Chrisann Pereira: মাদক পাচার করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে জেল বন্দি 'সড়ক ২' অভিনেত্রী, চিনে নিন কে তিনি

Last Updated:

Chrisann Pereira: সম্প্রতি দুবাইয়ের শারজার বিমানবন্দরে মাদক পাচার করতে গিয়েই হাতে-নাতে ধরা পড়েন ক্রিসন৷ মাদক নিয়ে ধরা পড়ার পরই জেলবন্দি রয়েছেন অভিনেত্রী৷

মাদক পাচার করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে জেলে বন্দি  সড়ক ২ অভিনেত্রী, কে জানেন
মাদক পাচার করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে জেলে বন্দি সড়ক ২ অভিনেত্রী, কে জানেন
মাদক পাচার করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন 'সড়ক ২' অভিনেত্রী ক্রিসন পেরেইরা৷ মহেশ ভাটের 'সড়ক ২' ছবিতে আলিয়া ভাট, আদিত্য রায় কাপুর, সঞ্জয় দত্তের মতো অভিনেতাদের সঙ্গে ছবিতে কাজ করেছেন ক্রিসন৷ তবে অভিনয়ে মোটেই নজর কাড়েননি অভিনেত্রী৷ সম্প্রতি দুবাইয়ের শারজার বিমানবন্দরে মাদক পাচার করতে গিয়েই হাতে-নাতে ধরা পড়েন ক্রিসন৷ মাদক নিয়ে ধরা পড়েই জেলবন্দি রয়েছেন অভিনেত্রী৷
দুবাইয়ের শারজার সেন্ট্রাল জেলেই বন্দি রয়েছেন ক্রিসন৷ বিষয়টি জানাজানি হতেই শোরগোল পড়ে গিয়েছে নেটদুনিয়ায়৷ জানা গিয়েছে, চলতি মাসের প্রথম দিকেই কাজের সুযোগ পেয়ে দুবাইয়ে গিয়েছিলেন ক্রিসন৷ সপ্তাহ দুয়েক আগেই শারজায় যান অভিনেত্রী৷ তারপরই জানা যায়, মাদক পাচার করতে গিয়ে ধরা পড়েছেন অভিনেত্রী৷ যদিও ক্রিসনের মা প্রেমিলা পেরেইরার দাবি, তাঁর মেয়েকে ফাঁসানো হয়েছে৷
advertisement
advertisement
অভিনেত্রীর মা জানিয়েছেন, রবি নামের এক ব্যক্তি আন্তর্জাতিক এক সিরিজে কাজের বিষয়ে যোগাযোগ করেন তার মেয়ের সঙ্গে৷ তিনিই মেয়ের বিদেশে যাওয়ার সমস্ত আয়োজন করেও দেন৷ পয়লা এপ্রিল মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে একটি কফি শপে দেখা করেন৷ সেখানেই তিনি ক্রিসনকে একটি ট্রফি দেন৷ রবির কথা মতোই সেই ট্রফি সর্বদাই নিজের সঙ্গে রেখেছিলেন ক্রিসন৷ শারজা বিমানবন্দরে নামার পরই রবির সঙ্গে আর যোগাযোগ করতে পারেননি ক্রিসন৷ ওই ট্রফির ভেতর থেকেই মাদক উদ্ধার হয়৷ গত ১০ এপ্রিল কনসুলেটের পক্ষ থেকে ক্রিসনের পরিবারকে জানানো হয়, মাদক পাচার করায় তাঁকে গ্রেফতার করা হয়েছে৷ এখন শারজার জেলেই বন্দি রয়েছেন ক্রিসন৷ জানা গিয়েছে, এখনও পর্যন্ত শারজা থেকে কোনও অভিযোগ না আসায় মুম্বই পুলিশের কাছেও কোনও এফআইআর দায়ের করতে পারছেন না ক্রিসনের পরিবার৷ আপাতত মেয়েকে কাছে পাওয়ার আশায় দিন গুনছেন ক্রিসনের পরিবার৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Chrisann Pereira: মাদক পাচার করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে জেল বন্দি 'সড়ক ২' অভিনেত্রী, চিনে নিন কে তিনি
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement