অনিন্দ্য লেখেন, 'নিজেকে খুব খারাপ লাগছে... তাই বিদায় নিচ্ছি... যাঁরা আমাকে ভালবেসেছেন, আদর দিয়েছেন, সেই ছোট্টবেলা থেকে পছন্দ করেছেন... তাঁদের প্রত্যেককে প্রণাম... আমি খুব খারাপ মানুষ... তাই চলে যাওয়াই ভাল... আমি আপনাদের যোগ্য নই, আমার এই স্বেচ্ছামৃত্যুর জন্য কেউ দায়ী নয়। ঘুম পাচ্ছে।'
advertisement
চাঞ্চল্য তৈরি হয় 'শহর' ব্যান্ডের গায়কের এই পোস্ট দেখে। চারদিকে খবর রটে যায়। আচমকা স্বেচ্ছামৃত্যুর কথা উল্লেখ করলেন কেন অনিন্দ্য! কিন্তু তিনি যে সুস্থ আছেন, সে তথ্য দিতে এগিয়ে এলেন কলকাতার আরও এক সঙ্গীতশিল্পী। ক্যাকটাসের সিধু। বন্ধুর এই পোস্ট দেখে ছুটে গিয়েছিলেন সিধু। তার পর বন্ধুর যত্ন নেওয়ার পর নিজেই অনিন্দ্যর সেই পোস্টের তলায় মন্তব্য করে জানালেন, 'কেউ চিন্তা করবেন না। আমি ওর বাড়ি পৌঁছে গিয়েছি। প্রয়োজন মতো যত্ন নেওয়ার চেষ্টা করছি। আমার বাড়ি নিয়ে যাচ্ছি ওকে।'
আরও পড়ুন: বল্লভপুর থেকে প্রজাপতি, দোস্তজী থেকে চিনার পাতা, বাংলা ফিল্মফেয়ারে জয়ীদের তালিকা
সিধুর এই পদক্ষেপে স্বস্তির নিশ্বাস ফেলেন ভক্তরা। কেন এমন ভয়ানক পোস্ট করলেন অনিন্দ্য, সেই প্রশ্নের উত্তর মেলেনি। তবে বিষয়টি চারদিকে ছড়িয়ে পড়তেই পোস্টটি নিজের ফেসবুক ওয়াল মুছে দেন 'শহর'-এর গায়ক।