Solanki Roy: সত্যিই 'গাঁটছাড়া' ছেড়ে দিচ্ছেন 'খড়ি' ! অবশেষে রহস্য ফাঁস করলেন স্বয়ং শোলাঙ্কি

Last Updated:

'গাঁটছড়া' ছাড়বেন 'খড়ি' শোলাঙ্কি রায়, এমনটাই গুঞ্জন শোনা যাচ্ছে কিছু দিন ধরে। এই খবরে মন ভেঙেছে বহু অনুরাগীর। এই বিষয়ে নিউজ১৮ বাংলা যোগাযোগ করেছিল শোলাঙ্কির সঙ্গে।

শোলাঙ্কি রায়
শোলাঙ্কি রায়
কলকাতা: 'গাঁটছড়া' ছাড়বেন 'খড়ি' শোলাঙ্কি রায়, এমনটাই গুঞ্জন শোনা যাচ্ছে কিছু দিন ধরে। এই খবরে মন ভেঙেছে বহু অনুরাগীর। এই বিষয়ে নিউজ১৮ বাংলা যোগাযোগ করেছিল শোলাঙ্কির সঙ্গে। অভিনেত্রী জানান, এই মুহূর্তে গাঁটছড়া ছাড়ার কোন পরিকল্পনা নেই তাঁর।
স্টার জলসা এক সময়ের টিআরপি টপার মেগা 'গাঁটছড়া'র এখন কিছুটা হলেও তার জনপ্রিয়তা হারিয়েছে। বহুদিন ধরেই শোনা যাচ্ছিল, এই ধারাবাহিক নাকি বন্ধ হতে চলেছে। আর এই গুঞ্জনকে আরও উস্কে দিয়ে আরও একটি খবর উঠে আসে। শোলাঙ্কি নাকি ধারাবাহিক ছেড়ে দিচ্ছেন। এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন "এ রকম কোনও কথা তো আমি কাউকে বলিনি।" ধারাবাহিক শেষ হতে চলেছে কি না তা জানতে চাওয়া হলে শোলাঙ্কির উত্তর, "সেটাও আমরা এখনও জানি না। এ বিষয়ে আমাদের কাছে কর্তৃপক্ষের তরফ থেকে কোনও খবর এখনও আসেনি।"
advertisement
advertisement
'শহরের উষ্ণতম দিনে' ছবিতে কাজ করেছেন শোলাঙ্কি। খুব শীঘ্রই ছবির মুক্তির তারিখ জানানো হবে। বিক্রম-শোলাঙ্কি জুটিকে 'ইচ্ছেনদী'তে দেখা গিয়েছিল। এ বার তাঁরা বড় পর্দায় প্রেমের জাদুকাঠি ছুঁইয়ে দেবেন ফিরছে 'শহরের উষ্ণতম দিনে'র হাত ধরে।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Solanki Roy: সত্যিই 'গাঁটছাড়া' ছেড়ে দিচ্ছেন 'খড়ি' ! অবশেষে রহস্য ফাঁস করলেন স্বয়ং শোলাঙ্কি
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement