Abar Bibaho Obhijaan: ট্রেলার প্রকাশ্যে আসতেই বদলে গেল 'আবার বিবাহ অভিযান'-এর মুক্তি তারিখ! কবে আসছে এই ছবি? জেনে নিন

Last Updated:

৫ মার্চ সব অপেক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পায় 'আবার বিবাহ অভিযান'-এর টিজার ও পোস্টার। সেখানে যদিও জানানো হয় ৮ জুন ছবি মুক্তি পাবে। কিন্তু আজ শনিবার বেলা ১১ টায় ছবিটির বহু প্রতীক্ষিত ট্রেলার আসে। আর সেখানেই জানা যায় জামাই ষষ্ঠীর দিন অর্থাৎ ২৫ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি।

আবার বিবাহ অভিযান
আবার বিবাহ অভিযান
কলকাতা: আবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছে রজত, অনুপম আর গণশা। এবার তাদের 'বিবাহ অভিযান' থাইল্যান্ডে। আবারও পেট ফাটা হাসির গল্প নিয়ে আসছে শৌমিক হালদারের ছবি 'বিবাহ অভিযান'-এর সিকুয়েল 'আবার বিবাহ অভিযান'। সব জল্পনার অবসান ঘটিয়ে ২০২২ এ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল যে আসছে 'বিবাহ অভিযান'-এর সিক্যুয়াল। ৫ মার্চ সব অপেক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পায় 'আবার বিবাহ অভিযান'-এর টিজার ও পোস্টার। সেখানে যদিও জানানো হয় ৮ জুন ছবি মুক্তি পাবে। কিন্তু আজ শনিবার বেলা ১১ টায় ছবিটির বহু প্রতীক্ষিত ট্রেলার আসে। আর সেখানেই জানা যায় জামাই ষষ্ঠীর দিন অর্থাৎ ২৫ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি।
ট্রেলারেই স্পষ্টই আভাস, আবার হাসির ভেলায় ভাসিয়ে নিয়ে যেতে আসছে 'আবার বিবাহ অভিযান'। এবারেও মুখ্য ভূমিকায় থাকছেন অঙ্কুশ হাজরা, রুদ্রনীল ঘোষ, নুসরত ফারিয়া, সোহিনী সরকার, অনির্বাণ ভট্টাচার্য এবং প্রিয়াঙ্কা সরকার। সঙ্গে থাকবেন সৌরভ দাসও। ২০১৯ সালে বিরশা দাশগুপ্ত পরিচালিত 'বিবাহ অভিযান'-এ দেখা গিয়েছিল বউদের চোখে ধুলো দিয়ে পালিয়ে ছিল রজত আর অনুপম। ঘটনাচক্রে ওদের সঙ্গে দেখা হয়েছিল গণশার। শেষে আবার তারা ধরাও পড়ে গিয়েছিল বউদের হাতে।
advertisement
advertisement
আর এবার 'আবার বিবাহ অভিযান’-এর ট্রেলারে দেখা গিয়েছে গণশার বাবা নাকি তার জন্য ১০০ কোটি টাকা রেখে গিয়েছে। সেই কথা সে অনুপম ও রজতকে জানায়। সেই লোভেই তারা গণশা সঙ্গে থাইল্যান্ডে পাড়ি জমায়। কিন্তু এই টাকার জন্যই শুরু হয় ধুন্ধুমার কাণ্ড। তিনমূর্তি আবার পড়ে বিয়ের ফাঁদে। আর সেই ফাঁদ থেকে স্বামীদের বাঁচাতেই বিদেশে পৌঁছে যায় মায়া, মালতী, রাই। আর তখনই বাঁধে কেলেঙ্কারি কাণ্ড।
advertisement
আরও পড়ুন: উত্তম কুমার অভিনীত চরিত্রে এবার বিশ্বাবসু! আকাশ আটে 'অগ্নিপরীক্ষা' নিয়ে অকপট অভিনেতা
২৫ মে পেতে চলেছে 'আবার বিবাহ অভিযান'। আজ আনুষ্ঠানিকভাবে ছবির ট্রেলার প্রকাশ করেছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। ২০১৯ 'বিবাহ অভিযান' মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই এই রোম্যান্টিক-কমেডিটি সবার মনজয় করে নিয়ে ছিল। এবার শৌমিক হালদারের পরিচালনায় হলে ফিরেছে 'বিবাহ অভিযান'-এর সিক্যুয়াল 'আবার বিবাহ অভিযান'। আগের বারের মতো এবারও এই সিক্যুয়ালের চিত্রনাট্যও লিখেছেন রুদ্রনীল ঘোষ। সঙ্গে সঙ্গীত পরিচালক হিসেবে থাকছেন জিৎ গঙ্গোপাধ্যায়। এবার দেখার পালা কতটা জমে মজা, এই ছবি কতটা সকলের মন জয় করতে পারে।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Abar Bibaho Obhijaan: ট্রেলার প্রকাশ্যে আসতেই বদলে গেল 'আবার বিবাহ অভিযান'-এর মুক্তি তারিখ! কবে আসছে এই ছবি? জেনে নিন
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement