TRENDING:

'লক্ষ্মীছেলে'-তে লক্ষ্মীলাভ! ছবির ব্যবসা নিয়ে মুখ খুললেন হলমালিকরা এবং শিবপ্রসাদ

Last Updated:

ছবির প্রযোজক শিবপ্রসাদ ছবির প্রতিক্রিয়ায় আপ্লুত। তাঁর কথায়, ''এই ছবির সাফল্য আসলে নবীনদের জয়ের কথা বলে। সোশ্যাল মিডিয়া খুললে কেবলই ভাল ভাল পোস্ট পাচ্ছি যেখানে সকলে প্রশংসা করছেন এই ছবির।''

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: উইন্ডোজ প্রোডাকশনসের ছবি মানেই মানুষের ঘরে ঘরে পৌঁছে যাওয়া এবং অভিনব প্রচারের হিড়িক। এ বারও কাজে লাগল সেই রাস্তা। খরার মাঝে বন্যা নিয়ে এলেন নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়। এ বার তাঁদের সঙ্গ দিয়েছেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। 'লক্ষ্মীছেলে'-র লক্ষ্মীলাভে উৎফুল্ল প্রযোজক সংস্থা থেকে শুরু করে প্রেক্ষাগৃহের মালিকরা।
advertisement

গত ২৬ অগাস্ট মুক্তি পেয়েছে এই ছবি। অভিনয়ে উজান গঙ্গোপাধ্যায়, পূরব শীল আচার্য, ঋত্বিকা পাল, অম্বরীশ ভট্টাচার্য, চূর্ণী গঙ্গোপাধ্যায়, বাবুল সুপ্রিয় প্রমুখ। তার আগে শহরের বিভিন্ন জায়গায়, কখনও রবীন্দ্রসদনের সামনে, টালিগঞ্জ মেট্রো বা দমদম মেট্রোয়, কখনও আবার পদাতিক হলে পথনাটিকার মাধ্যমে ছবির প্রচার চলেছে। দর্শকের একেবারে কাছাকাছি পৌঁছনো শুরু হয়েছে সে-ই থেকেই। তারই ফল পেলেন ছবির নির্মাতারা।

advertisement

পিভিআর সিনেমার তরফ থেকে উজ্জ্বল বিশ্বাস জানালেন, 'লক্ষ্মীছেলে' প্রথম দিনেই ভাল ব্যবসা করেছে। তাঁর কথায়, ''তিন দিন ধরে টানা সেই গ্রাফটা ধরে রেখেছে। দর্শকদের কাছ থেকে ভাল প্রতিক্রিয়াও পাচ্ছি। মানুষের মুখে মুখেই ছবির প্রচার সব থেকে বেশি হয়। আশা করি, আগামী সপ্তাহান্তেও ভাল ব্যবসা করবে এই ছবি।''

advertisement

নবীনা সিনেমা হলের মালিক নবীন চৌখানি বললেন, ''ভাল চলছে এই ছবি। দর্শকদের থেকে কেবল ভাল প্রতিক্রিয়াই পাচ্ছি। ছবি দেখে বেরিয়ে খুবই উত্তেজিত প্রত্যেকে।''

আরও পড়ুন: লক্ষ্মী ছেলের আগমনী উৎসব! উজানের গলায় 'কালো জলে', পথনাটিকায় মাতল রবীন্দ্রসদন

ছবির প্রযোজক শিবপ্রসাদ ছবির প্রতিক্রিয়ায় আপ্লুত। তাঁর কথায়, ''এই ছবির সাফল্য আসলে নবীনদের জয়ের কথা বলে। সোশ্যাল মিডিয়া খুললে কেবলই ভাল ভাল পোস্ট পাচ্ছি যেখানে সকলে প্রশংসা করছেন এই ছবির। অঢেল ভালবাসা পাচ্ছে এই ছবি এবং ছবির কলাকুশলীরা।''

advertisement

আরও পড়ুন: আমি ভীতু মধ্যবিত্ত পরিচালক, ছবি বানিয়ে জেলে গিয়ে দিন কাটাতে পারব না: কৌশিক

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রামবাসীদের মশাল হাতে প্রতিরোধ, 'লেজ গুটিয়ে' পালিয়েছিল ডাকাতদল! এখন চলছে সেই নিয়ম
আরও দেখুন

তবে কি 'বেলাশুরু'র মতো 'লক্ষ্মীছেলে'ও বাংলা ছবির ব্যবসায় অনুঘটকের কাজ করবে? অন্ধবিশ্বাস, কুসংস্কারের উপরে কড়া রোদের আলো ফেলে অন্ধকার সরিয়ে দিতে সক্ষম হলেন তাঁরা? এখন কেবল সময়ের অপেক্ষা।

বাংলা খবর/ খবর/বিনোদন/
'লক্ষ্মীছেলে'-তে লক্ষ্মীলাভ! ছবির ব্যবসা নিয়ে মুখ খুললেন হলমালিকরা এবং শিবপ্রসাদ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল