Bangla Serial: শেষের পথে 'মিঠাই' ? নতুন মেগার প্রোমো আসতেই এ কী বললেন 'মিঠাই'য়ের পরিচালক!

Last Updated:

মিঠাই' শেষ হয়ে যাবে, এই গুঞ্জন বহুদিন ধরেই শোনা যাচ্ছে। আর তার মধ্যেই মুক্তি পেল জি বাংলার নতুন ধারাবাহিক 'ফুলকি'র প্রোমো। আর এই মেগার প্রোমো প্রকাশ্যে আসতেই আবারও বেড়েছে 'মিঠাই' শেষ হয়ে যাওয়ার গুঞ্জন।

শেষের পথে 'মিঠাই' ?
শেষের পথে 'মিঠাই' ?
কলকাতা: 'মিঠাই' শেষ হয়ে যাবে, এই গুঞ্জন বহুদিন ধরেই শোনা যাচ্ছে। আর তার মধ্যেই মুক্তি পেল জি বাংলার নতুন ধারাবাহিক 'ফুলকি'র প্রোমো। ধারাবাহিকের নাম ভূমিকায় থাকছেন নবাগতা অভিনেত্রী। মূলত বক্সিংকে কেন্দ্র করে আবর্তিত হবে এই ধারাবাহিকের গল্প। আর এই মেগার প্রোমো প্রকাশ্যে আসতেই আবারও বেড়েছে 'মিঠাই' শেষ হয়ে যাওয়ার গুঞ্জন।
মেগার প্রথম প্রোমোতে দেখা গিয়েছে গল্পের নায়িকা একটি বক্সিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আসে। তার শারীরিক সমস্যার কারণে তাকে ইনহেলার নিতে দেখে এই প্রতিযোগিতা অংশগ্রহণে বাধা দেয় আয়োজকরা। তখন সে অনুরোধ জানায়, তাকে সুযোগ দেওয়ার জন্য।
advertisement
advertisement
কারণ এই প্রতিযোগিতায় জিতলে ১০০০০ টাকা পুরস্কার পাওয়া যাবে। এই টাকা পেলে তা দিয়ে সে তার মায়ের ডায়ালিসিস করাবে। কিন্তু এতেও কোন কাজ হয় না। তাকে সেখান থেকে খালি হাতে ফিরে আসতে হয়। অনেক বাধাবিপত্তি পেরিয়ে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাবে সে।
advertisement
তবে আপাতত 'ফুলকি'র প্রোমো এলেও সেখানে জানানো হয়নি যে, কবে থেকে কোন সময় শুরু হবে এই সিরিয়াল। অন্য দিকে, 'মিঠাই' শেষ হচ্ছে কি না সে বিষয়ে পরিচালক রাজেন্দ্রপ্রসাদ দাস একটি সংবাদ মাধ্যমকে জানান, কিছু শুরু হলে শেষ হবেই। কিন্তু এখনও পর্যন্ত তাঁর কাছে এ বিষয়ে কোনও খবর নেই চ্যানেলের তরফ থেকে। তিনি আরও জানান যে, যখন এর আগেও 'মিঠাই'য়ের নম্বর টিআরপি তালিকায় তলানিতে ঠেকে ছিল কিংবা 'মিঠাই'য়ের সম্প্রচারের সময় পরিবর্তন করা হয়েছিল, তখনও এই গুঞ্জন উঠেছিল। কিন্তু তা সত্ত্বেও মিঠাই চলছে। কিন্তু এ বিষয়ে তিনি এ বিষয়ে আপাতত কিছু বলতে পারবেন না।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bangla Serial: শেষের পথে 'মিঠাই' ? নতুন মেগার প্রোমো আসতেই এ কী বললেন 'মিঠাই'য়ের পরিচালক!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement