TRENDING:

বিপাশা-আলিয়ার পর মা হচ্ছেন ক্যাটরিনা? ভিকি-পত্নীর 'বেবি বাম্প' নিয়ে জল্পনা শুরু

Last Updated:

একটি ছবিকে ঘিরে যাবতীয় জল্পনার সূত্রপাত। দিন কয়েক আগে পাপারা‍ৎজির ক্যামেরায় লেন্সবন্দি হন ক্যাটরিনা। একটি ঢিলেঢালা ফুলছাপ ড্রেসে দেখা যায় তাঁকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মা হলেন বিপাশা বসু এবং আলিয়া ভাট। দুই নায়িকার ঘরেই এসেছে ফুটফুটে কন্যাসন্তান। শুরু হয়েছে নতুন অধ্যায়। এ বার সেই তালিকায় জুড়ে গিয়েছে নতুন নাম। শোনা যাচ্ছে, মা হতে চলেছেন বলিউডের আরও এক অভিনেত্রী। ক্যাটরিনা কইফ।
advertisement

গত ডিসেম্বরে সাত পাক ঘুরেছিেলন ভিকি কৌশল এবং ক্যাটরিনা। দেখতে দেখতে বিয়ের বছর ঘুরতে চলল। দুই সহকর্মীর পদাঙ্ক অনুসরণ করে কি এ বার মা হচ্ছেন অভিনেত্রী? বলিউডের অন্দরে কান পাতলে ভেসে আসছে তেমনই গুঞ্জন।

একটি ছবিকে ঘিরে যাবতীয় জল্পনার সূত্রপাত। দিন কয়েক আগে পাপারা‍ৎজির ক্যামেরায় লেন্সবন্দি হন ক্যাটরিনা। একটি ঢিলেঢালা ফুলছাপ ড্রেসে দেখা যায় তাঁকে। আর সেই ছবি নেটমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু চর্চা। নেটিজেনদের একাংশের দাবি, পাপারাৎজির তোলা ছবিগুলিতে অভিনেত্রীর স্ফীতোদর লক্ষ্য করা গিয়েছে। তার পরেই রব ওঠে, মা হবেন ক্যাটরিনা। তাই নাকি তাঁর চেহারায় এ হেন পরিবর্তন।

advertisement

আরও পড়ুন :  ছেলের রক্ষায় ফের লড়াই কাজলের, মা'কে নতুন করে চিনল দুনিয়া, নতুন ভিডিও viral

আরও পড়ুন : প্রয়াত নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা সুনীল শিন্ডে! বলিপাড়ায় শোকের ছায়া

সত্যিই কি তাই?

অন্ত:সত্ত্বা হওয়ার বিষয়ে এখনও কোনও মন্তব্য করেননি ভিকি বা ক্যাটরিনা। তবে গুঞ্জন, আদৌ মা হচ্ছেন না অভিনেত্রী। একটি ছবিতে অন্ত:সত্ত্বা মহিলার ভূমিকায় দেখা যাবে তাঁকে। আপাতত নাকি তারই প্রস্তুতি নিচ্ছেন ভিকি-পত্নী।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চোখ ধাঁধানো আলপনায় মোড়া মণ্ডপ, এমন নিখুঁত কাজ দেখতে দর্শকদের হুড়োহুড়ি
আরও দেখুন

ক্যাটরিনাকে শেষ দেখা গিয়েছিল 'ফোন ভূত' ছবিতে। বক্স অফিসে অবশ্য বিশেষ ছাপ ফেলতে পারেনি হরর-কমেডিটি।

বাংলা খবর/ খবর/বিনোদন/
বিপাশা-আলিয়ার পর মা হচ্ছেন ক্যাটরিনা? ভিকি-পত্নীর 'বেবি বাম্প' নিয়ে জল্পনা শুরু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল