Joy Filmfare Awards Bangla 2022 Winners List: বল্লভপুর থেকে প্রজাপতি, দোস্তজী থেকে চিনার পাতা, বাংলা ফিল্মফেয়ারে জয়ীদের তালিকা
- Published by:Teesta Barman
Last Updated:
Joy Filmfare Awards Bangla 2022 Winners List: ২০২২ সালে মুক্তি পাওয়া ছবিগুলির মধ্যে থেকে বেছে নেওয়া হল সেরাদের। রইল জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২২-এর তালিকা।
জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে হইচই পড়ে গেল বাংলায়। নতুন থেকে পুরনো, বাংলা ইন্ডাস্ট্রিতে সমস্ত শিল্পীর অবদানকে স্বীকৃতি দেওয়া হল রাজ্যে। কেবল পুরস্কারের মঞ্চ নয়, রেড কার্পেট মাতিয়ে দিলেন বাংলার তারকারা। গোটা দেশের কাছে বাংলার ফ্যাশনের নয়া চেহারা ফুটে উঠল। দেখে নেওয়া যাক, বাংলা ফিল্মফেয়ারের পঞ্চম বর্ষে কে কোন পুরস্কার নিয়ে বাড়ি ফিরলেন?
২০২২ সালে মুক্তি পাওয়া ছবিগুলির মধ্যে থেকে বেছে নেওয়া হল সেরাদের। রইল জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২২-এর তালিকা।
পপুলার ক্যাটেগরি
advertisement
সেরা ছবি- বল্লভপুরের রূপকথা, দোস্তজী
সেরা নির্দেশক- প্রসূন চট্টোপাধ্যায় (দোস্তজী)
সেরা মুখ্য অভিনেতা- মিঠুন চক্রবর্তী (প্রজাপতি)
সেরা মুখ্য অভিনেত্রী- স্বস্তিকা মুখোপাধ্যায় (শ্রীমতি)
সেরা পার্শ্বচরিত্র (অভিনেতা)- শ্যামল চক্রবর্তী (বল্লভপুরের রূপকথা)
advertisement
সেরা পার্শ্বচরিত্র (অভিনেত্রী)- মমতা শঙ্কর (প্রজাপতি)
সেরা গানের কথা (লিরিক্স)- অনির্বাণ ভট্টাচার্য (নতুন প্রেমের গান, বল্লভপুরের রূপকথা)
সেরা নেপথ্য গায়ক (প্লেব্যাক)- অরিজিৎ সিং (আজকে রাতে, বিসমিল্লাহ)
সেরা নেপথ্য গায়িকা (প্লেব্যাক)- কৌশিকী চক্রবর্তী (কেন রং দিলে মোহে, বিসমিল্লাহ)
advertisement
টেকনিক্যাল ক্যাটেগরি
সেরা মৌলিক গল্প- কুমার চৌধুরী (প্রিয় চিনার পাতা: ইতি সেগুন)
সেরা চিত্রনাট্য- প্রসূন চট্টোপাধ্যায় (দোস্তজী)
সেরা সংলাপ- প্রতীক দত্ত এবং অনির্বাণ ভট্টাচার্য (বল্লভপুরের রূপকথা)
সেরা সাউন্ড ডিজাইন- তীর্থঙ্কর মজুমদার (অপরাজিত)
সেরা প্রোডাকশন ডিজাইন- সুব্রত বারিক (বল্লভপুরের রূপকথা)
সেরা সম্পাদনা (এডিটিং)- অর্ঘ্যকমল মিত্র (অপরাজিত)
সেরা আবহ (ব্যাকগ্রাউন্ড স্কোর)- বিক্রম ঘোষ (মহানন্দা)
advertisement
সেরা সিনেমাটোগ্রাফি- ঈশান ঘোষ (ঝিল্লি), তুহিন বিশ্বাস (দোস্তজী)
সেরা কস্টিউম (পোশাক)- সুচিস্মিতা দাশগুপ্ত (অপরাজিত)
ক্রিটিক্স
সেরা ছবি- আ হোলি কনস্পিরেসি (শৈবাল মিত্র), অভিযান- পরমব্রত চট্টোপাধ্যায়
advertisement
সেরা মুখ্য অভিনেতা- যিশু সেনগুপ্ত (অভিযান)
সেরা মুখ্য অভিনেত্রী- গার্গী রায়চৌধুরী (মহানন্দা), শুভশ্রী গঙ্গোপাধ্যায় (বৌদি ক্যান্টিন)
ডেবিউট্যান্টস (নবাগত-নবাগতা)
সেরা অভিনেত্রী- পিয়ালি সামন্ত (প্রিয় চিনার পাতা: ইতি সেগুন), শ্রুতি দাস (এক্স ইক্যুয়ালস টু প্রেম)
সেরা অভিনেতা- অনিন্দ্য সেনগুপ্ত (এক্স ইক্যুয়ালস টু প্রেম)
সেরা পরিচালক- ঈশান ঘোষ (ঝিল্লি), কুমার চৌধুরী (প্রিয় চিনার পাতা: ইতি সেগুন)
advertisement
লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড
অপর্ণা সেন
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 11, 2023 11:01 AM IST