আমি ভীতু মধ্যবিত্ত পরিচালক, ছবি বানিয়ে জেলে গিয়ে দিন কাটাতে পারব না: কৌশিক

Last Updated:

পরিচালক-অভিনেতা জানালেন, এই ছবি নিছক রাজনৈতিক গোত্রের নয়। এখানে মানুষ মানুষের শত্রু নয়। 'লক্ষ্মীছেলে'-তে মূলত অন্ধবিশ্বাস, কুসংস্কারের সঙ্গে মানুষের লড়াই দেখানো হয়েছে। জাত-পাত, ধর্ম, বর্ণের ছাপিয়ে অনেক মানবিক গল্প বলে এই ছবি।

#কলকাতা: আগামী ২৬ অগাস্ট। দূর হবে অন্ধবিশ্বাস, দূর হবে কুসংস্কার। জল দিয়ে আগুন জ্বালানো বা মিষ্টিবাবার জাদু, অথবা মৃতের ধূমপানের মতো 'রহস্য' থেকে পর্দা সরবে। মানুষের মন ভরবে আলোয়। আর সেই দুর্গম পাহাড় পেরোতে আসছে এক দল তরুণ চিকিৎসক। আর তাদের পর্দায় নিয়ে আসছেন টলিউডের উচ্চপ্রশংসিত পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়।
অভিনব পদ্ধতিতে তাঁর আগামী ছবি 'লক্ষ্মীছেলে'র প্রচার করল উইন্ডোজ প্রোডাকশনস। পথনাটিকার মাধ্যমে মানুষকে ছবি দেখার জন্য উদ্বুদ্ধ করলেন ছবির নায়ক-নায়িকারা। উজান গঙ্গোপাধ্যায়, পূরব শীল আচার্য, ঋত্বিকা পাল এবং কৌশিক অধিকারী। নাটকের শেষে অবশ্য অতিথি তারকা হিসেবে পরিচালকও প্রবেশ করেছেন।
ছবির প্রচার এবং পথনাটিকার এই উপলক্ষে নিউজ18 বাংলার মুখোমুখি হলেন কৌশিক। ছবির বিষয়ে কথা বলতে গিয়ে পরিচালক-অভিনেতা জানালেন, এই ছবিটির ট্রেলার দেখে প্রচণ্ড রাজনৈতিক ছবি মনে হলেও এই ছবি নিছক রাজনৈতিক গোত্রের নয়। এখানে মানুষ মানুষের শত্রু নয়। 'লক্ষ্মীছেলে'-তে মূলত অন্ধবিশ্বাস, কুসংস্কারের সঙ্গে মানুষের লড়াই দেখানো হয়েছে। জাত-পাত, ধর্ম, বর্ণের ছাপিয়ে অনেক মানবিক গল্প বলে এই ছবি।
advertisement
advertisement
সেই প্রসঙ্গে কথা বলতে গিয়েই কৌশিক বললেন, ''আমি রাজনৈতিক বানাই না। মাথায় কি আসে না? সেটা তো অসম্ভব। প্রত্যেকটি মানুষই রাজনৈতিক। প্রেমও রাজনৈতিক। এক প্রেমিক চাকরি পাচ্ছে না, সেটাও আমার কাছে রাজনৈতিক। কিন্তু কতটা তার ভিতরে ঢুকে সেই গল্পটা বলব, সেটাই হচ্ছে দেখার বিষয়। কিন্তু আমাদের দেশ রাজনৈতিক ছবি বানানোর দেশ নয়। কেউ বানাতেই পারেন, কিন্তু বানিয়ে সেটা বাড়িতে বসেই দেখতে হবে। এখানে 'হার্বার্ট'-এর মতো ছবি বন্ধ করে দেওয়া হয়েছে।''
advertisement
কৌশিকের উপমা, ''মুরগিও এক সময়ে পাখি ছিল। আকাশে উড়ে বেড়াত। তার পর মানুষ তাদের খাঁচায় বেঁধে পুষতে শুরু করল। বহু বছর পর মুরগি এখন তিন আড়াই ফুটের বেশি উড়তে পারে না। পরিচালকদেরও তাই। উড়তে পারবে না। আমাদের দেশ বলে নয়, ছবি বানানোর জন্য ইরানীয় পরিচালক জাফর পানাহিকে যেমন বারবার গ্রেফতার করেছে সে দেশের সরকার।''
advertisement
কৌশিকের রাজনীতি খুবই সূক্ষ্ম। তিনি সম্পূর্ণ রাজনৈতিক ছবি বানাতে চান না। নিজেকে 'ভীতু, মধ্যবিত্ত'-এর তকমা দিলেন পরিচালক। তাঁর সৎ এবং সটান উত্তর, ''গন্ডগোল করলে জেলে যেতে হবে। সাংস্কৃতিক বিপ্লব করে জেলে গিয়ে বেঘোরে মারা যাব। আমি পারব না।''
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
আমি ভীতু মধ্যবিত্ত পরিচালক, ছবি বানিয়ে জেলে গিয়ে দিন কাটাতে পারব না: কৌশিক
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement