কলকাতা: মনে পড়ে অনুপম-রজত-গণশাকে? কেমন আছে তারা? সুখে সংসার করছে না কি তাদের স্ত্রী রাই-মায়া-মালতীকে নিয়ে এখনও জেরবার তাদের জীবন। ২০১৯-এর পর আবার ২০২৩ বড় পর্দায় ফিরছেন 'বিবাহ অভিযান'-এর সিক্যুয়েল 'আবার বিবাহ অভিযান'। অনেকদিন থেকেই 'বিবাহ অভিযান ২' আসবে এমনটা গুঞ্জন শোনা যাচ্ছিল। তারপর সব জল্পনার অবসান ঘটিয়ে ২০২২ এ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল যে আসছে 'বিবাহ অভিযান'-এর সিক্যুয়াল। রবিবার অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে চলে এলো 'আবার বিবাহ অভিযান'-এর প্রোমো ও পোস্টার।
এবারেও মুখ্য ভূমিকায় থাকছেন অঙ্কুশ হাজরা, রুদ্রনীল ঘোষ, নুসরাত ফারিয়া, সোহিনী সরকার, অনির্বাণ ভট্টাচার্য এবং প্রিয়াঙ্কা সরকার। সঙ্গে থাকবেন সৌরভ দাসও। বিরষা দাশগুপ্ত পরিচালিত 'বিবাহ অভিযান'-এ দেখা গিয়েছিল বউদের চোখে ধুলো দিয়ে পালিয়ে ছিল রজত আর অনুপম। ওদের ঘটনাচক্রে দেখা হয়েছিল গণশার সঙ্গে। শেষে আবার ধরাও পড়ে যায় বউদের হাতে।
আরও পড়ুন- 'মাধবীলতা'র মুকুটে নতুন পালক! 'মুকুট' হয়ে ফিরছেন শ্রাবণী, সঙ্গে 'কড়িখেলা'র অপূর্ব-পারমিতা
তবে এবার অনুপম-রজতের সঙ্গী গণশাও। এবার এই তিন মূর্তি একজোটে হয়ে কি তবে আবারও পালাবে? কী হবে এবার? পালিয়ে তারা কি থাইল্যান্ডে যাবে? প্রোমোতে কিন্তু তেমনই আভাস। তবে এর সব উত্তর জানা যাবে 'আবার বিবাহ অভিযান'-এ।
আরও পড়ুন- আবার বড় পর্দায় 'ভুলভুলাইয়া ৩'! এবার মুখ্য ভূমিকায় অক্ষয় কুমার না কার্তিক আরিয়ান? জানুন
৮ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে 'আবার বিবাহ অভিযান'। রবিবার আনুষ্ঠানিকভাবে মুক্তির তারিখ এবং প্রথম পোস্টার প্রকাশ করেছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। ২০১৯ 'বিবাহ অভিযান' মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই এই রোম্যান্টিক-কমেডিটি সবার মনজয় করে নিয়ে ছিল। এবার শৌমিক হালদারের পরিচালনায় হলে ফিরেছে 'বিবাহ অভিযান'-এর সিক্যুয়াল 'আবার বিবাহ অভিযান'। আগেরবারের মতো এবারও এই সিক্যুয়ালের চিত্রনাট্যও লিখেছেন রুদ্রনীল ঘোষ। সঙ্গে সঙ্গীত পরিচালক হিসেবে থাকছেন জিৎ গঙ্গোপাধ্যায়। এবার দেখার পালা কতটা জমে মজা, এই ছবি কতটা সকলের মন জয় করতে পারে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengali actor, Bengali Actress, Tollywood