Solanki Roy: পুরনোকে বিদায়! ইদের দিন দুঃসংবাদ দিলেন শোলাঙ্কি, লিখলেন, 'সব পরিবর্তনশীল'
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
বেশ কিছুদিন ধরে টেলিপাড়ায় গুঞ্জন শোনা যাচ্ছিল, শোলাঙ্কি বিদায় নেবেন 'গাঁটছড়া' থেকে। এই বিষয়ে কিছুদিন আগে নিউজ ১৮ বাংলা অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করলে, তিনি জানান এখনই তিনি এ বিষয়ে কিছু ভাবছেন না। কিন্তু ইদের দিন তিনি 'গাঁটছড়া' ছাড়ার গুঞ্জনে শিলমোহর দিলেন ।
বেশ কিছুদিন ধরে টেলিপাড়ায় গুঞ্জন শোনা যাচ্ছিল, শোলাঙ্কি বিদায় নেবেন 'গাঁটছড়া' থেকে। এই বিষয়ে কিছুদিন আগে নিউজ ১৮ বাংলা অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করলে, তিনি জানান এখনই তিনি এ বিষয়ে কিছু ভাবছেন না। কিন্তু ইদের দিন তিনি 'গাঁটছড়া' ছাড়ার গুঞ্জনে শিলমোহর দিলেন ।
এক সময় টিআরপি তালিকার প্রথম সারিতে থাকা মেগা বেশ কয়েক মাস হল তার জনপ্রিয়তা হারিয়েছে। শেষ কয়েক সপ্তাহয়ে টিআরপি তালিকায় এক থেকে দশে জায়গা করে নিতে পারেনি এই ধারাবাহিক। মেগার তিন বিখ্যাত জুটির মহাবিবাহ থেকে শুরু করে খড়ির মা হওয়া, সবকিছু নিয়ে একের পর এক নানা চমক দিলেও আগের মতো করে এই ধারাবাহিক দর্শকদের মনে আর সাড়া জাগাতে পারেনি। অবশেষে ইদের দিন শোলাঙ্কি ওরফ খড়ি নিজেই নেটমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে জানালেন যে, তিনি এ বার এই ধারাবাহিক থেকে বিদায় নিচ্ছেন।
advertisement
advertisement
অভিনেত্রী লিখলেন, 'কিছুই চিরন্তন নয়, সব পরিবর্তনশীল'। এক বছরেরও বেশি সময়ের সফর শেষ হল! একই সঙ্গে আনন্দ ও দুঃখ দুই বোধ হচ্ছে, সবটা স্বপ্নের মতো লাগছে। এই সফরে কিছু মানুষের সঙ্গে দেখা হল যাদের মধ্যে কেউ আমার পরিবার হয়ে উঠেছে, কেউ বা বন্ধু, কেউ থেকেছেন, আবার কেউ কেউ ছেড়ে চলে গিয়েছেন...কিন্তু সবটা মিলিয়ে এটা দুর্দান্ত একটা সফর ছিল! তবে এখন এগিয়ে যাওয়ার সময়! আমি পুরনোকে বিদায় জানিয়ে এবার নতুনকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত।' এই পোস্টে যদিও 'গাঁটছড়া'র নাম উল্লেখ করেননি শোলাঙ্কি। তবে অনুরাগীদের বুঝে নিতে সমস্যা হয়নি তিনি কোন দিকে ইঙ্গিত করছেন।
advertisement
আরও পড়ুন: ট্রেলার প্রকাশ্যে আসতেই বদলে গেল 'আবার বিবাহ অভিযান'-এর মুক্তি তারিখ! কবে আসছে এই ছবি? জেনে নিন
ইদের দিনে এমন পোস্ট দেখা মাত্রই মন খারাপ অনুরাগীদের। 'শহরের উষ্ণতম দিনে' ছবিতে কাজ করেছেন শোলাঙ্কি। খুব শীঘ্রই ছবির মুক্তির তারিখ জানানো হবে। বিক্রম-শোলাঙ্কি জুটিকে 'ইচ্ছেনদী'তে দেখা গিয়েছিল। এ বার তাঁরা বড় পর্দায় প্রেমের জাদুকাঠি ছোঁয়াতে ফিরছে তিনি আবার ফিরবেন 'শহরের উষ্ণতম দিনে'র হাত ধরে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 22, 2023 8:24 PM IST