গত ডিসেম্বরে সাত পাক ঘুরেছিেলন ভিকি কৌশল এবং ক্যাটরিনা। দেখতে দেখতে বিয়ের বছর ঘুরতে চলল। দুই সহকর্মীর পদাঙ্ক অনুসরণ করে কি এ বার মা হচ্ছেন অভিনেত্রী? বলিউডের অন্দরে কান পাতলে ভেসে আসছে তেমনই গুঞ্জন।
একটি ছবিকে ঘিরে যাবতীয় জল্পনার সূত্রপাত। দিন কয়েক আগে পাপারাৎজির ক্যামেরায় লেন্সবন্দি হন ক্যাটরিনা। একটি ঢিলেঢালা ফুলছাপ ড্রেসে দেখা যায় তাঁকে। আর সেই ছবি নেটমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু চর্চা। নেটিজেনদের একাংশের দাবি, পাপারাৎজির তোলা ছবিগুলিতে অভিনেত্রীর স্ফীতোদর লক্ষ্য করা গিয়েছে। তার পরেই রব ওঠে, মা হবেন ক্যাটরিনা। তাই নাকি তাঁর চেহারায় এ হেন পরিবর্তন।
advertisement
আরও পড়ুন : ছেলের রক্ষায় ফের লড়াই কাজলের, মা'কে নতুন করে চিনল দুনিয়া, নতুন ভিডিও viral
আরও পড়ুন : প্রয়াত নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা সুনীল শিন্ডে! বলিপাড়ায় শোকের ছায়া
সত্যিই কি তাই?
অন্ত:সত্ত্বা হওয়ার বিষয়ে এখনও কোনও মন্তব্য করেননি ভিকি বা ক্যাটরিনা। তবে গুঞ্জন, আদৌ মা হচ্ছেন না অভিনেত্রী। একটি ছবিতে অন্ত:সত্ত্বা মহিলার ভূমিকায় দেখা যাবে তাঁকে। আপাতত নাকি তারই প্রস্তুতি নিচ্ছেন ভিকি-পত্নী।
ক্যাটরিনাকে শেষ দেখা গিয়েছিল 'ফোন ভূত' ছবিতে। বক্স অফিসে অবশ্য বিশেষ ছাপ ফেলতে পারেনি হরর-কমেডিটি।