TRENDING:

Shah Rukh Khan: কলকাতায় অ্যাসিড হামলায় আক্রান্ত তরুণীদের সঙ্গে দেখা করে হৃদয় জিতলেন শাহরুখ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি

Last Updated:

Shah Rukh Khan: ইডেনে ম্যাচ দেখার পাশাপাশি শাহরুখ দেখা করেন অ্যাসিড হামলার শিকার তরুণীদের সঙ্গে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : শুধু বলিউডের নন, শাহরুখ খান হৃদয়েরও বাদশা। অভিনয়ের বাইরেও তাঁর ক্যারিশ্মায় আচ্ছন্ন অনুরাগীরা। সম্প্রতি কলকাতায় এসে শাহরুখ দেখা করলেন অ্যাসিড হামলায় আক্রান্ত তরুণীদের সঙ্গে। কন্যা সুহানাকে নিয়ে তিনি কলকাতায় এসেছিলেন আইপিএল-এ কেকেআর এবং আরসিবি-র ম্যাচ দেখতে। ইডেনে ম্যাচ দেখার পাশাপাশি শাহরুখ দেখা করেন অ্যাসিড হামলার শিকার তরুণীদের সঙ্গে। তখন অবশ্য তিনি শুধুই সুপারস্টার বা কেকেআর কর্ণধার নন, তখন তিনি অলাভজনক সংস্থা মীর ফাউন্ডেশনের প্রতিনিধি।
কলকাতায় এসে শাহরুখ দেখা করলেন অ্যাসিড হামলায় আক্রান্ত তরুণীদের সঙ্গে
কলকাতায় এসে শাহরুখ দেখা করলেন অ্যাসিড হামলায় আক্রান্ত তরুণীদের সঙ্গে
advertisement

অ্যাসিড হামলা জয় করে যাঁরা জীবনযুদ্ধে ফেরার সংগ্রামে ব্রতী, তাঁদের সঙ্গে কথা বলেন শাহরুখ। জীবনসংগ্রাম শোনার পাশাপাশি তাঁদের আরও এগিয়ে চলার পথে প্রাণিতও করে। যখনই কলাকাতায় আসেন, অ্যাসিড আক্রান্ত তরুণীদের সঙ্গে দেখা করেন তিনি। নির্যাতনের শিকার ওই তরুণীদের সঙ্গে সুপারস্টারের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে শাহরুখ খান ইউনিভার্স ফ্যান ক্লাব। প্রসঙ্গত সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা তাঁর ফ্যানক্লাবগুলির মধ্যে এটি সবথেকে বড়।

advertisement

ছবির সঙ্গে ক্যাপশন দেওয়া হয়েছে ‘‘যিনি হৃদয় জয় করেন, তিনি কখনও পরাজিত হন না। হৃদয়ের অধীশ্বর এখানে তাঁদের সঙ্গে যাঁরা উজানস্রোতে পাড়ি দিয়েছেন এবং জীবনের ময়দানে বিজয়ী হয়েছেন। তাঁরা-অ্যাসিড হামলার বিজয়িনীরা।’’ সোশ্যাল মিডিয়ার পোস্ট হওয়ার পরই ছবিটি ভাইরাল হয়ে যায়। অনুরাগীরা তাঁদের নায়ককে এই ভূমিকায় দেখে উচ্ছ্ব্সিত। পর্দার বাইরে জীবনের পথেও তাঁকে যোগ্য নায়ক বলে মন্তব্য অনুরাগীদের।

advertisement

আরও পড়ুন :  ইডেনে ভক্তকে চুম্বন শাহরুখের! আনন্দে আপ্লুত হয়ে কী করলেন অনুরাগী? দেখুন

শাহরুখের সংস্থা মীর ফাউন্ডেশনের তরফে জানানো হয়েছে সংস্থার পক্ষ থেকে আর্থিক সাহায্য করা হয়েছে অঞ্জলি সিংয়ের পরিবারকে। কত টাকা দেওয়া হয়েছে, সেই অঙ্ক প্রকাশ করা হয়নি। দিল্লির কনঝাওয়ালায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ২০ বছরের অঞ্জলি। তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী। তাঁর পরিবারের সদস্যদের দেখভালের জন্য টাকা তুলে দেওয়া হয় তাঁদের মায়ের হাতে।

advertisement

আরও পড়ুন :  'বিয়ের' আগেই ঘনিষ্ঠ জনের সঙ্গে লন্ডনে ছুটি কাটাচ্ছেন পরিণীতি, তাঁর সঙ্গে কে আছেন

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

শাহরুখ খানের প্রয়াত বাবার নামে তৈরি সংস্থা মীর ফাউন্ডেশন অ্যাসিড হামলায় আক্রান্তদের পাশে বার বার দাঁড়িয়েছে। শুশ্রূষার পাশাপাশি বন্দোবস্ত করেছে তাঁদের পুনর্বাসনের। তাঁদের স্বনির্ভর করে তোলার জন্য ব্যবস্থা করা হয়েছে বৃত্তিমূলক প্রশিক্ষণের। এই তরুণীদের দেওয়া হয়েছে আইনি সাহায্য।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Shah Rukh Khan: কলকাতায় অ্যাসিড হামলায় আক্রান্ত তরুণীদের সঙ্গে দেখা করে হৃদয় জিতলেন শাহরুখ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল