেকেই সম্পর্ক নিয়ে জলঘোলা শুরু হয়েছে৷ নেটিজেনরা অনেকেই বলছেন, শেহনাজের সঙ্গে প্রেম করছেন সলমন খান৷
সলমনের এই ছবি দিয়েই বলিউডে পা রাখতে চলেছেন শেহনাজ গিল৷ তারপর থেকেই সম্পর্ক নিয়ে জলঘোলা শুরু হয়েছে৷ নেটিজেনরা অনেকেই বলছেন, শেহনাজের সঙ্গে প্রেম করছেন সলমন খান৷
advertisement
4/5
প্রেমের চর্চার মধ্যে সলমনকে নিয়ে মুখ খুলে সকলকে চমকে দিয়েছেন শেহনাজ৷ তিনি জানিয়েছেন, 'একসময়ে তাঁকে বাঁচার অনুপ্রেরণা জুগিয়েছিলেন সলমন খান৷ শুধু তাই নয়, তাঁর হাতও শক্ত করে ধরেছিলেন ভাইজান'৷
প্রেমের চর্চার মধ্যে সলমনকে নিয়ে মুখ খুলে সকলকে চমকে দিয়েছেন শেহনাজ৷ তিনি জানিয়েছেন, 'একসময়ে তাঁকে বাঁচার অনুপ্রেরণা জুগিয়েছিলেন সলমন খান৷ শুধু তাই নয়, তাঁর হাতও শক্ত করে ধরেছিলেন ভাইজান'৷
advertisement
5/5
শেহনাজ সাফ বলেন,'সলমনই আমার অনুপ্রেরণা৷ তিনি আমায় বলেছিলেন, কঠোর পরিশ্রম করলে আমি জীবনে অনেক দূর পর্যন্ত যেতে পারব৷ তিনি আমায় বাঁচতে শিখিয়েছেন, লড়তে শিখিয়েছেন'৷ সিদ্ধার্থ শুক্লার মৃত্যুর পরও শেহনাজের পাশে দাঁড়ান ভাইজান৷ তারপর থেকেই ভাইজানের সঙ্গে দারুণ সম্পর্ক রয়েছে শেহনাজের৷
শেহনাজ সাফ বলেন,'সলমনই আমার অনুপ্রেরণা৷ তিনি আমায় বলেছিলেন, কঠোর পরিশ্রম করলে আমি জীবনে অনেক দূর পর্যন্ত যেতে পারব৷ তিনি আমায় বাঁচতে শিখিয়েছেন, লড়তে শিখিয়েছেন'৷ সিদ্ধার্থ শুক্লার মৃত্যুর পরও শেহনাজের পাশে দাঁড়ান ভাইজান৷ তারপর থেকেই ভাইজানের সঙ্গে দারুণ সম্পর্ক রয়েছে শেহনাজের৷
advertisement
advertisement
advertisement