'কাল হো না হো', 'বাটলা হাউজ'-এর মতো সফল ছবি তৈরি করেছেন নিখিল। এ বার নারীকেন্দ্রিক ছবি করবেন তিনি। শোনা গিয়েছে, মুখ্য ভূমিকায় দেখা যাবে বাণী কাপুরকে। সেই ছবিতেই একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শেহনাজকে।
আরও পড়ুন: ৪০০ কোটির ব্যবসা পাঠান-এর! সাফল্যের আনন্দ ধরে রাখতে না পেরে কী করে বসলেন দীপিকা
advertisement
আরও পড়ুন: পাঠান সফল হতেই শাহরুখের ছোট্ট ট্যুইট! তোলপাড় গোটা দেশ, কী এমন লিখলেন কিং খান?
সূত্রের খবর, গত বছরেই এই ছবির শ্যুট শুরু হওয়ার কথা ছিল। কিন্তু অনুকূল আবওহাওয়া না পাওয়ায় সেই পরিকল্পনা ভেস্তে যায়। চলতি বছরে মার্চে ভোপালে শ্যুট শুরু হওয়ার কথা।এই প্রথম চেনা ছক ভাঙছেন শেহনাজ। নতুন ছবির চরিত্রের জন্য দিনরাত পরিশ্রম করছেন তিনি। সম্প্রতি গুরু রন্ধাওয়ার একটি মিউজিক ভিডিওতে দেখা গিয়েছিল তাঁকে।
২০২১ সালে সিদ্ধার্থ শুক্লের মৃত্যুর পর মানসিক ভাবে পুরোপুরি ভেঙে পড়েন শেহনাজ। বেশ কয়েক দিন ছিলেন চার দেওয়ালের ঘেরাটোপে। নেটমাধ্যমেও বিশেষ সক্রিয় ছিলেন না অভিনেত্রী। কিন্তু ধীরে ধীরে ছন্দে ফিরেছেন তিনি।