TRENDING:

Srabanti Chatterjee : বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করলেন শ্রাবন্তী

Last Updated:

শ্রাবন্তী রোশনের (Srabanti Chatterjee and Roshan Singh) সম্পর্কের নয়া মোড়। শোনা যাচ্ছে, বিবাহবিচ্ছেদ চেয়ে আলিপুর আদালতের দ্বারস্থ হয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : শ্রাবন্তী রোশনের (Srabanti Chatterjee  and Roshan Singh) সম্পর্কের নয়া মোড়। ঘনিষ্ঠ মহল সূত্রে শোনা যাচ্ছে, বিবাহবিচ্ছেদ চেয়ে আলিপুর আদালতের দ্বারস্থ হয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। অতীতে স্ত্রী শ্রাবন্তীর সঙ্গেই সংসার করতে চেয়ে বধূ ফিরিয়ে আনার মামলা করেছিলেন রোশন সিং। আদালতের সমন পাঠিয়েছিলেন অভিনেত্রী স্ত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। নির্দিষ্ট তারিখে নিজে না এলেও আইনজীবীর মাধ্যমে হাজিরা দেন নায়িকা।
advertisement

চলতি বছরের জুন মাসে স্ত্রী শ্রাবন্তীর সঙ্গে থাকতে চান, এই আবেদন করে মামলা দায়ের করেন রোশন। বেশ কয়েক বার এই মামলার শুনানি হয়েছে। ১৬ সেপ্টেম্বর রোশনের আইনজীবীর কাছে শ্রাবন্তীর জবাব পৌঁছয়। সেই জবাবে স্পষ্ট লেখা রয়েছে, যে তিনি বিবাহবিচ্ছেদের (Srabanti Chatterjee Divorce) মামলা দায়ের করেছেন। রোশনের সঙ্গে সংসার করা শ্রাবন্তীর পক্ষে একেবারেই সম্ভব নয়। বেশ কিছু অভিযোগও করেছেন রোশনের বিরুদ্ধে। আগামী ১০ ডিসেম্বর এই মামলা পরবর্তী শুনানি।

advertisement

আরও পড়ুন : কালিকাপ্রসাদকে নিয়ে কল্যাণ সেন বরাটের সুরে মৈনাকের নতুন গান

চলতি বছরের জুন মাসে পিটিশন ফাইল করেন রোশন (Roshan Singh)। তাতে লেখা ছিল ১২ এপ্রিল ই-মেল ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে রোশন যে শ্রাবন্তীর সঙ্গেই থাকতে চান, সে কথা জানান তিনি। অতীত ভুলে নতুন করে জীবন শুরু করার আর্জি জানান রোশন।

advertisement

আরও পড়ুন : নতুন রহস্য নিয়ে পর্দায় ফিরছেন 'চন্দ্রকান্ত' চিরঞ্জিৎ চক্রবর্তী, মুক্তি পেল ষড়রিপু ২-এর ট্রেলার

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

২৬  এপ্রিল উত্তর দেন শ্রাবন্তী। তিনি জানান রোশনের সঙ্গে কোনওভাবেই দাম্পত্যজীবন তাঁর পক্ষে কাটানো সম্ভব নয়। স্ত্রীকে নিজের জীবনে ফিরিয়ে আনার জন্য শিয়াদাহ কোর্টে মামলা দায়ের করেন রোশন।  প্রসঙ্গত, রোশন-শ্রাবন্তীর সম্পর্কে ফাটল ধরে গত বছর। আলাদা থাকতে শুরু করেন দম্পতি। চলতি বছরেই শ্রাবন্তী নাম জড়িয়ে পড়ে অভিরূপ নাগ চৌধুরী নামে এক ব্যবসায়ীর সঙ্গে। তিনি নাকি শ্রাবন্তীর কমপ্লেক্সেই থাকেন। একসঙ্গে প্রায়ই সময় কাটান তাঁরা।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Srabanti Chatterjee : বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করলেন শ্রাবন্তী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল