Bhool Bhulaiyaa 3: আবার বড় পর্দায় 'ভুলভুলাইয়া ৩'! এবার মুখ্য ভূমিকায় অক্ষয় কুমার না কার্তিক আরিয়ান? জানুন

Last Updated:

২০২৪ সালের দিওয়ালিতে মুক্তি পেতে চলেছে 'ভুলভুলাইয়া ৩'। ছবি মুক্তির দেড় বছর আগে থেকেই এক প্রকার প্রচার শুরু করে দিলেন তিনি। ভিডিওটি ইনস্টাগ্রামে আসার সঙ্গে সঙ্গে আবারও তোলপাড় নেটপাড়া।

চমক থাকছে 'ভুলভুলাইয়া ৩'-এ
চমক থাকছে 'ভুলভুলাইয়া ৩'-এ
মুম্বই: ২০২২ সালে যখন বলিউডের একের পর এক বিগ বাজেটের ছবি মুখ থুবড়ে পড়েছিল বক্স অফিসে। তখনই প্রকাশ পায় 'ভুল ভুলাইয়া ২'-এর ট্রেলার। 'ভুলভুলাইয়া' আসছে, কিন্তু সেখানে থাকছেন না অক্ষয় কুমার, তার বদলে থাকছেন কার্তিক আরিয়ান, এই খবর নিয়ে নেটদুনিয়াইয় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল। সিনেপ্রেমীরা অনেকেই বলেছিলেন, 'ভুলভুলাইয়া'তে অক্ষয়ের অভিনয় মনে থেকে যাওয়ার মতো, তাঁর জায়গায় কার্তিক কখনওই দর্শকদের নজর কাড়তে পারবেন না। কিন্তু সেইসব ভবিষ্যদ্বাণীকে মিথ্যে করে বলিউডের খারাপ সময়ে আশার আলো দেখিয়েছিল 'ভুলভুলাইয়া ২'।
বলিউডে একের পর এক ফ্লপের পর প্রায় আড়াইশো কোটি টাকার ব্যবসা করে ২০২২-এর প্রথম বলিউডের হিট ছবি হিসেবে খাতা খুলেছিল 'ভুলভুলাইয়া ২'। আর এই সাফল্য শুধুমাত্র গল্পের গুণে নয়, কার্তিক নিজেও ছিলেন তাঁর মুখ্য একটি কারণ।
তাঁর অভিনয় দর্শকদের নজর কেড়েছিল। আর সেই রেশ কাটতে না কাটতে আবার আসতে চলেছে 'ভুলভুলাইয়া ৩'। ইনস্টাগ্রামে টিজারের ভিডিও শেয়ার করে জানালেন স্বয়ং 'রুহ্ বাবা' কার্তিক। দ্বিতীয়বারের জন্য তাকে আবার দেখা যাবে এই ভূমিকায়। তিনি ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন 'রুহ্ বাবা উইল রিটার্ন ইন দিওয়ালি ২০২৪'।
advertisement
advertisement
ফলে স্পষ্টই বোঝা যাচ্ছে ২০২৪ সালের দিওয়ালিতে মুক্তি পেতে চলেছে 'ভুলভুলাইয়া ৩'। ছবি মুক্তির দেড় বছর আগে থেকেই এক প্রকার প্রচার শুরু করে দিলেন তিনি। ভিডিওটি ইনস্টাগ্রামে আসার সঙ্গে সঙ্গে আবারও তোলপাড় নেটপাড়া। চেনা ভূমিকায় ফিরছেন কার্তিক। আর এবার তাঁর উপরেই ভূতের ভর! টিজারে তেমনি ঈঙ্গিত।
advertisement
টিজার মুক্তির সঙ্গে সঙ্গেই শুরু হয়ে গিয়েছে শোরগোল। হাড়হিম করার টিজারটি রীতিমতো ভাইরাল। তবে কার্তিকের সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি 'শহেজাদা' বক্স অফিসে সেরকম ভাবে জায়গা করে নিতে পারিনি। অবশ্য এ নিয়ে কিছু জানাননি অভিনেতা। এখন দেখার পালা 'রুহু বাবা' কি আবার ম্যাজিক দেখাতে পারবে পর্দায়? 'ভুলভুলাইয়া ৩' কি পৌঁছবে সাফল্যের শিখরে? এই সব প্রশ্নের উত্তর সময়ের খাতায়।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bhool Bhulaiyaa 3: আবার বড় পর্দায় 'ভুলভুলাইয়া ৩'! এবার মুখ্য ভূমিকায় অক্ষয় কুমার না কার্তিক আরিয়ান? জানুন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement