ইউভানের জন্মের পর পর থেকে সে নেটিজেনদের চর্চায় থাকে। একটু বড় হতেই তার নানা মুহূর্তের ছবি ও ভিডিও প্রায়শই মা শুভশ্রী অনুরাগীদের ভাগ করে নিতে শুরু করেন সোশ্যাল মিডিয়ায়। একদম ছোট বয়সে বাবা রাজের কোলে আদর খাওয়া থেকে শুরু করে বড় হয়ে তার শাঁখ বাজানো-সহ নানা মজার কীর্তিকলাপের ভিডিও অনুরাগীদের সঙ্গে ভাগ করেন শুভশ্রী রাজপত্নী। ছোট্ট ইউভান তার মিষ্টি হাসি আর কথায় সকলের মন জয় করে নিয়েছে। খুদে ইউভানের কার্যকলাপ দেখে অনুরাগীরা যেমন আনন্দ পান, তেমনই ভালবাসায় স্নেহে ভরিয়ে দেন ইউভানকে।
advertisement
আরও পড়ুন: ‘আমার সিদ্ধান্ত আমি নেব’, আদৃতকে জড়িয়ে ট্রোল নিয়ে বিস্ফোরক কৌশাম্বী, কী বলছেন
এমনই এক ভিডিও শনিবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিয়েছেন শুভশ্রী। সেখানে সকলের প্রিয় ইউভান সুপার হিরো থিমের একটি জামা পরে হাজির। আদুরে মিষ্টি গলায় দর্শকদের উদ্দেশ্যে বলে “নমস্কার আমি ইউভান চক্রবর্তী।”
আরও পড়ুন: সম্পর্ক ভাঙাগড়ার গল্পে নীল! জীবনের নতুন পর্ব শুরু করলেন তৃণার স্বামী
তারপর মা শুভশ্রী তাকে প্রশ্ন শুরু করেন, ভারতের জাতীয় পাখি কোনটি? জাতীয় পশু কোনটি? একেবারে তার সঠিক উত্তর দেয় খুদে। তার উত্তরে খুশি হয়ে শুভশ্রী বলেন, “ভেরি গুড ইউভান”। ভিডিওটি প্রকাশ্যে আসতেই দর্শকরা ভালবাসায় ভরিয়ে দিয়েছেন। ইতিমধ্যেই অগন্তি লাইক ও কমেন্টে ভরে উঠেছে পোস্টটি।