হোম /খবর /বিনোদন /
উত্তম কুমার অভিনীত চরিত্রে এবার বিশ্বাবসু! 'অগ্নিপরীক্ষা' নিয়ে অকপট অভিনেতা

Bengali Serial News: উত্তম কুমার অভিনীত চরিত্রে এবার বিশ্বাবসু! আকাশ আটে 'অগ্নিপরীক্ষা' নিয়ে অকপট অভিনেতা

বিশ্বাবসু বিশ্বাস

বিশ্বাবসু বিশ্বাস

আবার পর্দায় ফিরছে আশাপূর্ণা দেবীর বিখ্যাত উপন্যাস 'অগ্নিপরীক্ষা', সৌজন্যে 'আকাশ আট'। তবে থাকছে না উত্তম-সুচিত্রা জুটিও, পরিবর্তে দেখা যাবে বিশ্বাবসু বিশ্বাস ও মোনা দত্ত কে।

  • Share this:

আবার পর্দায় ফিরছে আশাপূর্ণা দেবীর বিখ্যাত উপন্যাস 'অগ্নিপরীক্ষা', সৌজন্যে 'আকাশ আট'। তবে থাকছে না উত্তম-সুচিত্রা জুটিও, পরিবর্তে দেখা যাবে বিশ্বাবসু বিশ্বাস ও মোনা দত্ত কে। 'সাহিত্যের সেরা সময়'-এর হাত ধরে 'আকাশ আট'-এ কালজয়ী উপন্যাস 'অগ্নিপরীক্ষা'য় উত্তম কুমারের জুতোয় পা গলালেন বিশ্বাবসু। অভিজ্ঞতা নিয়ে অকপট  অভিনেতা নিউজ ১৮ বাংলা ডটকম  সঙ্গে।  তিনি জানান তিনি এই চরিত্রের মধ্য দিয়ে মহানায়ক উত্তম কুমারকে শ্রদ্ধা জানাতে চান।

বিশ্বাবসু টেলিভিশনের অত্যন্ত পরিচিত মুখ। 'করুণাময়ী রাণী রাসমণি', 'মিঠাই', 'এই পথ যদি না শেষ হয়'-এর মতো একাধিক ধারাবাহিকে অভিনয় করে ইতিমধ্যেই দর্শকদের মনে তিনি পাকাপাকি জায়গা করে নিয়েছেন। তবে এইসব ধারাবাহিকে তাঁকে দেখা গিয়েছিল পার্শ্ব চরিত্রে, এবার তিনি নায়কের ভূমিকায়। তাও আবার মহানায়ক উত্তম কুমার অভিনীত বিখ্যাত চরিত্র ‘কীর্তি মুখোপাধ্যায়’ হিসেবে।

আরও পড়ুন: সৃজিত-পত্নী মিথিলা-সহ আরও ১৯ অভিনেতা! বাংলার কোন ছবিতে দেখা যাবে চাঁদের হাট

সবটা মিলিয়ে অভিনয়ের করাটা কতটা চ্যালেঞ্জিং ছিল জানতে চাওয়া হলে অভিনেতার উত্তর, "আমি যখন এই কাজের প্রস্তাব পাই, জানতে পারি যে 'অগ্নিপরীক্ষা' আবার হচ্ছে আর তার জন্য আমায় ডাকা হয়েছে তখন প্রথমেই মাথায় আসে যে এর আগে এই কাজটা যারা করেছেন তাঁরা কিংবদন্তি উত্তম কুমার ও সুচিত্রা সেন। এরকম একটা কাজ করছি যখন খুব স্বাভাবিক ভাবেই জানতাম দর্শকরা কোথাও গিয়ে উত্তম কুমারের সঙ্গে তুলনার করবেন। কিন্তু আমি একজন অভিনেতা হিসেবে সেভাবে বিষয়টা সে ভাবে দেখছি না, কারণ কিংবদন্তি অভিনেতা উত্তম কুমারের কাজের সঙ্গে এই কাজটাকে আমি যদি তুলনা করি তাহলে তা আমার কাছে খুব ভয়ের বিষয় হয়ে দাঁড়াবে। কারণ তাঁর সঙ্গে কারও তুলনা হয় না। আমি তাই এই কাজটাকে একেবারেই আমার নতুন কাজ হিসেবে দেখছি। আমার মতো করে এই চরিত্রটা করার চেষ্টা করব।  আমাদের প্রত্যেকের পক্ষ থেকে এটা উত্তম কুমারও সুচিত্রা সেনের প্রতি  শ্রদ্ধার্ঘ্য। আমার কাছে এই কাজের মূল রেফারেন্স হল আশাপূর্ণা দেবীর উপন্যাস বা যে সংলাপ লেখা হবে সেটাই। আমি খুব সৌভাগ্যবান মনে করি নিজেকে কারণ ঘটনাচক্রে এরকম একটা কাজ করার সুযোগ পেয়েছি যেটা উত্তম কুমারের মতো একজন অভিনেতা এর আগে অভিনয় করে গিয়েছেন।"

আরও পড়ুন: দেবদাস'-এর পর সঞ্জয়ের ছবিতে ফিরছেন শাহরুখ? কিং খানের সঙ্গে জুটি বাঁধবেন কিয়ারা! ভাইরাল ট্যুইট

এর আগে টিআরপি তালিকায় এগিয়ে থাকা সব চ্যানেলে তাঁকে দেখা গিয়েছিল, সেখানে আকাশ আটে তাঁর অভিনয় করার কারণ জানতে চাওয়া হলে তিনি বলেন, "এর আগে স্টার জলসা এবং জি বাংলায় দর্শকরা আমাকে একাধিক কাজে দেখেছেন এবং তাঁদের ভাল লেগেছে সেটাই অনেক বড় পাওয়া। কিন্তু দিনের শেষে আমরা অভিনেতা, এবং একজন অভিনেতার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ভাল কাজ এবং চরিত্র। আর আকাশ আটও একটা অত্যন্ত পরিচিত চ্যানেল। যারা বাংলা ভাষার উপর বহুদিন ধরে কাজ করছে, এবং টেলিভিশনে খুব গুরুত্বপূর্ণ কাজ করে এসেছে। যে সময় আমার কাছে এই কাজের প্রস্তাবটা আসে সে সময় অন্যান্য চ্যানেলের কাজগুলি মোটামুটি শেষ হয়েছিল, পাশাপাশি প্রস্তাবটাও খুব লোভনীয় ছিল আমার কাছে। তার প্রধান কারণ হল 'সাহিত্যের সেরা সময়'-এর একটা জনপ্রিয়তা রয়েছে মানুষের মধ্যে। যেখানে সাহিত্য কেন্দ্রিক দারুণ দারুণ সব কাজ হয়, এবং অভিনেতা হিসেবে আমার 'সাহিত্যের সেরা সময়'-এ কাজ করার একটা ইচ্ছা দীর্ঘদিন ধরেই ছিল। পাশাপাশি এখানে যে কাজটা হচ্ছে সেটা আশাপূর্ণা দেবীর 'অগ্নিপরীক্ষা' সেটা সাহিত্যের পাতায় বলুন কিংবা সিনেমার পর্দায় সব দিক থেকেই খুব বিখ্যাত। তার প্রধান চরিত্র করার সুযোগ পাচ্ছি ফলে অভিনেতা হিসেবে এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ একটা কাজ। আমি স্টার, জি কিংবা আকাশ এভাবে দেখি না। কারণ সব চ্যানেলগুলোই বাংলা টেলিভিশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই চ্যানেলগুলোয় বিভিন্ন সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রের ডাক পেয়েছি তাই আমি নিজেকে খুবই সৌভাগ্যবান মনে করি। তাই এটাও আমার কাছে খুব গুরুত্বপূর্ণ একটা কাজ। এর আগে দর্শকরা আমাকে যে সমস্ত চরিত্রে দেখেছেন আমাকে ভালবেসেছেন। আশা রাখি এই কাজটিও তারা দেখবেন এবং আমি আমার মতো করে চেষ্টা করব তাদেরকে একই রকম আনন্দ দেওয়ার। বাকিটা তো সময় বলবে।"

Published by:Sayani Rana
First published:

Tags: Bengali Serial, Bengali Serial News