Anirban Bhattacharya || Mrs Chatterjee VS Norway : অনির্বাণে মুগ্ধ রানি! তাঁর সুপারিশেই 'মিস্টার চ্যাটার্জি' হয়ে ওঠেন অভিনেতা
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
সাক্ষাৎকারে একটি সংবাদমাধ্যমকে তিনি জানান যে, এই ছবিতে কাজ করার ক্ষেত্রে তাঁর নাম সুপারিশ করেছিলেন স্বয়ং রানি মুখোপাধ্যায়।
কলকাতা: সম্প্রতি রানি মুখোপাধ্যায়ের বিপরীতে বলিউডে 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে' ছবিতে ডেবিউ করলেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। সাক্ষাৎকারে একটি সংবাদমাধ্যমকে তিনি জানান যে, এই ছবিতে কাজ করার ক্ষেত্রে তাঁর নাম সুপারিশ করেছিলেন স্বয়ং রানি মুখোপাধ্যায়।
বলিউডে অনির্বাণের প্রথম ছবি। এই ছবিতে কী ভাবে সুযোগ পেলেন, এক সাক্ষাৎকার তা বলতে গিয়ে জানান, কাস্টিং এজেন্সির তরফ থেকে তাঁর কাছে একটি ফোন আসে। তাঁকে জানানো হয়, পরিচালক অসীমা ছিব্বার অভিনেতার সঙ্গে কথা বলতে চান। পরের দিন অনলাইনে একটি মিটিংয়ে অসীমা জানান তাঁরা অনির্বাণকে রানী মুখোপাধ্যায়ের বিপরীতে রাখতে চান 'মিস্টার চ্যাটার্জি'র ভূমিকায়। পাশাপাশি তিনি এও জানান যে স্বয়ং রানি মুখোপাধ্যায়ই তাঁকে এই চরিত্রে কাস্ট করার কথা বলেন।
advertisement
আরও পড়ুন- 'গেন্দা ফুল'-এর পর এবার 'সুন্দরী কমলা'র বলিউড সংস্করণ 'দোতারা'! মৌনি-জুবিনের রসায়নে মুগ্ধ ভক্তরা
advertisement
বলিউডে তাঁর প্রথম কাজ হলেও টলিউডের তিনি দীর্ঘদিন অভিনয় করে সকলকে মনে জায়গা করে নিয়েছেন। তবে এই দুই ইন্ডাস্ট্রির মধ্যে কাজের অভিজ্ঞতার কতখানি পার্থক্য তা জানতে চাওয়া হলে, তিনি জানান দুটি ইন্ডাস্ট্রিই বেশ পুরনো কিন্তু হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি দেশের সবচেয়ে বড় ফিল্ম ইন্ডাস্ট্রি। কারণ দেশের অধিকাংশ মানুষই হিন্দি ছবি দেখেন। বাংলা বিনোদন জগৎ খুব একটা বড় নয়, এখানে ভীষণই সীমিত অর্থ নিয়ে কাজ হয়। ৫-৬ কোটি টাকা বাজেটের একটি ছবি হলেই টলিউডে সেটাকে বড় বাজেটের ছবি বলা হয়। তাছাড়া হিন্দি, তামিল, তেলুগু ইন্ডাস্ট্রির তুলনায় বাংলা ইন্ড্রাস্টির পরিকাঠামোও খুবই ছোট।
advertisement
রানি মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা কেমন ছিল জানতে চাওয়া হলে তিনি জানান, দারুণ ছিল তাঁর অভিজ্ঞতা। তিনি ভাবতেই পারেননি রানির মতো এত বড় তারকার বিপরীতে তিনি কখনও কাজের সুযোগ পাবেন। প্রাথমিক ভাবে একটু নার্ভাস থাকলেও পরে তা কাটিয়ে ওঠেন এবং তাঁর সেরাটা দেওয়ার চেষ্টা করেন। এখন দর্শকদের থেকে যে ভালবাসা ও সাড়া পাচ্ছেন তাতে তিনি বেশ খুশি।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 25, 2023 9:25 PM IST