Shah Rukh Khan Kisses Fan: ইডেনে ভক্তকে চুম্বন শাহরুখের! আনন্দে আপ্লুত হয়ে কী করলেন অনুরাগী? দেখুন
- Published by:Anulekha Kar
- news18 bangla
Last Updated:
ইডেনে ভক্তকে চুম্বন শাহরুখের!
কলকাতা: টানা ৩ বছর পর ফের ইডেনে আইপিএল খেলল কলকাতা নাইট রাইডার্স। শুধু তাই নয় রয়েল চ্যালেঞ্জারস ব্যাঙ্গালোরকে ৮১ রানে হারিয়েছে কেকেআর। আর যায় কোথায়? কেকেআর ফ্যানেদের উন্মাদনায় ভরে গিয়েছিল মাঠ। তার উপর আবার হাজির ছিলেন শাহরুখ। তাই সব মিলিয়ে উচ্ছ্বাসের সীমা ছিল না দর্শকদের।
এর মাঝেই ঘটে গেল এক ভিন্ন কাহিনি। যে দৃশ্য দেখে মোটামুটি শোরগোল পরে গিয়েছে নেট দুনিয়ায়। শাহরুখ ও তাঁর একবিশেষ ভাবে সক্ষম ভক্তের কাণ্ড-কারখানা মোটামুটি ঝড় তুলে দিয়েছে সমাজ মাধ্যমে। আসুন জানা যাক কী হয়েছিল?
advertisement
advertisement
সম্প্রতি, কলকাতা নাইট রাইডার্সের পেজ থেকে শেয়ার করা হয় শাহরুখ ও তাঁর এক ভক্তের একটি ভিডিও। যেখানে নিজের ভক্তের কপালে চুম্বন করতে দেখা গিয়েছে বাদশাহকে। বাদশাহর এই ভক্তের নাম হর্ষল গোয়েঙ্কা।
ভিডিওতে ২০১৮-রও একটি দৃশ্য দেখা গিয়েছে, যেখানে হুইলচেয়ারে বসে থাকা হর্ষলকে দেখেই কপালে একই ভাবে স্নেহচুম্বন দেন শাহরুখ। ফের ২০২৩-এও ধরা পড়ল একই ছবি। নিজের ভক্তকে ভালবেসে চুম্বন দিলেন বাদশাহ। বাদশাহকে দেখেই হর্ষলকে বলতে শোনা গেল "আই লাভ ইউ" এই আবেগঘন মুহূর্ত শেয়ার হওয়া মাত্রই মুহূর্তে ভাইরাল হয়ে যায় নেট পাড়ায়।
advertisement
এসআরকের এরূপ আচরণ দেখে আবেগে আপ্লুত হয়ে পড়েন অনুরাগীরা। এক অনুরাগীতো আবার লিখেই বসেন "আর কতো বার মন জিতবে?"
advertisement
কেকেআর এর অফিসিয়াল পেজ থেকে শেয়ার করা এই ভিডিওটিতে ইতিমধ্যেই কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিওটির সঙ্গে লেখা ক্যাপশনটিও মন কেড়েছে নেটিজেনদের। যাতে লেখা রয়েছে "ফের ইডেনে ফেরা, ফের একবার হর্ষলের কাছে ফেরা।"
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 08, 2023 4:44 PM IST