কী হল অভিনেত্রী আদা শর্মার? এভাবে রাস্তায় বসে তিনি কী করছেন? নোংরা শাড়ি পরে, হত দরিদ্র অবস্থা আদার৷ চোখে মুখে হতাশার ছাপ৷ তাহলে কি তাঁরও অবস্থা অন্যান্য অনেক মডেল-অভিনেত্রীর মতো যাদের অবস্থা খুব খারাপ হয় একসময়৷
2/ 8
না এমন অবস্থা নয়, বিদ্যুত জামওয়ালের সাথে কাজ করছেন অভিনেত্রী আদা শর্মা৷ তাঁর সর্বশেষ ফটোশ্যুট ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। আর এই ছবিটা সেই শ্যুটিং-এর৷। নোংরা শাড়ি পরে তাকে রাস্তায় সবজি বিক্রি করতে দেখা যাচ্ছে।
3/ 8
এই ছবি আদা শর্মা তাঁর ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। শেয়ার করার পাশাপাশি তিনি লিখেছেন, 'সবজির দাম বেড়েছে শুনেছি'!
4/ 8
ছবিগুলোতে অভিনেত্রীর লুক (Adah Sharma new look) খুব পছন্দ হয়েছে সকলের। এছাড়াও আদা শর্মা তার অন্য পোশাকের ছবিও শেয়ার করেছেন, যাতে দেখা যাচ্ছে তিনি পাতার ডিজাইনের পোশাক পরে পোজ দিচ্ছেন।
5/ 8
সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত সাম্প্রতিক ফটোগুলিতে (Adah Sharma Photoshoot) নতুন লুকে ধরা দিয়েছেন আদা। এতে তাঁকে চেনাও কঠিন হয়ে পড়ছে। তার এই ছবি প্রায় দুই লাখ লাইক পেয়েছে ইতিমধ্যেই।
6/ 8
আদা শর্মার ছবি নিয়ে অনেক তারকাও মন্তব্য করেছেন।
7/ 8
অভিনেত্রী আদা শর্মা ১৬ বছর বয়স থেকে কাজ শুরু করেছেন। বিক্রম ভাটের ছবি '1920'-এ তাঁকে বেশ পছন্দ হয় সকলের।
8/ 8
একটি সাক্ষাৎকারে, অভিনেত্রী জানিয়েছিলেন যে অনেক ছবিতে অডিশন দেওয়ার পরেও তাঁকে প্রত্যাখ্যান করা হয়। কারণ কোঁকড়া চুলে তাকে খুব কম বয়সী দেখাত। তবে তিনি খুবই আকর্ষণীয়৷ পরবর্তীতে তিনি খুবই সফল অভিনেতা হিসেবে৷