TRENDING:

Solanki Roy || Bengali Serial News: কেন 'গাঁটছড়া' থেকে আচমকাই সরে গেলেন 'খড়ি'! অবশেষে সত্যিটা ফাঁস করলেন শোলাঙ্কি

Last Updated:

'গাঁটছড়া'য় খড়ির পথ চলা শেষ। ইদের দিন শোলাঙ্কি রায় নিজেই নেটমাধ্যমে জানিয়েছেন সে কথা। প্রায় দেড় বছরের সফর। টানা ব্যস্ততা, হইহই করে শ্যুটিং। আপাতত সে সব ছেড়ে কী করবেন অভিনেত্রী? নিউজ ১৮ বাংলাকে জানান শোলাঙ্কি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: দীর্ঘ দিনের যাত্রায় ইতি। 'গাঁটছড়া'য় খড়ির পথ চলা শেষ। ইদের দিন শোলাঙ্কি রায় নিজেই নেটমাধ্যমে জানিয়েছেন সে কথা। প্রায় দেড় বছরের সফর। টানা ব্যস্ততা, হইহই করে শ্যুটিং। আপাতত সে সব ছেড়ে কী করবেন অভিনেত্রী? নিউজ ১৮ বাংলাকে শোলাঙ্কি জানান, এ বার তিনি নিজের শরীরের যত্ন নিতে চান, কিছু দিন ছুটি কাটাতে চান।
 শোলাঙ্কি রায়
শোলাঙ্কি রায়
advertisement

এক সময়ের বেঙ্গল টপার 'গাঁটছাড়া'র ঋদ্ধি-খড়ি জুটি সবার মন জয় করেছিল। শোলাঙ্কির অভিনয় গুণে খড়ি হয়ে উঠেছিল বাংলার ঘরের মেয়ে। কিন্তু এই চরিত্র থেকে অভিনেত্রীর কী প্রাপ্তি? শোলাঙ্কি বললেন " অনেক কিছু পেয়েছি। এত জনপ্রিয়তা পেয়েছিল এই ধারাবাহিক, এক সময় টানা ১৮ সপ্তাহ আমরা বেঙ্গল টপার হয়েছি। পাশাপাশি এ রকম একটা চরিত্র, বাংলার একটা আর্টকে আমি এই চরিত্রের মধ্যে দিয়ে তুলে ধরতে পেরেছি। দর্শকের এতটা ভালবাসা পেয়েছি। সেটা তো সত্যি অনেক বড় প্রাপ্তি।"

advertisement

আরও পড়ুন: পুরনোকে বিদায়! ইদের দিন দুঃসংবাদ দিলেন শোলাঙ্কি, লিখলেন, 'সব পরিবর্তনশীল'

একসঙ্গে কাজ করতে গিয়ে সহকর্মীরাই হয়ে উঠেছিলেন বন্ধু। একসঙ্গে জন্মদিন পালন থেকে চুটিয়ে হইহুল্লোড়, 'গাঁটছড়া'র সেট জুড়ে রয়েছে অসংখ্য স্মৃতি। কিন্তু শোালাঙ্কি কাদের বেশি মিস করবেন? খানিক ভেবে অভিনেত্রীর উত্তর, "আমার সব সহ-অভিনেতা-অভিনেত্রীদের। বিশেষ করে আমাদের ৬ জনের জুটিটাকে। শ্রীমা, অনুষ্কা, গৌরব, অনিন্দ্য, রিয়াজ। আমরা সকলে মিলে খুব মজা করে কাজটা করতাম। এখানে কাজের আগে শ্রীমাকে চিনতাম কিন্তু এত অন্তরঙ্গ ছিলাম না, এমনকি এখানে এসে আমার অনুষ্কার সঙ্গে আলাপ হয়েছে। কিন্তু এই দেড় বছর একসঙ্গে কাজ করতে করতে শুধু অনস্ক্রিন না অফস্ক্রিনও ওরা আমার বোন হয়ে উঠেছে, আমার পরিবার হয়ে উঠেছে। আর রিয়াজ তো আমার ভাইয়ের মতো। ওদের সকলকে খুব মিস করব।‌ আমাদের মেকআপ রুমের মজাগুলো খুব মিস করব।"

advertisement

আরও পড়ুন: সত্যিই 'গাঁটছাড়া' ছেড়ে দিচ্ছেন 'খড়ি' ! অবশেষে রহস্য ফাঁস করলেন স্বয়ং শোলাঙ্কি

ধারাবাহিক, ছবি, ওটিটি, সব প্ল্যাটফর্মেই শোলাঙ্কি চেনা মুখ। তবে নিন্দকেরা বলেন, ছোট পর্দার বেশি কাজ করলে সিনেমায় সুযোগ পাওয়ার ক্ষেত্রে অনেক সময় সমস্যায় পড়তে হয়। তাই কি সচেতন ভাবে এই সিদ্ধান্ত? অভিনেত্রীর উত্তর " আমাদের ইন্ডাস্ট্রিটা খুব ছোট। এখানে সব অভিনেতা-অভিনেত্রীরা ছোট পর্দা বড় পর্দা মিলিয়েই কাজ করেন। আমি নিজেও বড় পর্দায় বেশি কিছুদিন কাজ করার পর আবার ছোট পর্দায় কাজ করেছি। ধারাবাহিকের কাজ করতে করতেই আমার আসন্ন সিনেমাতেও কাজ করেছে। সে ক্ষেত্রে কাজ করাটা একটু কঠিন হয়ে যায় সময়ের জন্য। কিন্তু তাছাড়া অন্যান্য সমস্যা খুব একটা হয় না। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করলে সময়টা একটু বেশি দিতে হয়। সেটা করতে করতে অন্য কাজ করা একটু কঠিন হয়ে পড়ে। কিন্তু সেটুকু বাদ দিলে বাকি কোন সমস্যার সম্মুখীন হতে হয় না।"

advertisement

প্রশ্ন উঠছে, তবে ধারাবাহিক থেকে নিজেকে হঠাৎ সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত কেন? শোলাঙ্কি জানান, বেশ কয়েক মাস আগেই এই বিষয়ে তাঁর কথা হয়েছিল ধারাবাহিক কর্তৃপক্ষের সঙ্গে। অভিনেত্রীর বেশ কিছু শারীরিক সমস্যা হচ্ছিল। 'খড়ি' বলেন, "সবটা মিলিয়ে ওঁদের জানালে ওঁরা আমায় খুব সাহায্য করেন। আমার থেকে কিছুটা সময় নেন। কারণ এত জনপ্রিয় একটা ধারাবাহিক এই ভাবে তো ছেড়ে যাওয়া যায় না। গল্প যে খাতে বইছে, সেই ধারাবাহিকতাকে বজায় রেখে আমার চরিত্রটা শেষ করতে ওঁরা আমার থেকে ৬-৭ মাস মতো সময় নিয়েছেন।"

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

'গাঁটছড়া'য় কাজ শেষের পর একটি ছোট্ট বিরতি নেবেন শোলাঙ্কি। এক টানা কাজের কারণে বিশ্রাম পাননি অভিনেত্রী। তাঁর শরীরও বিশেষ ভাল নেই। তাই আপাতত নিজেকে সময় দিতে চান তিনি। নিজের শরীরের যত্ন নিতে চান। তাঁর ঘুরতে যাওয়ারও পরিকল্পনা আছে। পাশাপাশি সামনেই আসছে তাঁর নতুন ছবি 'শহরের উষ্ণতম দিনে'। ছবির প্রোমোশন নিয়ে ফের ব্যস্ত হয়ে পড়ার পালা।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Solanki Roy || Bengali Serial News: কেন 'গাঁটছড়া' থেকে আচমকাই সরে গেলেন 'খড়ি'! অবশেষে সত্যিটা ফাঁস করলেন শোলাঙ্কি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল