সম্প্রতি ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছেন সোনম। সেখানে নিজের চিকিৎসকের ভূয়সী প্রশংসা করেন অভিনেত্রী। জানান, তাঁর তত্ত্বাবধানের নির্বিঘ্নে সন্তানের জন্ম দিতে পেরেছেন তিনি। সোনম লেখেন, 'আমার মা হওয়ার কৃতিত্ব নিগম তালিবের। আপনারা ন্যাচরাল থেরাপির পথে হাঁটতে চাইলে, ডা. তালিব নিগমই সেরা।'
আরও পড়ুন: পরপর প্রায় সব ছবি ফ্লপ! অক্ষয়-ইমরানকে আশার আলো দেখাতে পারল 'সেলফি'? পড়ুন রিভিউ
advertisement
আরও পড়ুন: কিশোর বয়সেই নায়কের ভূমিকায়! বি-টাউনে ঝটিতি কেরিয়ারের মাঝেই এক ঘটনায় শেষ হয়ে গিয়েছিল কেরিয়ার
২০ ফেব্রুয়ারি ছ'মাস পূর্ণ করল সোনম এবং আনন্দ আহুজার ছেলে বায়ু। এখনও পর্যন্ত একরত্তির মুখ প্রকাশ্যে আনেননি তাঁরা।
সোনমকে শেষ বার পর্দায় দেখা গিয়েছিল ২০১৯ সালে। জোয়া ফ্যাক্টর ছবিতে। এর পর কাজ থেকে দীর্ঘ বিরতি। জানা গিয়েছিল, ওম মাখিজার ব্লাইন্ড-এ দেখা যাবে তাঁকে। সেই ছবিতে এক অন্ধ পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করবেন তিনি।