হোম /খবর /বিনোদন /
সঞ্জয়ের ছবিতে ফিরছেন শাহরুখ? কিং খানের সঙ্গে জুটি বাঁধবেন কিয়ারা!

Shah Rukh Khan || Kiara Advani: 'দেবদাস'-এর পর সঞ্জয়ের ছবিতে ফিরছেন শাহরুখ? কিং খানের সঙ্গে জুটি বাঁধবেন কিয়ারা! ভাইরাল ট্যুইট

শাহরুখ-কিয়ারা

শাহরুখ-কিয়ারা

শোনা যাচ্ছে সঞ্জয়ের আসন্ন ছবি 'ইনশাল্লাহ'-তে নায়কের ভূমিকায় দেখা যাবে শাহরুখকে। তাঁর বিপরীতে থাকবেন সিদ্ধার্থ-পত্নী কিয়ারা।

  • Share this:

মুম্বই: পাঠানের ব্যাপক সাফল্যের পর এবার গুঞ্জন কিয়ারা আডবাণীর সঙ্গে জুটি বাঁধতে চলেছেন কিং খান। মাঝে বেশ কিছু বছর তিনি কোন ছবিতে কেন্দ্রীয় চরিত্রে কাজ করেননি। ২০১৮ 'জিরো'র পর আবার ২০২৩-এ পাঠানের হাত ধরে প্রায় পাঁচ বছর পর তাঁকে নাম ভূমিকায় দেখা গেল। পাঠানের বিশাল সাফল্য দেখে এখন বহু পরিচালকই আবার শাহরুখের সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করছেন। তাঁদের মধ্যে সঞ্জয় লীলা বনশালী অন্যতম। শোনা যাচ্ছে আবার বলিউডে সঞ্জয়ের ছবিতে দেখা যাবে শাহরুখকে।

সঞ্জয়ের সঙ্গে শাহরুখের শেষ কাজ ছিল 'দেবদাস' তারপর বহু বছর একসঙ্গে কাজ করেননি তাঁরা। বর্তমানে শোনা যাচ্ছে সঞ্জয়ের আসন্ন ছবি 'ইনশাল্লাহ'-তে নায়কের ভূমিকায় দেখা যাবে শাহরুখকে। তাঁর বিপরীতে থাকবেন সিদ্ধার্থ-পত্নী কিয়ারা। তবে এই ছবিতে শুরুতে শাহরুখের কাজ করার কোনও সম্ভাবনা ছিল না। সে জায়গায় অন্য এক 'খান'-এর কাজের কথা হয়েছিল। তিনি হলেন বলিউডের 'ভাইজান' সলমন খান। কিন্তু সলমনের সঙ্গে কাজ সংক্রান্ত মতান্তর দেখা দেওয়ায় এই ছবি কাজ মুলতবি রেখেছিলেন সঞ্জয়।

আরও পড়ুন: সাতপাকে বাঁধা পড়তে চলেছেন 'সোহাগ জল'-এর অভিনেত্রী! জানালেন বিয়ের দিনক্ষণ

বর্তমানে তিনি আবার সেই কাজে হাত দিয়েছেন। ছবির জন্য নতুন করে ভাবনা-চিন্তাও শুরু করেছেন তিনি। নব্বইয়ের দশকের দুই মেগা-তারকা রয়েছেন তাঁর ভাবনায়। তার মধ্যেই হঠাৎ ভাইরাল এক ট্যুইট, যেখানে বলা হয় শাহরুখ-কিয়ারা জুটি বাঁধতে চলেছেন। ছবিটি হবে মূলত রোমান্টিক কমেডি। সম্ভবত মুক্তি পেতে পারে ২০২৫ সালের ভ্যালেন্টাইন্স সপ্তাহে।

আরও পড়ুন: নীল-তিয়াশার সম্পর্কের সমীকরণটা ঠিক কী রকম? জানালেন অভিনেত্রী নিজেই

তবে অনেকেই মনে করছেন এই পুরো বিষয়টি গুজব। শাহরুখ-কিয়ারাকে নিয়ে রটনা হচ্ছে। বর্তমানে কিয়ারা 'সত্য প্রেম কি কথা' নামে একটি রোমান্টিক কমেডি ছবির শুটিংয়ে ব্যস্ত যেটি এই বছরই মুক্তি পাবে। অন্যদিকে শাহরুখ খানকে দক্ষিণী পরিচালকের ছবিতে খুব তাড়াতাড়ি দেখা যাবে এমনটাই গুঞ্জন বলিউডে।

Published by:Sayani Rana
First published:

Tags: Kiara Advani, Sanjay leela Banshali, Shah Rukh Khan