আমি ভীতু মধ্যবিত্ত পরিচালক, ছবি বানিয়ে জেলে গিয়ে দিন কাটাতে পারব না: কৌশিক

Last Updated:

পরিচালক-অভিনেতা জানালেন, এই ছবি নিছক রাজনৈতিক গোত্রের নয়। এখানে মানুষ মানুষের শত্রু নয়। 'লক্ষ্মীছেলে'-তে মূলত অন্ধবিশ্বাস, কুসংস্কারের সঙ্গে মানুষের লড়াই দেখানো হয়েছে। জাত-পাত, ধর্ম, বর্ণের ছাপিয়ে অনেক মানবিক গল্প বলে এই ছবি।

#কলকাতা: আগামী ২৬ অগাস্ট। দূর হবে অন্ধবিশ্বাস, দূর হবে কুসংস্কার। জল দিয়ে আগুন জ্বালানো বা মিষ্টিবাবার জাদু, অথবা মৃতের ধূমপানের মতো 'রহস্য' থেকে পর্দা সরবে। মানুষের মন ভরবে আলোয়। আর সেই দুর্গম পাহাড় পেরোতে আসছে এক দল তরুণ চিকিৎসক। আর তাদের পর্দায় নিয়ে আসছেন টলিউডের উচ্চপ্রশংসিত পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়।
অভিনব পদ্ধতিতে তাঁর আগামী ছবি 'লক্ষ্মীছেলে'র প্রচার করল উইন্ডোজ প্রোডাকশনস। পথনাটিকার মাধ্যমে মানুষকে ছবি দেখার জন্য উদ্বুদ্ধ করলেন ছবির নায়ক-নায়িকারা। উজান গঙ্গোপাধ্যায়, পূরব শীল আচার্য, ঋত্বিকা পাল এবং কৌশিক অধিকারী। নাটকের শেষে অবশ্য অতিথি তারকা হিসেবে পরিচালকও প্রবেশ করেছেন।
ছবির প্রচার এবং পথনাটিকার এই উপলক্ষে নিউজ18 বাংলার মুখোমুখি হলেন কৌশিক। ছবির বিষয়ে কথা বলতে গিয়ে পরিচালক-অভিনেতা জানালেন, এই ছবিটির ট্রেলার দেখে প্রচণ্ড রাজনৈতিক ছবি মনে হলেও এই ছবি নিছক রাজনৈতিক গোত্রের নয়। এখানে মানুষ মানুষের শত্রু নয়। 'লক্ষ্মীছেলে'-তে মূলত অন্ধবিশ্বাস, কুসংস্কারের সঙ্গে মানুষের লড়াই দেখানো হয়েছে। জাত-পাত, ধর্ম, বর্ণের ছাপিয়ে অনেক মানবিক গল্প বলে এই ছবি।
advertisement
advertisement
সেই প্রসঙ্গে কথা বলতে গিয়েই কৌশিক বললেন, ''আমি রাজনৈতিক বানাই না। মাথায় কি আসে না? সেটা তো অসম্ভব। প্রত্যেকটি মানুষই রাজনৈতিক। প্রেমও রাজনৈতিক। এক প্রেমিক চাকরি পাচ্ছে না, সেটাও আমার কাছে রাজনৈতিক। কিন্তু কতটা তার ভিতরে ঢুকে সেই গল্পটা বলব, সেটাই হচ্ছে দেখার বিষয়। কিন্তু আমাদের দেশ রাজনৈতিক ছবি বানানোর দেশ নয়। কেউ বানাতেই পারেন, কিন্তু বানিয়ে সেটা বাড়িতে বসেই দেখতে হবে। এখানে 'হার্বার্ট'-এর মতো ছবি বন্ধ করে দেওয়া হয়েছে।''
advertisement
কৌশিকের উপমা, ''মুরগিও এক সময়ে পাখি ছিল। আকাশে উড়ে বেড়াত। তার পর মানুষ তাদের খাঁচায় বেঁধে পুষতে শুরু করল। বহু বছর পর মুরগি এখন তিন আড়াই ফুটের বেশি উড়তে পারে না। পরিচালকদেরও তাই। উড়তে পারবে না। আমাদের দেশ বলে নয়, ছবি বানানোর জন্য ইরানীয় পরিচালক জাফর পানাহিকে যেমন বারবার গ্রেফতার করেছে সে দেশের সরকার।''
advertisement
কৌশিকের রাজনীতি খুবই সূক্ষ্ম। তিনি সম্পূর্ণ রাজনৈতিক ছবি বানাতে চান না। নিজেকে 'ভীতু, মধ্যবিত্ত'-এর তকমা দিলেন পরিচালক। তাঁর সৎ এবং সটান উত্তর, ''গন্ডগোল করলে জেলে যেতে হবে। সাংস্কৃতিক বিপ্লব করে জেলে গিয়ে বেঘোরে মারা যাব। আমি পারব না।''
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
আমি ভীতু মধ্যবিত্ত পরিচালক, ছবি বানিয়ে জেলে গিয়ে দিন কাটাতে পারব না: কৌশিক
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement