TRENDING:

Shehnaaz Gill: ঝড়ের বেগে ছুটছেন শেহনাজ! শোক অতীত, আরও এক ধাপ এগিয়ে গেলেন অভিনেত্রী

Last Updated:

Shehnaaz Gill: শোনা গিয়েছে, ছবিটিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে বাণী কাপুরকে। সেই ছবিতেই একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শেহনাজকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: ঝড়ের বেগে ছুটছেন শেহনাজ গিল। পেশাগত জীবনে একের পর এক সাফল্য তাঁর ঝুলিতে। খুব শীঘ্রই বলিউডে হাতেখড়ি হতে চলেছে অভিনেত্রী। সৌজন্যে সলমন খানের কিসি কা ভাই কিসি কি জান। এ বার আরও এক ধাপ এগিয়ে গেলেন তিনি। নিখিল আডবাণীর নতুন ছবিতে দেখা যাবে তাঁকে।
নতুন ছবিতে অভিনয় করবেন শেহনাজ
নতুন ছবিতে অভিনয় করবেন শেহনাজ
advertisement

'কাল হো না হো', 'বাটলা হাউজ'-এর মতো সফল ছবি তৈরি করেছেন নিখিল। এ বার নারীকেন্দ্রিক ছবি করবেন তিনি। শোনা গিয়েছে, মুখ্য ভূমিকায় দেখা যাবে বাণী কাপুরকে। সেই ছবিতেই একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শেহনাজকে।

আরও পড়ুন: ৪০০ কোটির ব্যবসা পাঠান-এর! সাফল্যের আনন্দ ধরে রাখতে না পেরে কী করে বসলেন দীপিকা

advertisement

আরও পড়ুন: পাঠান সফল হতেই শাহরুখের ছোট্ট ট্যুইট! তোলপাড় গোটা দেশ, কী এমন লিখলেন কিং খান?

সূত্রের খবর, গত বছরেই এই ছবির শ্যুট শুরু হওয়ার কথা ছিল। কিন্তু অনুকূল আবওহাওয়া না পাওয়ায় সেই পরিকল্পনা ভেস্তে যায়। চলতি বছরে মার্চে ভোপালে শ্যুট শুরু হওয়ার কথা।এই প্রথম চেনা ছক ভাঙছেন শেহনাজ। নতুন ছবির চরিত্রের জন্য দিনরাত পরিশ্রম করছেন তিনি। সম্প্রতি গুরু রন্ধাওয়ার একটি মিউজিক ভিডিওতে দেখা গিয়েছিল তাঁকে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

২০২১ সালে সিদ্ধার্থ শুক্লের মৃত্যুর পর মানসিক ভাবে পুরোপুরি ভেঙে পড়েন শেহনাজ। বেশ কয়েক দিন ছিলেন চার দেওয়ালের ঘেরাটোপে। নেটমাধ্যমেও বিশেষ সক্রিয় ছিলেন না অভিনেত্রী। কিন্তু ধীরে ধীরে ছন্দে ফিরেছেন তিনি।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Shehnaaz Gill: ঝড়ের বেগে ছুটছেন শেহনাজ! শোক অতীত, আরও এক ধাপ এগিয়ে গেলেন অভিনেত্রী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল