Bangla Serial: 'পঞ্চমী' পাড়ি দিল দক্ষিণ ভারতে! তাও একেবারে নতুন নামে

Last Updated:

বিভিন্ন চ্যানেলের হিট বাংলা মেগা হিন্দি-সহ নানা ভাষায় রিমেক হয়েছে। আর এবার এই তালিকায় নাম উঠল 'পঞ্চমী'র।তেলুগু ভাষায় রিমেক হচ্ছে এই সিরিয়াল।

'পঞ্চমী' পাড়ি দিল দক্ষিণ ভারতে
'পঞ্চমী' পাড়ি দিল দক্ষিণ ভারতে
কলকাতা: হিন্দি এবং অন্যান্য ভাষার হিট মেগা যেমন বাংলা ভাষায় রিমেক করতে দেখা গিয়েছে। ঠিক তেমনি বাংলার বিভিন্ন ধারাবাহিক হিন্দি সহ অন্যান্য ভাষায় রিমেকের চল শুরু হয়েছে বেশ কয়েক বছর ধরে। বিভিন্ন চ্যানেলের হিট বাংলা মেগা হিন্দি-সহ নানা ভাষায় রিমেক হয়েছে। জি বাংলার 'মিঠাই' থেকে শুরু করে স্টার জলসার 'শ্রীময়ী', 'আলতাফড়িং', 'ওগো বধূ সুন্দরী'। আর এবার এই তালিকায় নাম উঠল 'পঞ্চমী'র।তেলুগু ভাষায় রিমেক হচ্ছে এই সিরিয়াল।
মাত্র তিন মাস হল শুরু হয়েছে এই সিরিয়াল। এখানে নাম ভূমিকায় রয়েছেন অভিনেত্রী সুস্মিতা দে এবং তাঁর বিপরীতে রয়েছেন রাজদীপ গুপ্ত। প্রথম দিকে খুব ভাল ফল করতে না পারলেও পরে ধীরে ধীরে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে 'পঞ্চমী'। সকলকে চমক লাগিয়ে টিআরপি তালিকায় সেরা দশে জায়গা পাকা করে নিয়েছে এই মেগা।
advertisement
advertisement
এর আগে ইচ্ছাধারী নাগিনী নিয়ে ধারাবাহিক হোক বা সিনেমা সবটাই আমরা দেখে এসেছি অন্য ভাষায়, বিশেষ করে হিন্দিতে। বাংলাতে দেখা গেলেও তা ছিল মূলত রিমেক। কিন্তু এটি প্রথম কিন্তু এটি প্রথম ধারাবাহিক যেখানে নির্মাতারা একেবারে নিজস্ব গল্প তৈরি করেছেন। আর এবার বাঙালি দর্শকদের মন জয় করার পর 'পঞ্চমী' পাড়ি দিল দক্ষিণ ভারতে। স্টার মা তে তেলুগু ভাষায় রিমেক করা হবে এই ধারাবাহিক রিমেক করা হচ্ছে 'নাগপঞ্চমী' নামে। ২৭ মার্চ থেকেই 'নাগপঞ্চমী'র সম্প্রচার শুরু হয়ে গিয়েছে। এবার দেখার পালা বাংলার মতো তেলেগু ভাষার দর্শকদের কতটা মন জয় করতে পারে এই মেগা।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bangla Serial: 'পঞ্চমী' পাড়ি দিল দক্ষিণ ভারতে! তাও একেবারে নতুন নামে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement