'দাদাগিরি'তে 'দেখো আলোয় আলো' গানে নাচ, ঐন্দ্রিলাকে কী বলেছিলেন সৌরভ, দেখুন ভিডিও

Last Updated:

ঐন্দ্রিলাকে উদ্দেশ্য করে তিনি বলেছিলেন, ''এখানে যারা আছে, সবার আয়ু যেন তোমার লাগে।'' দাদার মুখে এমন কথা শুনে কান্না এসে গিয়েছিল নায়িকার।

#কলকাতা: 'অসৎ থেকে সত্যে, অন্ধকার থেকে আলোয়, মৃত্যু থেকে অমরত্বে নিয়ে যাও। সর্বত্র শান্তি বিরাজ করুক।' এভাবেই কথাগুলো যেন তাঁকে ছুঁয়ে গিয়েছে বারবার। তাই তিনি হাত পা মেলে দিয়েছিলেন কথায়, সুরে। নিজের সমস্ত আবেগকে প্রকাশ করেছিলেন 'খাদ' ছবির 'দেখো আলোয় আলো' গানে। চোখে মুখে লড়াইয়ের আবেগ ফুটে উঠেছিল তাঁর। তিনি তো জয়ী। তিনি ঐন্দ্রিলা শর্মা। আজ তিনি হাসপাতালে যুদ্ধ করছেন কঠিন রোগের সঙ্গে।
চলতি বছর ক্যানসারকে হারিয়ে তিনি ফের কাজে ফিরেছিলেন। সৌরভ গঙ্গোপাধ্যায় সঞ্চালনায় 'দাদাগিরি'-তে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন তিনি। আর সেখানেই শ্রীজাতর লেখা, অরিজিৎ সিংয়ের গাওয়া এই গানে নাচ করেছিলেন।
advertisement
'দেখো আলোয় আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে, ছোটে হাওয়া পাগলপারা, এত আনন্দ আয়োজন, সবই বৃথা আমায় ছাড়া...' গানে তাঁর নাচ দেখে সকলেই আবেগতাড়িত হয়ে পড়েন। নাচের পরে সৌরভ তাঁর পাশে এসে দাঁড়িয়ে গানের কথা ধার করে ঐন্দ্রিলাকে বলেন, 'এত আনন্দ আয়োজন, সবই বৃথা তোমায় ছাড়া'। দাদার এই কথায় বাকি অতিথিদের সকলের চোখেই জল চলে আসে।
advertisement
এই মুহূর্তেও লড়াই করে চলেছেন ২৩-২৪ বছরের অভিনেত্রী। মস্তিষ্কে রক্তক্ষরণের পর মঙ্গলবার রাত থেকে তিনি হাসপাতালে ভর্তি। ভেন্টিলেশনে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন তিনি।
তবে তাঁর শরীরের অন্যান্য ভাইটালস স্বাভাবিক রয়েছে৷ মঙ্গলবার রাতে ভর্তি করানোর পর তাঁকে দুরুহ জটিল ক্রেনিওটমি অস্ত্রোপচার করা হয়৷ এই অস্ত্রোপচারে স্কালের থেকে একটি হাড় এর অংশবিশেষ বার করা হয় মস্তিষ্ক ওপেন করে দেখার জন্য৷
advertisement
সেবার নিজের লড়াইয়ের কথা বলেছিলেন সৌরভকে। দাদা তাঁর লড়াই করার মানসিকতাকে কুর্নিশ জানিয়েছিলেন। একইসঙ্গে ঐন্দ্রিলার প্রেমিক সব্যসাচী চৌধুরীর প্রতিও তাঁর শ্রদ্ধা জ্ঞাপন করেছিলেন সকলের প্রিয় দাদা। দাদার সঙ্গে 'জেহনসীব' গানে বল ডান্স করে মনের ইচ্ছা পূরণ করেছিলেন 'জিয়ন কাঠি'র নায়িকা। বাকি সকলের মতো সৌরভও যে তাঁর সম্পূর্ণ আরোগ্যের জন্য মুখিয়ে ছিলেন তা বোঝা যায় তাঁরই একটি কথায়। ঐন্দ্রিলাকে উদ্দেশ্য করে তিনি বলেছিলেন, ''এখানে যারা আছে, সবার আয়ু যেন তোমার লাগে।'' দাদার মুখে এমন কথা শুনে কান্না এসে গিয়েছিল নায়িকার।
advertisement
আজ বাংলাজুড়ে সকলের প্রার্থনা, ঐন্দ্রিলা যেন সুস্থ হয়ে ওঠেন তাড়াতাড়ি। তার সুস্থতার খবর শোনার জন্য আকুল হয়ে রয়েছেন প্রত্যেকটি মানুষ।
বাংলা খবর/ খবর/বিনোদন/
'দাদাগিরি'তে 'দেখো আলোয় আলো' গানে নাচ, ঐন্দ্রিলাকে কী বলেছিলেন সৌরভ, দেখুন ভিডিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement