Ranbir Kapoor-Alia Bhatt: আলিয়াকে দেওয়া রণবীরের সারপ্রাইজ গিফটে হয়ে যেতে পারে বিদেশ সফর! দাম শুনে চোখ কপালে ভক্তদের
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Ranbir Kapoor-Alia Bhatt: বিবাহবার্ষিকীতে আলিয়াকে কী উপহার দিলেন রণবীর তা নিয়েই চলছিল জল্পনা৷ নেটিজেনরা অনেকেই মনে করেছিলেন স্ত্রী আলিয়ার জন্য ব্যাগ ভর্তি উপহার নিয়ে এসেছেন অভিনেতা৷ এবার পুরো বিষটি প্রকাশ্যে এল৷
মুম্বই: দিনকয়েক আগেই বিয়ের বছর পূর্ণ করেছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট৷ গত ১৪ এপ্রিল ছিল রণবীর ও আলিয়া পয়লা বিবাহবার্ষিকী৷ চোখের পলকে যেন কেটে গেল গোটা একটা বছর। ঠিক একবছর আগে জীবনের নতুন ইনিংস শুরু করেছিলেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। ২০২২ সালের ১৪ এপ্রিল গাটছড়া বেঁধেছিলেন রণবীর ও আলিয়া ভাট।
ঘরোয়া অনুষ্ঠানের মধ্য দিয়েই চার হাত এক হয়েছিল রণবীর -আলিয়ার। দুই পরিবার ও ইন্ডাস্ট্রির কিছু কাছের মানুষদের নিয়েই সাতপাকে আবদ্ধ হয়েছিলেন তারকা জুটি। প্রথম বিবাহবার্ষিকী সেলিব্রেশন থেকে গিফট-সবটা জানার জন্য় মুখিয়ে রয়েছেন ভক্তরা। ওয়েডিং অ্যানিভার্সারির দিন তড়িঘড়ি মুম্বই থেকে উড়ে এসেছেন রণবীর কাপুর৷ মুম্বই বিমানবন্দরে পাপারাৎজির ক্যামেরায় লেন্সবন্দি হতেই নজর কেড়েছিল রণবীর কাপুরের হাতের বড় ব্যাগ৷ আলিয়াকে কী উপহার দিলেন রণবীর তা নিয়েই চলছিল জল্পনা৷ নেটিজেনরা অনেকেই মনে করেছিলেন স্ত্রী আলিয়ার জন্য ব্যাগ ভর্তি উপহার নিয়ে এসেছেন অভিনেতা৷ এবার পুরো বিষটি প্রকাশ্যে এল৷
advertisement
advertisement
advertisement
আরও পড়ুন- ‘ভয়ঙ্কর শরীর খারাপ’! সোমবার ভোরে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হল মধুমিতাকে, কী হয়েছে নায়িকার
বিবাহবার্ষিকীর দিন,তাঁদের নির্মীয়মাণ বাংলো পরিদর্শনে বেরিয়েছিলেন রণবীর ও আলিয়া৷ তখনই গাড়ি থেকে নামার সময় অভিনেত্রীর হাতের বহুমূল্য ব্যাগ নজরে আসে পাপারাৎজিদের৷ এই ব্যাগই যে বিবাহবার্ষিকীর উপহার, তা একপ্রকার ধরেই নিয়েছেন ভক্তরা৷ তবে ব্যাগটির দাম শুনলে চোখ কপালে উঠবে আপনার৷ শ্যানেল সংস্থার ব্যান্ডেড ব্যাগটির দাম ভারতীয় মুদ্রায় ১০ লক্ষ টাকা৷ যা দিয়ে অনেকেরই বিদেশ ট্রিপ হয়ে যেতে পারে৷ অনেকেই অনুমান করছেন, লন্ডন থেকে আলিয়ার জন্য যে ব্যাগভর্তি উপহার এনেছেন তার মধ্যে এটাও ছিল৷ তবে এখনও পর্যন্ত রণবীর ও আলিয়া গিফট নিয়ে কিছু নিশ্চিত কিছু জানাননি৷ বিবাহবার্ষিকীর দিন রণবীর ও আলিয়া দুজনেই সমাজমাধ্যমে একগুচ্ছ ছবি ভাগ করে নিয়েছিলেন,যেখানে গায়ে-হলুদ থেকে বিয়ের নানা অদেখা ছবি শেয়ার করে নিয়েছিল বলিপাড়ার এই লাভবার্ডস৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 17, 2023 1:48 PM IST