Shororipu 2 Jotugriha Trailer: নতুন রহস্য নিয়ে পর্দায় ফিরছেন 'চন্দ্রকান্ত' চিরঞ্জিৎ চক্রবর্তী, মুক্তি পেল ষড়রিপু ২-এর ট্রেলার

Last Updated:

পরিচালক অয়ন চক্রবর্তীর কাহিনি ও পরিচালনায় এই ছবির ট্রেলার (Shororipu 2 Jotugriha Trailer) মুক্তি পেতেই নেটপাড়ায় সাড়া ফেলে দিয়েছে।

নতুন রহস্য নিয়ে পর্দায় ফিরছেন 'চন্দ্রকান্ত' চিরঞ্জিৎ চক্রবর্তী, মুক্তি পেল ষড়রিপু ২-এর ট্রেলার
নতুন রহস্য নিয়ে পর্দায় ফিরছেন 'চন্দ্রকান্ত' চিরঞ্জিৎ চক্রবর্তী, মুক্তি পেল ষড়রিপু ২-এর ট্রেলার
#কলকাতা: পুজোর (Durga Puja 2021) আগে একের পর এক বাংলা ছবির (Bengali Films) মুক্তি। শীঘ্রই মুক্তির অপেক্ষায় চিরঞ্জিৎ চক্রবর্তীর (Chiranjeet Chakraborty) 'ষড়রিপু ২: জতুগৃহ'-র টানটান ট্রেলার (Shororipu 2 Jotugriha Trailer)। ছবিটি একটি সাইকোলজিক্যাল ক্রাইম থ্রিলার। গোয়েন্দা চন্দ্রকান্ত ফের টাটকা গল্প নিয়ে ফিরছেন বড়পর্দায়, তাও আবার পুজোর মরসুমে। পরিচালক অয়ন চক্রবর্তীর কাহিনি ও পরিচালনায় এই ছবির ট্রেলার (Shororipu 2 Jotugriha Trailer) মুক্তি পেতেই নেটপাড়ায় সাড়া ফেলে দিয়েছে।
২০১৬ সালে পরিচালক অয়ন চক্রবর্তী নতুন এক গোয়েন্দা চরিত্রের জন্ম দিয়েছিলেন 'চন্দ্রকান্ত'-কে। 'ষড়রিপু' ছবিতে চিরঞ্জিৎ চক্রবর্তী ফুটিয়ে তুলেছিলেন সেই চরিত্র। নতুন গোয়েন্দা ও তাঁর রহস্য সমাধানের গল্প বক্স অফিসে বেশ সাড়া ফেলেছিল। এবার ফের সেই গোয়েন্দারই নতুন একটি গল্প নিয়ে হাজির পরিচালক। ২০১৯-এই মোটামুটি শেষ হয়েছিল স্যিকুয়েল 'ষড়রিপু ২: জতুগৃহ'-র কাজ। তবে করোনার অতিমারির কারণে ছবির বাকি শ্যুটিং ও মুক্তিও পিছিয়ে গিয়েছিল। এবার মুক্তি পেল ছবির ট্রেলার (Shororipu 2 Jotugriha Trailer)। খুব শীঘ্রই মুক্তি পাবে ছবিটিও।
advertisement
advertisement
চিরঞ্জিৎ ছাড়া ছবিতে ছড়িয়ে এক ঝাঁক জনপ্রিয় তারকা। রয়েছেন রাজেশ শর্মা (Rajesh Sharma), শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee), অরুণিমা ঘোষ (Arunima Ghosh), দর্শনা বণিক (Darshana Banik), ডলি বসু (Dolly Basu)। ছবির ট্রেলারেই বোঝা যাচ্ছে টানটান রহস্যে মোড়া একটি গল্প দর্শককে উপহার দিতে চলেছেন নির্মাতারা। ছবিতে সঙ্গীত দিয়েছেন রূপম ইসলাম (Rupam Islam), এবং ক্যামেলিয়া প্রোডাকশনের ব্যানারে মুক্তি পেতে চলেছে অয়ন চক্রবর্তী পরিচালিত এই ছবি।
advertisement
আরও পড়ুন: 'গোলন্দাজ'-এ দেব একেবারে নতুন রূপে! ট্রেলারেই বাজিমাত অভিনেতার
ছবির বেশ কিছুটা অংশ কালিম্পঙে শ্যুটিং করা হয়েছে। এই ছবি হিট হলে 'ষড়রিপু ৩'-ও ৈতরি করবেন পরিচালক। এরই সঙ্গে দীর্ঘদিন পর ফের বড়পর্দায় চিরঞ্জিৎ চক্রবর্তীকে দর্শক পাবেন, তা অবশ্যই বড় পাওনা। ছবির ট্রেলার উঠে এসেছে ষড়রিপু কাম-ক্রোধ-লোভ-মোহ-মদ মাৎসর্য-এর কথা। ট্রেলারে অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তীকে বলতে শোনা গেল মানুষের সব অপরাধের পিছনে ষড়রিপুর কাজের কথাও।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Shororipu 2 Jotugriha Trailer: নতুন রহস্য নিয়ে পর্দায় ফিরছেন 'চন্দ্রকান্ত' চিরঞ্জিৎ চক্রবর্তী, মুক্তি পেল ষড়রিপু ২-এর ট্রেলার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement