লক্ষ্মী ছেলের আগমনী উৎসব! উজানের গলায় 'কালো জলে', পথনাটিকায় মাতল রবীন্দ্রসদন
- Published by:Aryama Das
- news18 bangla
Last Updated:
Ujaan Ganguly: উজানের গলায় গান, 'কালো জলে কুচলা তলে', আর তাতে ক্যাপশন লেখা রয়েছে, 'শহর জুড়ে লক্ষ্মী ছেলের আগমনী উৎসব! আসছে ২৬শে অগাস্ট...'
#কলকাতা: কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় মুক্তি পেতে চলেছে লক্ষ্মী ছেলে৷ ছবিতে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছে উজান গঙ্গোপাধ্যায়৷ অন্ধবিশ্বাস-কুসংস্কারের বিরুদ্ধে গর্জে উঠবে এই ছবি৷ আপাতত ছবির প্রচারে ব্যস্ত ছবির নায়ক উজান৷ তাঁর এটি দ্বিতীয় ছবি৷ এবং দ্বিতীয় ছবিতে বাবার সঙ্গে কাজ করতে পারার অভিজ্ঞতা খুবই ভাল, জানিয়েছেন কৌশিক পুত্র৷ তবে এর আগেও বাবার ছবিতে কাজ করেছেন তিনি৷ এবং তাঁর কারণেই থেমে গিয়েছিল কৌশিক গঙ্গোপাধ্যায়ের শ্যুটিং, বলছেন অভিনেতা৷
advertisement
advertisement
২৫ অগাস্ট মুক্তি পাবে 'লক্ষ্মী ছেলে'। জোড় কদমে চলছে প্রচার। সেই প্রচারে সম্প্রতি রবীন্দ্রসদনের সামনে পথনাটিকা করলেন লক্ষী ছেলের টিম। একরাশ কর্মব্যস্ত মানুষের ভিড়ে হঠাৎ দেখা গেল সাদা টি শার্ট পড়া একদল ছেলে মেয়েদের। কানে ভেসে আসতে লাগলো হালকা বাদ্যযন্ত্রের আওয়াজ। ক্রমশ জোরালো হতে লাগল আওয়াজ, মানুষের উৎসাহ বাড়তে লাগল, শুরু হল ভিন্ন স্বাদের এক পথনাটিকা(Street Play)। চোখের সামনে দেখা মিলল একরাশ তারকা মুখ, সাথে ‘লক্ষ্মী ছেলের’।
advertisement
আরও পড়ুন: 'পুষ্পা'-এর দ্বিতীয় সিক্যুয়েলে আল্লু অর্জুন-রশ্মিকা মান্দানারা অভিনয় করবেন পশ্চিমবাংলার মাটিতে
ছৌ-নাচ, গানে-সংলাপে তারুণ্যের গল্প শোনাল ‘লক্ষ্মী ছেলের’ দল। উইন্ডোজ প্রোডাকশন হাউসের আসন্ন ছবি ‘লক্ষ্মী ছেলে’-র প্রচারে দেখা গেল অভিনব এক আয়োজন।
সম্প্রতি উজান গাঙ্গুলির ইনস্টাগ্রাম পোস্ট দেখে তালে তালে নেচে উঠলেন দর্শক। এক ঝাঁক নবীন ছেলেমেয়ের নাচ। উজানের গলায় গান, 'কালো জলে কুচলা তলে', আর তাতে ক্যাপশন লেখা রয়েছে, 'শহর জুড়ে লক্ষ্মী ছেলের আগমনী উৎসব! আসছে ২৬শে অগাস্ট...'।
advertisement
আরও পড়ুন: বলিপাড়ায় ফের বিয়ের গুঞ্জন! এবছরেই গাঁটছড়া বাঁধতে চলেছেন সিদ্ধার্থ-কিয়ারা? কী ইঙ্গিত দিলেন শাহিদ?
আপাতত লক্ষ্মী ছেলে মুক্তির অপেক্ষায় সকলে৷ কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবির গল্প মন ছুঁয়ে যায়৷ তিনি গল্প বলতে ভালবাসেন এবং তাঁর ছবিতেও উঠে আসে সাধারণ মানুষের কথা৷ ছবির প্রচারেও রয়েছে অভিনবত্ব৷ পথ নাটিকার মাধ্যমে তুলে ধরা হচ্ছে অন্ধবিশ্বাস এবং কুসংস্কারের বিরুদ্ধে প্রতিবাদ, যার কথা বলে লক্ষ্মী ছেলে ছবিটিও৷ এভাবে প্রচারের সময় সাধারণ মানুষের আরও কাছাকাছি পৌঁছে যেতে পেরেও আপ্লুত উজান৷ এভাবে তিনিও সাধারণের মধ্যে এবং সাধারণভাবেই জীবনে এগিয়ে যেতে চান, ফেসবুক লাইভে সেই ইঙ্গিত দিয়েছেন তিনি৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 23, 2022 2:59 PM IST