Mouni Roy and Jubin Nautiyal: 'গেন্দা ফুল'-এর পর এবার 'সুন্দরী কমলা'র বলিউড সংস্করণ 'দোতারা'! মৌনি-জুবিনের রসায়নে মুগ্ধ ভক্তরা
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
বাংলার আরও একটি জনপ্রিয় লোকসংগীত 'সুন্দরী কমলা' জুবিন নটিয়াল ও পায়েল দেবের হাত ধরে বলিউডে পা রাখল 'দোতারা' নামে। এই গানের মুখ্য ভূমিকায় নাচ করতে দেখা গিয়েছে মৌনি রায়কে।
মুম্বই: বাংলা লোকসংগীতের সুর ও কথা কে নিয়ে বলিউড গান তৈরির চল শুরু হয়েছে শেষ কয়েক বছরে। ২০২০ সালে বাদশার হাত ধরে বাংলার বিখ্যাত একটি লোকগান 'বড় লোকের বেটি' 'গেন্দা ফুল' নামে পৌঁছে গিয়েছিল বলিউডে। আর এ বার বাংলার আরও একটি জনপ্রিয় লোকসংগীত 'সুন্দরী কমলা' জুবিন নটিয়াল ও পায়েল দেবের হাত ধরে বলিউডে পা রাখল 'দোতারা' নামে। এই গানের মুখ্য ভূমিকায় নাচ করতে দেখা গিয়েছে মৌনি রায়কে ।
বঙ্গকন্যা মৌনি সেই সব তারকাদের মধ্যে একজন যিনি তাঁর অসাধারণ অভিনয় ক্ষমতা দিয়ে ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করে নিয়েছেন। টেলিভিশন দিয়ে প্রথম কাজ শুরু করে, একে একে নানা মেগা ও সিনেমার মাধ্যমে বলিউডে নিজের জায়গা পাকা করেছেন।
advertisement
advertisement
ব্রহ্মাস্ত্রে তাঁর অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের। বর্তমানে তাঁকে বাংলার অত্যন্ত জনপ্রিয় রিয়্যালিটি শো ডান্স বাংলা ডান্সে বিচারক হিসেবে দেখা গিয়েছে। আর তারপর সকলকে চমক দিয়ে মুক্তি পেল 'দোতারা'।এই গানে একদম নতুন লুকে ধরা দিলেন অভিনেত্রী। মৌনি তাঁর ইনস্টাগ্রামে এই নতুন গানটির একটি ভিডিও শেয়ার করেছেন।
advertisement
তবে গানটির সঙ্গে বহু দর্শক বাদশার 'গেন্দা ফুল'র গানের সাদৃশ্য খুঁজে পেয়েছেন। 'গেন্দা ফুল'-এ জ্যাকলিন ফার্নান্ডেজ কে দেখা গিয়েছিল। গানটিকে ঘিরে উঠেছিল নানা বিতর্ক। অনেকেই বলেছিল এই গানের যিনি স্রষ্টা সেই শিল্পীকে যেন তাঁর সম্মানটা দেওয়া হয়। ২১ মার্চ 'দোতারা' রিলিজের পর থেকেই শুরু হয়েছে নানা চর্চা। এখন দেখার পালা 'টি সিরিজে'র এই গান কি আদৌ জায়গা করে নিতে পারবে বাঙালি তথা দেশবাসীর মনে। তবে মৌনি-জুবিনের রসায়ন ইতিমধ্যেই নজর কেড়েছে দর্শকদের।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 22, 2023 3:13 PM IST