TRENDING:

প্রকাশ্য়ে আসছে ঘনিষ্ঠতা? শোলাঙ্কির অন্য রূপে মুগ্ধ সোহম কী বলে বসলেন!

Last Updated:

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছিলেন গাঁটছড়ার খড়ি। ভারী কাজের লেহঙ্গা, কোমর ছোঁয়া বিনুনি, কানে ঝুমকো- চেনা ছকের খানিক বাইরে অভিনেত্রী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শোলাঙ্কি রায় এবং সোহম মজুমদার। দু'জনের প্রেমের গুঞ্জনে উত্তাল টলিউড। নিজেদের এই রসায়ন নিয়ে যদিও মুখে কুলুপ এঁটেছেন তাঁরা। কিন্তু গোপন কথাটি আর গোপন থাকছে কই! এ বার দুই তারকার মিষ্টি খুনসুটি গড়িয়েছে নেটমাধ্যমেও।
শোলাঙ্কি রায় এবং সোহম মজুমদার।
শোলাঙ্কি রায় এবং সোহম মজুমদার।
advertisement

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছিলেন গাঁটছড়ার খড়ি। ভারী কাজের লেহঙ্গা, কোমর ছোঁয়া বিনুনি, কানে ঝুমকো- চেনা ছকের খানিক বাইরে অভিনেত্রী। কয়েক মুহূর্তের ভিডিয়োয় তাক লাগিয়েছেন অনুরাগীদের। শোলাঙ্কিতে মুগ্ধ সোহমও। মনের কথা প্রকাশ্যেই জানিয়েছেন 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি'র অভিনেতা। লিখেছেন, "চুল বড় করার অনুপ্রেরণা পাচ্ছি তোমার থেকে।"

বিশেষ বন্ধুর মন্তব্যের উত্তর দিয়েছেন শোলাঙ্কি। রসিকতার সুরে লিখেছেন, "আমিও অনুপ্রেরণা পেয়েছি... চুল ছোট করে কেটে ফেলার!" এর পরেই সোহমের খোঁচা, "ধ্বংসাত্মক"। চুপ থাকেননি 'খড়ি'ও। তাঁর উত্তর, "আমার চুল, আমার ইচ্ছা!"

advertisement

আরও পড়ুন: পুজোর আগেই নম্বর বাড়ল জগদ্ধাত্রীর, মিঠাইয়ের মৃত্যুর গুঞ্জনেও লাভ হল না, সেরা কে

আরও পড়ুন: আরও নম্বর কমল 'মিঠাই'য়ের, কে হল বাংলা সেরা, 'গাঁটছড়া', 'ধুলোকণা' নাকি 'গৌরী এল'

দু'জনের খুনশুটি অনুরাগীদের নজর এড়ায়নি। আরও একবার চর্চার রসদ জোগাচ্ছে সোহম-শোলাঙ্কির রসায়ন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

কয়েক মাস আগেই দু'জনের সম্পর্কের গুঞ্জন ছড়ায়। এ বিষয়ে যদিও কোনও মন্তব্য করেননি সোহম বা শোলাঙ্কি। তবে অভিনেত্রীর জন্মদিনে তাঁর সঙ্গে একটি ছবি দিয়েছিলেন সোহম। পর্দাতেও খুব শীঘ্রই একসঙ্গে জুটি বাঁধবেন তাঁরা।

বাংলা খবর/ খবর/বিনোদন/
প্রকাশ্য়ে আসছে ঘনিষ্ঠতা? শোলাঙ্কির অন্য রূপে মুগ্ধ সোহম কী বলে বসলেন!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল