এই মুহূর্তে বাংলা ধারাবাহিকগুলির মধ্যে মিঠাই অত্যন্ত জনপ্রিয়৷ টিআরপি রেটিং-এ লাগাতার ১ নম্বরে রয়েছে মিঠাই৷ মাঝে যদিও অন্যান্য সিরিয়ালের সঙ্গে চলছে জোর টক্কর৷ নিয়মিত নতুন নতুন প্লট এবং অভিনেতাদের ভাল অভিনয়ের ফলে দর্শকদের মন ভরিয়ে রেখেছে মিঠাই ধারাবাহিক৷
মিঠাই ওরফে সৌমিতৃষা বা সিদ্ধার্থ ওরফে আদৃত যেমন বিখ্যাত, তেমনই অন্যান্য চরিত্রগুলিও খুব জনপ্রিয়৷ বিশেষ করে রাজীব বা সৌরভের চরিত্রটি সবসময় মজায় ভরিয়ে তোলে৷ সবসময় সে হাসিখুশি৷ মোদক বাড়ির কোনও বড় বিপদে-আপদে রাজীবই ভরসা৷ গোটা ধারাবাহিকে রাজীব এমন এক চরিত্র যাকে পছন্দ না করে উপায় নেই৷ কৌতুকাভিনেতার হিসেবে সৌরভ চট্টোপাধ্যায়কে এই চরিত্রে খুব মানিয় গিয়েছে৷ অন্যদিকে নিপার চরিত্রে রয়েছেন ঐন্দ্রিলা সাহা৷ ছোট থেকে ঐন্দ্রিলা পরিচিত৷ ডান্স রিয়ালিটি শোয়ের হোস্ট ছিলেন তিনি৷ এখন তিনি অভিনেত্রী৷ ভাল নাচেনও৷
আরও পড়ুন Adah Sharma Pics: রাস্তায় বসে সবজি বেচছেন অভিনেত্রী, কী হল তাঁর?
মিঠাইয়ের মোদক পরিবারে খুবই মিলেমিশে থাকে৷ বাস্তবেও সব অভিনেতাদের মধ্যে রয়েছে খুব ভাব৷ একসঙ্গে পিকনিক হোক বা বেড়াতে যাওয়া, সবই চলে৷ সঙ্গে আবার একসঙ্গে খাওয়া-দাওয়া তো রয়েছেই৷ একসঙ্গে ভিডিও শ্যুট করতে দেখা যায় তাদের৷ সোশ্যাল মিডিয়ায় খুবই ভাইরাল হয় সেই ভিডিও৷ তেমনই রাজীব-নিপার ভিডিওটি বেশ ভাইরাল হয়েছে৷