Sweta-Rubel:নববর্ষের দিন কি গোপনে বিয়ে সারলেন শ্বেতা-রুবেল, সিঁথির সিঁদুর দেখে বাড়ছে জল্পনা

Last Updated:

Sweta-Rubel: সিঁথিতে চওড়া সিঁদুর, কপালে ছোট্ট টিপ, গলায় নেকলেস, হাতে চুরি, লাল টকটকে শাড়ি পরে রুবেলের পাশে দাঁড়িয়ে ছবিতে পোজ দিয়েছেন শ্বেতা৷

কলকাতা: টেলি অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য এবং অভিনেতা রুবেল দাসের প্রেম নিয়ে সর্বদাই চর্চা চলে। টলিপাড়ার অন্দরে কান পাতলেই তাদের নিয়ে কানাঘুষো শোনা যায়। ধারাবাহিকে অভিনয় করতে এসেই একে অপরের প্রেমে পড়েছিলেন শ্বেতা ও রুবেল। শ্যুটিং সেটে অনেক তারকাদেরই প্রেম হয়েছে, এটা যদিও নতুন কোনও ব্যাপার নয়, তেমনটাই হয়েছে শ্বেতা ও রুবেলের সঙ্গে ৷ বছর চারেক আগে যমুনা ঢাকির শ্যুটিং সেটে প্রেম হয়েছিল এই জুটির৷ প্রেম নিয়ে চর্চার মধ্যেই নয়া ছবি পোস্ট করে শোরগোল ফেলে দিলেন অভিনেত্রী৷
সিঁথিতে চওড়া সিঁদুর, কপালে ছোট্ট টিপ, গলায় নেকলেস, হাতে চুরি, লাল টকটকে শাড়ি পরে রুবেলের পাশে দাঁড়িয়ে ছবিতে পোজ দিয়েছেন শ্বেতা৷ রুবেলকেও পাঞ্জাবি পরে দেখা গেছে৷ দুজনেই হাসিমুখে ছবিতে পোজ দিয়েছেন তারকা জুটি৷ এই ছবি দেখেই দুইয়ে দুইয়ে চার করেছেন ভক্তরা৷ নববর্ষের দিন সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট করতেই বিয়ের জল্পনা বেড়েছে৷ নেটিজেনরা অনেকেই গোপন বিয়ের কথা তুলেছেন৷ তবে কি সত্যিই গোপনে বিয়েটা সেরে নিলেন রুবেল ও শ্বেতা? এই প্রশ্নই আনাচে-কানাচে ঘুরছে৷
advertisement
advertisement
advertisement
নববর্ষের দিন শ্বেতা ও রুবেলের এই ছবিতে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা৷ তবে শ্বেতা জানিয়েছেন, 'গোপনে কোনও বিয়ে নয়, বরং নববর্ষের দিন বিজয়া বৈঠকে ছবিটা তোলা হয়েছে৷ যারা ভাবছেন বিয়ে হয়েছে,তারা একদমই ভুল'৷ বর্তমানে জি বাংলার 'সোহাগ জল' ধারাবাহিকে অভিনয় করছেন শ্বেতা ভট্টাচার্য৷ এবং 'নিম ফুলের মধু' ধারাবাহিকে কাজ করছেন রুবেল দাস৷ সেই কারণেই বিজয়া বৈঠকে একসঙ্গে দেখা গিয়েছে তাঁদেরকে৷ শুটিংয়ের ফাঁকেই ছবিটি তুলেছেন রুবেল ও শ্বেতা৷ ছবিটি দুরন্ত গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷ সেই পোস্টে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Sweta-Rubel:নববর্ষের দিন কি গোপনে বিয়ে সারলেন শ্বেতা-রুবেল, সিঁথির সিঁদুর দেখে বাড়ছে জল্পনা
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement