Chrisann Pereira: মাদক পাচার করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে জেল বন্দি 'সড়ক ২' অভিনেত্রী, চিনে নিন কে তিনি
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Chrisann Pereira: সম্প্রতি দুবাইয়ের শারজার বিমানবন্দরে মাদক পাচার করতে গিয়েই হাতে-নাতে ধরা পড়েন ক্রিসন৷ মাদক নিয়ে ধরা পড়ার পরই জেলবন্দি রয়েছেন অভিনেত্রী৷
মাদক পাচার করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন 'সড়ক ২' অভিনেত্রী ক্রিসন পেরেইরা৷ মহেশ ভাটের 'সড়ক ২' ছবিতে আলিয়া ভাট, আদিত্য রায় কাপুর, সঞ্জয় দত্তের মতো অভিনেতাদের সঙ্গে ছবিতে কাজ করেছেন ক্রিসন৷ তবে অভিনয়ে মোটেই নজর কাড়েননি অভিনেত্রী৷ সম্প্রতি দুবাইয়ের শারজার বিমানবন্দরে মাদক পাচার করতে গিয়েই হাতে-নাতে ধরা পড়েন ক্রিসন৷ মাদক নিয়ে ধরা পড়েই জেলবন্দি রয়েছেন অভিনেত্রী৷
দুবাইয়ের শারজার সেন্ট্রাল জেলেই বন্দি রয়েছেন ক্রিসন৷ বিষয়টি জানাজানি হতেই শোরগোল পড়ে গিয়েছে নেটদুনিয়ায়৷ জানা গিয়েছে, চলতি মাসের প্রথম দিকেই কাজের সুযোগ পেয়ে দুবাইয়ে গিয়েছিলেন ক্রিসন৷ সপ্তাহ দুয়েক আগেই শারজায় যান অভিনেত্রী৷ তারপরই জানা যায়, মাদক পাচার করতে গিয়ে ধরা পড়েছেন অভিনেত্রী৷ যদিও ক্রিসনের মা প্রেমিলা পেরেইরার দাবি, তাঁর মেয়েকে ফাঁসানো হয়েছে৷
advertisement
advertisement
আরও পড়ুন-আলিয়াকে দেওয়া রণবীরের সারপ্রাইজ গিফটে হয়ে যেতে পারে বিদেশ সফর! দাম শুনে চোখ কপালে ভক্তদের
অভিনেত্রীর মা জানিয়েছেন, রবি নামের এক ব্যক্তি আন্তর্জাতিক এক সিরিজে কাজের বিষয়ে যোগাযোগ করেন তার মেয়ের সঙ্গে৷ তিনিই মেয়ের বিদেশে যাওয়ার সমস্ত আয়োজন করেও দেন৷ পয়লা এপ্রিল মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে একটি কফি শপে দেখা করেন৷ সেখানেই তিনি ক্রিসনকে একটি ট্রফি দেন৷ রবির কথা মতোই সেই ট্রফি সর্বদাই নিজের সঙ্গে রেখেছিলেন ক্রিসন৷ শারজা বিমানবন্দরে নামার পরই রবির সঙ্গে আর যোগাযোগ করতে পারেননি ক্রিসন৷ ওই ট্রফির ভেতর থেকেই মাদক উদ্ধার হয়৷ গত ১০ এপ্রিল কনসুলেটের পক্ষ থেকে ক্রিসনের পরিবারকে জানানো হয়, মাদক পাচার করায় তাঁকে গ্রেফতার করা হয়েছে৷ এখন শারজার জেলেই বন্দি রয়েছেন ক্রিসন৷ জানা গিয়েছে, এখনও পর্যন্ত শারজা থেকে কোনও অভিযোগ না আসায় মুম্বই পুলিশের কাছেও কোনও এফআইআর দায়ের করতে পারছেন না ক্রিসনের পরিবার৷ আপাতত মেয়েকে কাছে পাওয়ার আশায় দিন গুনছেন ক্রিসনের পরিবার৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 17, 2023 4:28 PM IST