TRENDING:

Sonam Kapoor: অবাক কাণ্ড! স্বামী আনন্দকে নয়, মা হওয়ার জন্য 'এই' ব্যক্তিকে কৃতিত্ব দিলেন সোনম

Last Updated:

২০ ফেব্রুয়ারি ছ'মাস পূর্ণ করল সোনম এবং আনন্দ আহুজার ছেলে বায়ু। এখনও পর্যন্ত একরত্তির মুখ প্রকাশ্যে আনেননি তাঁরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: কয়েক মাস আগেই মাতৃত্বের প্রথম স্বাদ পেয়েছেন অভিনেত্রী সোনম কাপুর। শ্যুটিং ফ্লোর থেকে দূরে আপাতত ছেলে বায়ুকে নিয়েই সময় কাটছে তাঁর। জীবনের নতুন অধ্য়ায় নিয়ে খুশি সোনম। সি সেকশন ডেলিভারি নয়, স্বাভাবিক পদ্ধতিতে সন্তানধারণ করেছেন অভিনেত্রী। তবে সেই কাজটি মোটেই সহজ ছিল না। তবে যাঁর কৃতিত্বে কোনও রকম সমস্যা ছাড়াই তিনি মা হতে পেরেছেন, তাঁর কথা এ বার প্রকাশ্যে আনলেন সোনম।
গত অগস্টে মা হয়েছেন আনন্দ এবং সোনম কাপুর
গত অগস্টে মা হয়েছেন আনন্দ এবং সোনম কাপুর
advertisement

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছেন সোনম। সেখানে নিজের চিকিৎসকের ভূয়সী প্রশংসা করেন অভিনেত্রী। জানান, তাঁর তত্ত্বাবধানের নির্বিঘ্নে সন্তানের জন্ম দিতে পেরেছেন তিনি। সোনম লেখেন, 'আমার মা হওয়ার কৃতিত্ব নিগম তালিবের। আপনারা ন্যাচরাল থেরাপির পথে হাঁটতে চাইলে, ডা. তালিব নিগমই সেরা।'

আরও পড়ুন: পরপর প্রায় সব ছবি ফ্লপ! অক্ষয়-ইমরানকে আশার আলো দেখাতে পারল 'সেলফি'? পড়ুন রিভিউ

advertisement

আরও পড়ুন: কিশোর বয়সেই নায়কের ভূমিকায়! বি-টাউনে ঝটিতি কেরিয়ারের মাঝেই এক ঘটনায় শেষ হয়ে গিয়েছিল কেরিয়ার

২০ ফেব্রুয়ারি ছ'মাস পূর্ণ করল সোনম এবং আনন্দ আহুজার ছেলে বায়ু। এখনও পর্যন্ত একরত্তির মুখ প্রকাশ্যে আনেননি তাঁরা।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সোনমকে শেষ বার পর্দায় দেখা গিয়েছিল ২০১৯ সালে। জোয়া ফ্যাক্টর ছবিতে। এর পর কাজ থেকে দীর্ঘ বিরতি। জানা গিয়েছিল, ওম মাখিজার ব্লাইন্ড-এ দেখা যাবে তাঁকে। সেই ছবিতে এক অন্ধ পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করবেন তিনি।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Sonam Kapoor: অবাক কাণ্ড! স্বামী আনন্দকে নয়, মা হওয়ার জন্য 'এই' ব্যক্তিকে কৃতিত্ব দিলেন সোনম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল