Abar Bibaho Obhijaan: ট্রেলার প্রকাশ্যে আসতেই বদলে গেল 'আবার বিবাহ অভিযান'-এর মুক্তি তারিখ! কবে আসছে এই ছবি? জেনে নিন

Last Updated:

৫ মার্চ সব অপেক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পায় 'আবার বিবাহ অভিযান'-এর টিজার ও পোস্টার। সেখানে যদিও জানানো হয় ৮ জুন ছবি মুক্তি পাবে। কিন্তু আজ শনিবার বেলা ১১ টায় ছবিটির বহু প্রতীক্ষিত ট্রেলার আসে। আর সেখানেই জানা যায় জামাই ষষ্ঠীর দিন অর্থাৎ ২৫ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি।

আবার বিবাহ অভিযান
আবার বিবাহ অভিযান
কলকাতা: আবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছে রজত, অনুপম আর গণশা। এবার তাদের 'বিবাহ অভিযান' থাইল্যান্ডে। আবারও পেট ফাটা হাসির গল্প নিয়ে আসছে শৌমিক হালদারের ছবি 'বিবাহ অভিযান'-এর সিকুয়েল 'আবার বিবাহ অভিযান'। সব জল্পনার অবসান ঘটিয়ে ২০২২ এ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল যে আসছে 'বিবাহ অভিযান'-এর সিক্যুয়াল। ৫ মার্চ সব অপেক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পায় 'আবার বিবাহ অভিযান'-এর টিজার ও পোস্টার। সেখানে যদিও জানানো হয় ৮ জুন ছবি মুক্তি পাবে। কিন্তু আজ শনিবার বেলা ১১ টায় ছবিটির বহু প্রতীক্ষিত ট্রেলার আসে। আর সেখানেই জানা যায় জামাই ষষ্ঠীর দিন অর্থাৎ ২৫ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি।
ট্রেলারেই স্পষ্টই আভাস, আবার হাসির ভেলায় ভাসিয়ে নিয়ে যেতে আসছে 'আবার বিবাহ অভিযান'। এবারেও মুখ্য ভূমিকায় থাকছেন অঙ্কুশ হাজরা, রুদ্রনীল ঘোষ, নুসরত ফারিয়া, সোহিনী সরকার, অনির্বাণ ভট্টাচার্য এবং প্রিয়াঙ্কা সরকার। সঙ্গে থাকবেন সৌরভ দাসও। ২০১৯ সালে বিরশা দাশগুপ্ত পরিচালিত 'বিবাহ অভিযান'-এ দেখা গিয়েছিল বউদের চোখে ধুলো দিয়ে পালিয়ে ছিল রজত আর অনুপম। ঘটনাচক্রে ওদের সঙ্গে দেখা হয়েছিল গণশার। শেষে আবার তারা ধরাও পড়ে গিয়েছিল বউদের হাতে।
advertisement
advertisement
আর এবার 'আবার বিবাহ অভিযান’-এর ট্রেলারে দেখা গিয়েছে গণশার বাবা নাকি তার জন্য ১০০ কোটি টাকা রেখে গিয়েছে। সেই কথা সে অনুপম ও রজতকে জানায়। সেই লোভেই তারা গণশা সঙ্গে থাইল্যান্ডে পাড়ি জমায়। কিন্তু এই টাকার জন্যই শুরু হয় ধুন্ধুমার কাণ্ড। তিনমূর্তি আবার পড়ে বিয়ের ফাঁদে। আর সেই ফাঁদ থেকে স্বামীদের বাঁচাতেই বিদেশে পৌঁছে যায় মায়া, মালতী, রাই। আর তখনই বাঁধে কেলেঙ্কারি কাণ্ড।
advertisement
আরও পড়ুন: উত্তম কুমার অভিনীত চরিত্রে এবার বিশ্বাবসু! আকাশ আটে 'অগ্নিপরীক্ষা' নিয়ে অকপট অভিনেতা
২৫ মে পেতে চলেছে 'আবার বিবাহ অভিযান'। আজ আনুষ্ঠানিকভাবে ছবির ট্রেলার প্রকাশ করেছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। ২০১৯ 'বিবাহ অভিযান' মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই এই রোম্যান্টিক-কমেডিটি সবার মনজয় করে নিয়ে ছিল। এবার শৌমিক হালদারের পরিচালনায় হলে ফিরেছে 'বিবাহ অভিযান'-এর সিক্যুয়াল 'আবার বিবাহ অভিযান'। আগের বারের মতো এবারও এই সিক্যুয়ালের চিত্রনাট্যও লিখেছেন রুদ্রনীল ঘোষ। সঙ্গে সঙ্গীত পরিচালক হিসেবে থাকছেন জিৎ গঙ্গোপাধ্যায়। এবার দেখার পালা কতটা জমে মজা, এই ছবি কতটা সকলের মন জয় করতে পারে।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Abar Bibaho Obhijaan: ট্রেলার প্রকাশ্যে আসতেই বদলে গেল 'আবার বিবাহ অভিযান'-এর মুক্তি তারিখ! কবে আসছে এই ছবি? জেনে নিন
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement