'ওর মুখ দেখেই শান্তি...', কঠিন লড়াইয়ে আজও ঐন্দ্রিলার পাশে সব্যসাচী, দেখুন ভিডিও
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
বর্তমানে কঠিন লড়াই লড়ছেন ঐন্দ্রিলা। মঙ্গলবার রাতে আচমকাই মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হয় তাঁর। অস্ত্রোপচারের পর আপাতত চিকিৎসকদের তত্ত্বাবধানে অভিনেত্রী।
#কলকাতা: দু'বার ক্যানসারকে হারিয়ে ফিরে এসেছেন তিনি। ঐন্দ্রিলা শর্মা। ধাক্কা সামলে উঠে ফের সামলে উঠছিলেন অভিনেত্রী। ধীরে ধীরে ফিরছিলেন স্বাভাবিক ছন্দে। শুরু করেছিলেন কাজও। কিন্তু তাল কাটল আচমকাই। ফের ঐন্দ্রিলার অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি।
লড়াইটা শুরু হয়েছিল ২০১৫ সালে। ঐন্দ্রিলা তখন একাদশ শ্রেণীর ছাত্রী। সেই কাঁচা বয়সেই ক্যানসার থাবা বসিয়েছিল তাঁর শরীরে। কিন্তু হার মানেননি অভিনেত্রী। মারণ রোগকে হারিয়ে ফিরে এসেছিলেন।
advertisement
কাট টু ২০২১। টলিউডে পা রাখলেন ঐন্দ্রিলা। কাজ শুরু করলেন ধারাবাহিকে। জীবনের নতুন অধ্যায় পা রাখতেই ফের অসুস্থ হয়ে পড়লেন। জানা গেল, নতুন করে ক্যানসার বাসা বেঁধেছে তাঁর শরীরে।
advertisement
আরও একবার জীবন-মৃত্যুর দড়ি টানাটানি। আর তখনই ঐন্দ্রিলার সামনে ঢাল হয়ে দাঁড়ালেন তাঁর ভালোবাসার মানুষ। সব্যসাচী চৌধুরী।
advertisement
দিদি নম্বর ওয়ানে সেই লড়াইয়র আখ্যান শুনিয়েছিলেন 'জিয়ন কাঠি'র নায়িকা। বলেছিলেন, "আমার তখন দ্বিতীয় দিনের কেমো চলছিল। চোখ বন্ধ করেছিলাম। চোখ খুলে দেখি ও আমার সামনে দাঁড়িয়ে।"
আবেগে গলা ভারী হয়ে এসেছিল ঐন্দ্রিলার। দু'চোখ বেয়ে গড়িয়ে পড়ে জল। তিনি বলেন, "চোখ খুলেই ওর মুখটা দেখলাম। একটা অদ্ভুত শান্তি অনুভব করেছিলাম।"
advertisement
সব্যসাচীই যেন ছিলেন তাঁর শক্তি ও সাহসের উৎস। অভিনেত্রীর স্বীকারোক্তি, "আমার চিকিৎসা চলাকালীন এত শারীরিক কষ্ট পেয়েছি। কিন্তু মানসিক কষ্ট এক ফোঁটাও ছিল না।"
বর্তমানে কঠিন লড়াই লড়ছেন ঐন্দ্রিলা। মঙ্গলবার রাতে আচমকাই মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হয় তাঁর। অস্ত্রোপচারের পর আপাতত চিকিৎসকদের তত্ত্বাবধানে অভিনেত্রী। ঐন্দ্রিলার দ্রুত আরোগ্য কামনা করছেন তাঁর সহকর্মী এবং অনুরাগীরা।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 03, 2022 5:38 PM IST