Katrina Kaif Vicky Kaushal wedding: হেলিকপ্টারে উড়ে রাজস্থানের রাজকীয় বিয়ের আসরে পৌঁছবেন ক্যাটরিনা-ভিকি

Last Updated:

Katrina Kaif Vicky Kaushal wedding: রাজস্থানের রাজকীয় রিসর্টে ৯ ডিসেম্বর বিয়ে করছেন ক্যাটরিনা-ভিকি। পাপারাজ্জিদের হাত থেকে বাঁচার জন্যও একটি বিশেষ ব্যবস্থা করেছেন তারকা জুটি।

পাহাড়, সমুদ্র নাকি জঙ্গল? ক্যাটরিনা-ভিকি হানিমুনে কোথায় যাবেন
পাহাড়, সমুদ্র নাকি জঙ্গল? ক্যাটরিনা-ভিকি হানিমুনে কোথায় যাবেন
#মুম্বই: ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের বিয়ে (Katrina Kaif Vicky Kaushal wedding) নিয়ে বি-টাউনে এখন জল্পনা তুঙ্গে। রাজস্থানের রাজকীয় রিসর্টে ৯ ডিসেম্বর। মেহেন্দি ও সঙ্গীত সহ অন্যান্য অনুষ্ঠান শুরু হচ্ছে ৭ ডিসেম্বর থেকেই। তাই সেই দিন থেকেই অতিথিদের সমাগম শুরু হচ্ছে। তবে বিয়েতে থাকছে বেশ কিছু কড়া নিষেধাজ্ঞা। এমনকি অতিথিরাও একটি বারকোড স্ক্যান করে তবেই বিয়ের ভেন্যুতে প্রবেশ করতে পারবেন। পাপারাজ্জিদের হাত থেকে বাঁচার জন্যও একটি বিশেষ ব্যবস্থা করেছেন তারকা জুটি।
জানা যাচ্ছে, বিয়ের ভেন্যু পর্যন্ত নাকি হেলিকপ্টারে করে উড়ে যাবেন ক্যাটরিনা ও ভিকি (Katrina Kaif Vicky Kaushal wedding)। ৫ ডিসেম্বর জয়পুরের উদ্দেশে মুম্বই থেকে রওনা দেবেন তারকা জুটি। তখন বিমানবন্দরে তাঁদের দেখা পাওয়া যাবে। কিন্তু জয়পুর পৌঁছনোর পরে, সেখান থেকে একটি হেলিকপ্টার তাঁদের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারা রিসর্টে নিয়ে যাবে। পাপারাজ্জিদের হাতে ক্যামেরাবন্দি হওয়ার থেকে বাঁচতেই এই ব্যবস্থা করেছেন তাঁরা। জয়পুর বিমানবন্দর থেকে বিয়ের রিসর্টটি ২ ঘণ্টার রাস্তা। আর তাই মনে করা হচ্ছে, বিয়ের পরে বিবাহিত দম্পতি হিসেবেই সরাসরি দেখা যাবে ক্যাটরিনা ও ভিকিকে। তার আগে তাঁদের ক্যামেরাবন্দি হওয়ার তেমন কোনও সুযোগ নেই।
advertisement
advertisement
পিঙ্কভিলার প্রতিবেদন থেকে জানা গিয়েছে, সামাজিক বিয়ের আগে আইনি পদ্ধতিতে আবদ্ধ হবেন 'ভিকট্রিনা' (Katrina Kaif Vicky Kaushal wedding)। জানা যাচ্ছে, বিয়েতে আগত অতিথিদের সই করতে হবে NDA-তে। সই করার পরে সেই ফর্ম পাঠালে দেওয়া হবে একটি নির্দিষ্ট বারকোড। সেটি স্ক্যান করলেই বিয়েতে আমন্ত্রিতদের জন্য কয়েকটি শর্ত। যেমন বিয়ের অনুষ্ঠানে কারা এসেছেন তা বাইরে প্রকাশ করা যাবে না। কোনও ছবি তোলা যাবে না। ওয়েডিং ভেন্যুতে কোনও রিল বা ভিডিও বানানো যাবে না। সোশ্যাল মিডিয়ায় কোনও ছবি শেয়ার করা যাবে না।
advertisement
প্রসঙ্গত, এখনও পর্যন্ত খোদ ক্যাটরিনা ও ভিকি কেউই বিয়ে নিয়ে মুখ খোলেননি। তবে জানা গিয়েছে, দীপাবলিতে পরিচালক কবীর খানের বাড়িতেই আংটি বদল করেছেন ক্যাটরিনা ও ভিকি। সেই রোকা সেরেমনিতে কেবল দুই পরিবারের ঘনিষ্ঠরা উপস্থিত ছিলেন। বিয়েতে তারকা জুটি সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা পোশাক পরবেন।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Katrina Kaif Vicky Kaushal wedding: হেলিকপ্টারে উড়ে রাজস্থানের রাজকীয় বিয়ের আসরে পৌঁছবেন ক্যাটরিনা-ভিকি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement