TRENDING:

Shehnaaz Gill | Bigg Boss 15 : 'বিগবস ১৫'-এ আসছেন শেহনাজ গিল? নতুন ওয়াইল্ড কার্ড এন্ট্রি ঘিরে জল্পনা

Last Updated:

Shehnaaz Gill | Bigg Boss 15 : Shehnaaz Gill | Bigg Boss 15 : এবার নাকি বিগবস ১৫-তে আসতে চলেছেন অভিনেত্রী শেহনাজ গিল। শেহনাজের জনপ্রিয়তার সূচনা হয়েছিল এই বিগবসের ঘরেই। বিগবস ১৩-এ অন্যতম প্রতিযোগী ছিলেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বহু চেষ্টা করেও নাকি এবারের বিগবসের টিআরপি উপরের দিকে উঠছে না। সম্প্রতি পাঁচ জন ওয়াইল্ড কার্ড প্রতিযোগী এসেছেন। কিন্তু তবুও নাকি ভিউয়ারশিপে ভাটা। আর এবার নাকি বিগবস ১৫-তে (Bigg Boss 15) আসতে চলেছেন অভিনেত্রী শেহনাজ গিল (Shehnaaz Gill)। শেহনাজের জনপ্রিয়তার সূচনা হয়েছিল এই বিগবসের ঘরেই। বিগবস ১৩-এ অন্যতম প্রতিযোগী ছিলেন।
শিল্পার শোতে শেহনাজ
শিল্পার শোতে শেহনাজ
advertisement

প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্লার সঙ্গে এই শো থেকেই তাঁর সম্পর্ক শুরু হয়েছিল। সিদ্ধার্থ ও শেহনাজের মধ্যে রসায়ন দর্শকদের খুবই পছন্দ হয়েছিল। দুজনকে একসঙ্গে সিদনাজ বলেও ডাকতেন দর্শকরা। আর তার পর থেকেই স্পটলাইটে রয়েছেন শেহনাজ (Shehnaaz Gill)। কিন্তু গত ২ সেপ্টেম্বর সিদ্ধার্থের মৃত্যুর পরে একেবারেই অন্য রূপে শেহনাজকে দেখছেন দর্শকরা। খুবই হাসিখুশি সারল্যে ভরা শেহনাজ ভেঙে পড়েছেন তাঁর প্রিয় মানুষের মৃত্যুর পরে। সিদ্ধার্থ ও শেহনাজের জুটির ভক্তরাও এই ঘটনায় গভীর ভাবে শোকাহত।

advertisement

আরও পড়ুন - মধ্য়রাতে ক্যাটরিনার বাড়ি থেকে বেরোলেন ভিকি! নেটিজেন বলছে, 'বিয়ের প্রস্তুতি কতদূর?'

তাই বিগবসের ঘরে ফের শেহনাজ (Shehnaaz Gill) এলে অনেকেরই মন ভার হবে। কারণ এবার আর তাঁর সঙ্গে সিদ্ধার্থ আসবেন না। বেশ কিছু আবেগপ্রবণ মুহূর্তও দেখা যাবে বলে মনে করা হচ্ছে। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যাচ্ছে, কথা বলতে বলতে হঠাৎই কান্নায় ভেঙে পড়েন শেহনাজ। সিদ্ধার্থের মৃত্যুর পরে রুপোলি দুনিয়া থেকে সরিয়ে নিয়েছিলেন নিজেকে।

advertisement

ফের নিজের ছবি হসলা রাখ-এর প্রচারের সময়ে ক্যামেরার সামনে আসেন তিনি। সংবাদমাধ্যমের সঙ্গে ঠান্ডা মাথাতেই কথা বলেছিলেন তিনি। কিন্তু হঠাৎই কেঁদে ফেলেন অভিনেত্রী। সেই ভিডিও ক্লিপ এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভিডিওয়ে দেখা যাচ্ছে, কথা বলতে বলতেই ভেঙে পড়েন শেহনাজ (Shehnaaz Gill)। তবে ঠিক কী কারণে তিনি হঠাৎ কেঁদে ফেলেন তার কারণ পরিষ্কার নয়। যদিও নেটিজেনরা মনে করছেন, সিদ্ধার্থের কথা ভেবেই কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি।

advertisement

আরও পড়ুন - হেলিকপ্টারে উড়ে রাজস্থানের রাজকীয় বিয়ের আসরে পৌঁছবেন ক্যাটরিনা-ভিকি

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

উল্লেখ্য, এবারের বিগবসের (Bigg Boss 15) প্রতিযোগীরা বর্তমানে দুটি ভাগে রয়েছেন- ভিআইপি ও নন-ভিআইপি। ভিআইপিদের মধ্যে রয়েছেন ওয়াইল্ড কার্ড প্রতিযোগী রশমি দেসাই, দেবলীনা ভট্টাচার্য, রাখি সাওয়ান্ত ও তাঁর বর ঋতেশ, এবং অভিজিৎ বিচুকলে। ভিআইপিদের মধ্যে রয়েছেন শমিতা শেট্টি, করণ কুন্দ্রা, তেজস্বী প্রকাশ, প্রতীক সেহজপাল, নিশান্ত ভাট, উমর রিয়াজ ও রাজীব।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Shehnaaz Gill | Bigg Boss 15 : 'বিগবস ১৫'-এ আসছেন শেহনাজ গিল? নতুন ওয়াইল্ড কার্ড এন্ট্রি ঘিরে জল্পনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল