পর্দায় শাহরুখ প্রেমের জাদুকাঠি ছুঁইয়েছেন বারবার। দর্শকের কাছে তিনি এবং প্রেম সমার্থক। কিন্তু এ বার ছক ভাঙার পালা। আদ্যোপান্ত অ্যাকশন হিরো রূপে ফিরছেন তিনি। আর তার জন্যই নিজেকে ভেঙে নতুন ভাবে গড়েছেন।
'পাঠান'-এর জন্য দৈহিক গড়নেও পরিবর্তন আনতে হয়েছে শাহরুখকে। সেই প্রক্রিয়া সহজ ছিল না মোটেই। ছবির জন্য শাহরুখ ঠিক কী কী করেছেন, তার দীর্ঘ ফিরিস্তি দিয়েছেন পরিচালক।
advertisement
আরও পড়ুন: 'ওর মুখ দেখেই শান্তি...', কঠিন লড়াইয়ে আজও ঐন্দ্রিলার পাশে সব্যসাচী, দেখুন ভিডিও
আরও পড়ুন: 'দাদাগিরি'তে 'দেখো আলোয় আলো' গানে নাচ, ঐন্দ্রিলাকে কী বলেছিলেন সৌরভ, দেখুন ভিডিও
সিদ্ধার্থ বলেন, "পাঠানের জন্য অভাবনীয় ভাবে নিজেকে ভেঙেছে। ছবির টিজারের জন্য যে ভালবাসা পাচ্ছে, তা ওর প্রাপ্য। পঠান নিয়ে আলোচনার জন্যই ওর সঙ্গে প্রথম দেখা করেছিলাম। বলেছিলাম, এই ছবির জন্য কতটা কায়িক পরিশ্রম করতে হবে। ও সবটা শুনেও রাজি হয়েছিল।"
'পাঠান'-এর ট্রেলারে অন্য শাহরুখের দেখা মিলেছে। আর তাতেই কয়েক গুন বেড়ে গিয়েছে দর্শকের আগ্রহ। সিদ্ধার্থ বললেন, "স্টান্ট করার জন্য ওকে ভয়ঙ্কর পরিশ্রম করতে হয়েছে। নানা বিপজ্জনক জায়গা এবং প্রতিকূল পরিস্থিতিতে কাজ করেছে ও। দেশকে তার সব চেয়ে বড় অ্যাকশন ছবিটি উপহার দেওয়ার জন্য ও যা নিষ্ঠা দেখিয়েছে, তা প্রশংসার দাবি রাখে।"
'পাঠান'-এ শাহরুখের সঙ্গে দেখা যাবে দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহামকে। সব ঠিক থাকলে আগামী বছরের ২৫ জানুয়ারি মুক্তি পাবে ছবিটি।