আরও পড়ুন– আগেই দুধ দেবেন না কি জল ফুটে ওঠার পরে? সঠিক উপায় জেনে নিন ভাল চা বানানোর
এই গানটি একটি লোকগীতি থেকে নেওয়া হয়েছে। আর এর অর্থটা কিন্তু ভীষণই সুন্দর। আসলে পঞ্জাবি লোকগান ‘জুত্তি মেরি’-তে বলা হয়েছে যে, শ্বশুরবাড়িতে যাওয়ার কালে নববধূ কান্নাকাটি করেন, কিংবা বাবার বাড়ি ছেড়ে যেতে চান না। তখনই শ্বশুরবাড়ির লোকেরা তাঁকে মানিয়ে-বুঝিয়ে কীভাবে নিয়ে যাচ্ছেন, সেটাই তুলে ধরা হয়েছে। গানটি এইরকম-
advertisement
জুত্তি মেরি জান্দিয়ে পাহাড়িয়ে দে নাল
তে পওলা মেরা জান্দা অ্যায় উস দোগ্রে দে নাল
ঠুমক ঠুমক জান্দি অ্যায় ম্যায় দে নাল…।
হোয়ে পহেলি পহেলি বার মেয়নু সওরা লেন আ গ্যয়া
সওরা লেন আ গ্য়য়া তে পাঙ্গা পভা গ্যয়া
বঙ্গা দে পানি এ হত্থে দে নাল
তে পওলা মেরা জান্দা অ্যায় উস দোগ্রে দে নাল…।
দুজি দুজি বার মেয়নু দের লেন আ গ্য়য়া
দের লেন আ গ্যয়া তে লেহঙ্গা পভা গ্যয়া
লেহঙ্গা তে পানি এ লক্কে দে নাল
তে পওলা মেরা জান্দা অ্যায় উস দোগ্রে দে নাল
তিজি তিজি বার মেয়নু আপ লেন আ গ্য়য়া
আপ লেন আ গ্যয়া দো গল্লা সুনা গ্যয়া
ঠুমক ঠুমক জানি অ্যায় মাহিয়ে দে নাল…।
হোয়ে সোহনা মেরা মাহি তুর জানা ওহদে নাল
গানটিতে ‘সওরা’ শব্দটির অর্থ হল শ্বশুর। তিনি প্রথমে পুত্রবধূকে বোঝাতে-মানাতে আসেন। আর সঙ্গে উপহার হিসেবে চুড়ি নিয়ে এসেছেন। পুত্রবধূ চুড়িগুলি গ্রহণ করলেও যেতে রাজি হন না। আবার গানের এক লাইনে ব্যবহার করা হয়েছে ‘দের’ শব্দটি। যার অর্থ হল দেবর। দাদার নববিবাহিতা স্ত্রীকে রাজি করাতে তিনি লেহেঙ্গা উপহার এনেছেন। তবে এবারেও কনে লেহেঙ্গা উপহার গ্রহণ করলেও যেতে অস্বীকার করেন। সব শেষে স্বামী বিরক্ত হয়ে নববিবাহিতা স্ত্রীকে নিতে আসেন এবং তাঁকে দু’টি কথা বলেন। আসলে বর বৌ-কে বলেন যে, তাঁর স্ত্রী তাঁকে কতটা কষ্ট দিচ্ছেন! এরপরেই অবশ্য খুশি মনে নাচতে নাচতে শ্বশুরবাড়ি যান কনে।
শ্রীদেবী এবং ঋষি কাপুরের উপর চিত্রায়িত ‘চাঁদনি’ ছবির জন্য আনন্দ বক্সির লেখা বিখ্যাত পাঞ্জাবি লোকগানের আদলে ‘ম্যায় সসুরাল নাহি জাউঙ্গি’ নামে একটি হিন্দি গান তৈরি করা হয়েছে। গানটিতে শ্রীদেবী শ্বশুরবাড়ি যাবেন না বলে বায়না ধরেন এবং সম্পর্কের খুনসুটিকে মিষ্টি প্রেমের মাধ্যমে তুলে ধরেন। বলাই বাহুল্য যে, গানটি দর্শকদের মুগ্ধ করেছে। এটি গেয়েছেন পরিচালক যশ চোপড়ার স্ত্রী পামেলা চোপড়া। আর সুর দিয়েছেন শিব-হরি।