Parineeti Chopra in London : 'বিয়ের' আগেই ঘনিষ্ঠ জনের সঙ্গে লন্ডনে ছুটি কাটাচ্ছেন পরিণীতি, তাঁর সঙ্গে কে আছেন
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Parineeti Chopra in London : ভক্তদের জন্য তাঁর লন্ডন সফরের ছবি শেয়ার করছেন পরিণীতি
মুম্বই: তাঁর সম্ভাব্য বিয়ের গুঞ্জনে মুখরিত ইন্ডাস্ট্রি। নিজে বিয়ে নিয়ে কিছু না বললেও আপাতত লন্ডনে ছুটি কাটাচ্ছেন পরিণীতি চোপড়া। সঙ্গে আছেন তাঁর প্রিয় মিমি দিদি। এই মিমি দিদি আর কেউই নন, তারকা প্রিয়ঙ্কা চোপড়া। ভক্তদের জন্য তাঁর লন্ডন সফরের ছবি শেয়ার করছেন পরিণীতি। ছবিতে ট্যাগ করেছেন তুতো দিদি প্রিয়ঙ্কাকে।
কিছু দিন আগেই ভারতে এসেছিলেন প্রিয়ঙ্কা। অংশ নেন মুম্বইয়ে নীতা মুকেশ অম্বানী কালচারাল সেন্টারের উদ্বোধনেও। এই শিল্পকলা কেন্দ্রের উচ্ছ্বসিত প্রশংসা করে সামাজিক মাধ্যমে পোস্ট করেন প্রিয়ঙ্কা। পাশাপাশি তিনি অংশ নেন সিটাডেল-এর প্রচারেও। একরত্তি মেয়ে মালতি মেরিকে নিয়ে মুম্বইয়ের বিখ্যাত সিদ্ধি বিনায়ক মন্দিরেও গিয়েছিলেন প্রিয়ঙ্কা চোপড়া।
আরও পড়ুন : চৈত্র মাস শেষ হতে চলল, এ বছর গাজনের চড়কপুজো কবে, জানুন পুণ্যতিথির দিন ক্ষণ
তবে স্বামী ও মেয়ের সঙ্গে প্রিয়ঙ্কার ভারতে আগমনের পিছনে পারিবারিক উপলক্ষের প্রসঙ্গও চর্চিত হয়েছে। মনে করা হয়েছে, তিনি বোন পরিণীতির সম্ভাব্য বিয়ে উপলক্ষেই এসেছেন। কিন্তু এই গুঞ্জনে কোনও শিলমোহর এখনও পড়েনি। প্রসঙ্গত গত কয়েক দিন ধরেই রাজনীতিক রাঘব চড্ঢার সঙ্গে পরিণীতি বিয়ে হতে পারে বলে শোনা যাচ্ছে গুঞ্জন৷ তাঁদের সম্পর্ক বেশ চর্চিত কিছু দিন ধরেই৷ শোনা যাচ্ছে খুব শীঘ্রই দুই পরিবার এক হয়ে যোগ দেবে রোকায়৷ বিয়েরও খুব বেশি দেরি নেই৷
advertisement
advertisement
সংবাদ মাধ্যমে প্রকাশ, ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে পরিণীতি ও রাঘব এবং তাঁদের পরিবার রাজি থাকলেও রোকার দিন ঠিক করতে সমস্যা দেখা দিচ্ছে। কারণ ব্যক্তিগত কাজের পরিসরে পরিণীতি ও রাঘব দুজনেই ব্যস্ত। লন্ডন স্কুল অব ইকনমিক্সে অনেক দিন একসঙ্গে পড়াশোনা করেছেন রাঘব এবং পরিণীতি। তাঁদের বন্ধুবান্ধবদের মধ্যে কমন ফ্রেন্ডসও আছেন অনেকে। এখন দেখার তাঁদের রোকার দিন কবে ঠিক হয়। প্রসঙ্গত পঞ্জাবি পরিবারের বিয়েতে রোকা খুবই গুরুত্বপূর্ণ অংশ। সেখানে কার্যত পাকা কথার মতো অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বলিউডে পরিণীতির প্রথম ছবি 'লেডিস ভার্সাস রিকি বহেল।' তাঁকে শেষ বার দেখা গিয়েছে সুরজ বরজাতিয়ার ছবি 'উঁচাই'-এ। আপাতত পরিণীতি ব্যস্ত চমকিলা ছবির শ্যুটিং পর্বে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 08, 2023 3:22 PM IST