Shah Rukh Khan wife Gauri Khan: ফের আইনি বিপাকে শাহরুখের পরিবার! এবার বাদশা-পত্নী গৌরীর বিরুদ্ধে এফআইআর দায়ের হল
- Published by:Teesta Barman
Last Updated:
Shah Rukh Khan wife Gauri Khan: অভিযোগকারীর বয়ান অনুযায়ী, গৌরী যে সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর, সেই সংস্থা তাঁর কাছ থেকে ৮৬ লক্ষ টাকা নেওয়ার পরেও ফ্ল্যট দিতে পারেনি।
মুম্বই: আইনি বিপাকে শাহরুখ খানের স্ত্রী। এফআইআর দায়ের হল প্রযোজক-ইন্টিরিয়র ডিজাইনার গৌরী খানের বিরুদ্ধে। ভারতীয় দণ্ডবিধির ৪০৯ (অপরাধমূলক বিশ্বাসভঙ্গ) ধারার আওতায় মামলা দায়ের করা হয়েছে। মুম্বইয়বাসী জসওয়ান্ত শাহ এই মামলা রুজু করেছেন গৌরীর বিরুদ্ধে।
অভিযোগকারীর বয়ান অনুযায়ী, গৌরী যে সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর, সেই সংস্থা তাঁর কাছ থেকে ৮৬ লক্ষ টাকা নেওয়ার পরেও ফ্ল্যট দিতে পারেনি। লখনউয়ের সুশান্ত গলফ সিটি এলাকার তুলসিয়ানি গলফ ভিউয়ে অবস্থিত এই ফ্ল্যাট। জসওয়ান্তের অভিযোগ, যে ফ্ল্যাটটি তিনি চেয়েছিলেন, সেই ফ্ল্যাট অন্য কাউকে দিয়ে দেওয়া হয়েছে।
advertisement
advertisement
কেবল গৌরী নয়, তুলসিয়ানি কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের চিফ ম্যানেজিং ডিরেক্টর অনিল কুমার তুলসিয়ানি এবং ডিরেক্টর মহেশ তুলসিয়ানির বিরুদ্ধেও এফআইআর দায়ের করেছেন জসওয়ান্ত।
অভিযোগকারীর দাবি, তিনি গৌরীর বিজ্ঞাপন দেখে প্রলোভিত হয়ে ওই ফ্ল্যাট বুক করেছেন। তার পর টাকা দেওয়ার পরেও ফ্ল্যাট পাননি। আর তাই এই এফআইআর-এ শাহরুখ-পত্নীর নাম উল্লেখ করা হয়েছে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 02, 2023 9:51 AM IST