Urfi Javed: সর্বনাশ! আবারও খুনের হুমকি পেলেন উরফি, ছুটতে হল থানায়, তারপর যা হল...

Last Updated:
Urfi Javed: গত রবিবার রাতে খুনের হুমকি পেয়েছেন উরফি জাভেদ৷ শরীরও ভাল নেই ফ্যাশনিস্তার, এর মধ্যেই থানায় ছুটতে হয়েছে উরফিকে৷
1/8
 পোশাক কিংবা বিতর্কের জন্য শিরোনামে নয়, এবার খুনের হুমকি পেলেন উরফি জাভেদ৷ যা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে নেটদুনিয়ায়৷
পোশাক কিংবা বিতর্কের জন্য শিরোনামে নয়, এবার খুনের হুমকি পেলেন উরফি জাভেদ৷ যা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে নেটদুনিয়ায়৷
advertisement
2/8
উরফি জাভেদ এবং বিতর্ক যেন ওতপ্রোতভাবে জড়িত। প্রতিদিনই কোনও না কোনও কারণে শিরোনামে উঠে আসে তাঁর নাম। বিশেষত, উদ্ভট সাজগোজের জন্যই বারেবারে শিরোনামে উঠে আসেন তিনি।
উরফি জাভেদ এবং বিতর্ক যেন ওতপ্রোতভাবে জড়িত। প্রতিদিনই কোনও না কোনও কারণে শিরোনামে উঠে আসে তাঁর নাম। বিশেষত, উদ্ভট সাজগোজের জন্যই বারেবারে শিরোনামে উঠে আসেন তিনি।
advertisement
3/8
সূত্রের খবর, গত রবিবার রাতে খুনের হুমকি পেয়েছেন উরফি জাভেদ৷ শরীরও ভাল নেই ফ্যাশনিস্তার, এর মধ্যেই থানায় ছুটতে হয়েছে উরফিকে৷
সূত্রের খবর, গত রবিবার রাতে খুনের হুমকি পেয়েছেন উরফি জাভেদ৷ শরীরও ভাল নেই ফ্যাশনিস্তার, এর মধ্যেই থানায় ছুটতে হয়েছে উরফিকে৷
advertisement
4/8
উরফি জানিয়েছেন, এক ব্যক্তি তাঁকে পিটিয়ে মেরে ফেলার হুমকি দিচ্ছেন৷ এবং তিনি নাকি আবার পরিচালক নীরজ পান্ডের অফিসে কাজ করেন৷
উরফি জানিয়েছেন, এক ব্যক্তি তাঁকে পিটিয়ে মেরে ফেলার হুমকি দিচ্ছেন৷ এবং তিনি নাকি আবার পরিচালক নীরজ পান্ডের অফিসে কাজ করেন৷
advertisement
5/8
সোশ্যাল মিডিয়ায় উরফি জানিয়েছেন, নীরজ পান্ডের অফিস থেকে কেউ একজন ফোন করেছিল৷ তার দাবি, নীরজের সহকারী এবং নীরজ দেখা করতে চান বলে জানিয়েছেন ওই ব্যক্তি৷
সোশ্যাল মিডিয়ায় উরফি জানিয়েছেন, নীরজ পান্ডের অফিস থেকে কেউ একজন ফোন করেছিল৷ তার দাবি, নীরজের সহকারী এবং নীরজ দেখা করতে চান বলে জানিয়েছেন ওই ব্যক্তি৷
advertisement
6/8
উরফি জানান, কেন তাঁর সঙ্গে দেখা করতে চান সেকথা জানতে চাওয়াতেই রেগে যান ওই ব্যক্তি৷ তিনি রেগে গিয়ে বলেন, নীরজকে নাকি অসম্মান করেছি আমি৷
উরফি জানান, কেন তাঁর সঙ্গে দেখা করতে চান সেকথা জানতে চাওয়াতেই রেগে যান ওই ব্যক্তি৷ তিনি রেগে গিয়ে বলেন, নীরজকে নাকি অসম্মান করেছি আমি৷
advertisement
7/8
উরফিকে ওই ব্যক্তি বলেন, আমার গাড়ির নম্বর উনি জানেন,আমার সম্পর্কেও সবকিছু জানেন৷ পরে আরও বলেন, যে ধরনের পোশাক আমি পরি তাতে আমায় পিটিয়ে মেরে ফেলা উচিত৷ পুরো বিষয়টা নিয়ে এখনও অবধি কোনও মন্তব্য করেননি নীরজ পান্ডে৷
উরফিকে ওই ব্যক্তি বলেন, আমার গাড়ির নম্বর উনি জানেন,আমার সম্পর্কেও সবকিছু জানেন৷ পরে আরও বলেন, যে ধরনের পোশাক আমি পরি তাতে আমায় পিটিয়ে মেরে ফেলা উচিত৷ পুরো বিষয়টা নিয়ে এখনও অবধি কোনও মন্তব্য করেননি নীরজ পান্ডে৷
advertisement
8/8
 তবে এই প্রথমবার নয়, এর আগেও খুনের হুমকি পেয়েছেন হুমকি৷  একাধিকবার প্রাণে মারার হুমকি পেয়েছেন উরফি৷ তারপরই পুলিশে অভিযোগ করেছেন উরফি৷ ফ্যাশনিস্তার অভিযোগের ভিত্তিতে পুরো ঘটনার তদন্ত চলছে৷
তবে এই প্রথমবার নয়, এর আগেও খুনের হুমকি পেয়েছেন হুমকি৷ একাধিকবার প্রাণে মারার হুমকি পেয়েছেন উরফি৷ তারপরই পুলিশে অভিযোগ করেছেন উরফি৷ ফ্যাশনিস্তার অভিযোগের ভিত্তিতে পুরো ঘটনার তদন্ত চলছে৷
advertisement
advertisement
advertisement